নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
জারুল রঙ প্রেম আমাদের ক্রমেই হয়ে যায় নীল,
অথচ বেগুনি পাপড়ির ডানা মেলা ছিলো প্রেম ,
ছোট ছোট সুখ গড়িয়ে পড়তো,বইতো হাওয়া মন্দানিল,
না, চাওয়া ছিলো সমুদ্দুর সম, না চেয়েছি হীরে মতি হেম!
জীবন্ত প্রেম, চুপসে যায় ঘাসফুল পাপড়ির মতই
এখনো মন ছুঁয়ে দেখতে পারো পাপড়ি মেলা জারুল ফুল,
দুজন দুজনায় যতই কাছে থাকার আশ্বাসে ফিরে আসি
দূরত্ব বাড়ে ততই,
কেউ খুঁজে পাই না কার যে ছিলো ভুল!
চিরসবুজ মন সহসাই খসে পড়া পাপড়ির মত নিস্তেজ,
নিঃশ্বাস হয় দীর্ঘ থেকে দীর্ঘতর,
সময়ের হাওয়ায় উড়ে যায় প্রেমের দলিল দস্তাবেজ,
ধীরে ধীরে বাড়ছেই যেনো মনান্তর!
অথচ পাশে থাকার শপথ নিমেষেই গেলাম ভুলে,
দুঃখ সুখের ভাগ বাটোয়ারায় ছিলো শক্ত সিদ্ধান্ত,
দিন যায় রাত আসে, ক্যালেন্ডারের পাতা যায় উল্টে,
চোখের পাতায় নীল বিষণ্ণতা থাকে ঝুলে,
একটু মেনে নিলেই কেটে যেতো জীবন দুর্দান্ত!
বুঝা পড়ায় ভুল, জারুল প্রেম নীল বিষণ্ণতা যায় ছুঁয়ে,
নাকফুলে ঝুলে থাকে বিষাদের বিন্দু,
প্রেম আমাদের পাশে থেকে দূরত্ব যোজন যোজন,
ভালোবাসা থাকে পাশ ফিরে শুয়ে,
এখানে মনের কোণে আর নেই উচ্ছ্বাস এক সিন্ধু!
অসমঝোতার সুতায় মন পড়ে আছে বাঁধা,
খুলতে গেলেই লেগে যায় প্যাঁচ, ছিঁড়ে যায় প্রেম,
কেউ বুঝি না কারো মন,
আটকা পড়ে আছি এ কোন গোলক ধাঁধায়,
প্রেম আর জীবন সংসার, খেলছে লুকোচুরি
দূরত্বের একি! গেম!
০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতাশা মাঝে মাঝে ভর করে । ঠিক তেমনি ২০২০ সালেও হয়তো হতাশা ছিল
মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাইয়া
ভালো থাকুন
২| ০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমনি করেই এক দিন জীবনের সব রঙ
ফিকে হয়ে আসবে তা আমরা জগতের
মোহে পড়ে ভুলে রই!
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান ঠিক কথা বলেছেন।
মনে তো করি কিন্তু পরক্ষণেই ভুলে যাই।
মন্তব্যের জন্য থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইজান
৩| ০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
গেঁয়ো ভূত বলেছেন:
"দুজন দুজনায় যতই কাছে থাকার আশ্বাসে ফিরে আসি
দূরত্ব বাড়ে ততই,
কেউ খুঁজে পাই না কার যে ছিলো ভুল!"
এক কালে আমরা মহাদেশ ছিলাম
এখন বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছি
চারিদিকে কেবল অশ্রু লবনাক্ত সমুদ্র !
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই লবণাক্ত সমুদ্দুর আমাদেরকে দিতে হবে পাড়ি। এ থেকে পালানোর পথ নেই
থ্যাংকিউ ভূত
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৪| ০৭ ই জুন, ২০২২ রাত ১১:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
দূরত্বের একি! খেলা
জীবন এমনই এক মেলা
০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ঠিক
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৫| ০৮ ই জুন, ২০২২ রাত ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া
৬| ০৮ ই জুন, ২০২২ সকাল ৯:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই কবিতাটা অনেক সুন্দর হয়েছে।*
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মশিউর ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: জারুল প্রেমগাঁথায় ভালোলাগা রইলো।
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরান পদাতিক ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: দির্ঘ করোনার প্রভাবে এইরকম হতাশা বৃদ্ধি হছে!!
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হইতেও পারে। থ্যাংকিউ সো মাচ
৯| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরান ভাইয়া
ভালো থাকুন
১০| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:২০
ফয়সাল রকি বলেছেন: জীবন সংসারের সাথে প্রেম একীভূত হয়ে আছে।
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট রকি ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১১| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জরুল রঙ প্রেম , বাহ! শব্দটাই সুন্দর । সুন্দর শব্দ চয়নের জন্য অনেক অনেক ধন্যবাদ , ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩
সোনাগাজী বলেছেন:
আজকাল আপনি হতাশার চিত্র আঁকেন!