নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্মৃতির পাতায় আঁকাবাঁকা পথটি=

২১ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৯



©কাজী ফাতেমা ছবি

আঁকাবাঁকা পথ পেরিয়ে, বিদ্যালয়ে যেতাম,
বন্ধু'রা সব গল্প কথায় আনন্দ খুব পেতাম,
মেঠোপথের দু’পাশ দিয়ে, ধানের ক্ষেতে ভরা,
এই এখানে কেটেছিলো রোদ্দুর বৃষ্টি খরা!

ভাঁটফুল সাদা থাকতো ফুটে, পথের ঝুপেঝাড়ে,
ঘ্রাণ মাখানো বেলা আহা, আসতো বারে বারে,
স্কুল ড্রেসে মেঘবালিকা, দলবেঁধে যাই ছুটে,
কৈশোরের সেই দিনগুলোতে নিতাম মজা লুটে!

হাত বাড়িয়ে ডাকে আমায় পথ সে আঁকাবাঁকা,
ধুলোর পথে পড়ে গেলো পিচ পড়ে আজ ঢাকা,
বদলে গেলো সময় আহা, বদলে গেলো সবই,
মাথার উপর নিস্তেজ জ্বলে বেলাশেষের রবি।

শৈশব কৈশোর আজ হারিয়ে, মধ্যপথে থামি,
অতীত সময় ছিল আমার হীরের চেয়ে দামী,
খালি পায়ে ধুলোর প্রলেপ, পুকুর জলে ধোয়া,
ঘাসে বসে খেতাম রোজই মায়ের হাতের মোয়া!

সাঁতার কেটে জলে ডুবে, কাটতো দুপুর বেলা,
রোজ বিকেলে পুকুর পাড়ে বসতো সুখের মেলা,
আঁকাবাঁকা মেঠোপথে, হাঁটতাম গল্পচ্ছলে,
সবই এখন স্মৃতির পাতায় অতীত জলের তলে।

বাড়ির পিছে কী সুন্দর এক ধুলোর রাস্তা ছিলো,
স্মৃতিগুলো সবই আমার হলো এলোমেলো,
যন্ত্র চলা রাস্তাটিতে সুর কলরব বাজে,
আমার গাঁয়ের মেঠোপথটি আজও বুকের মাঝে!
(পীঁরেরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ)
(২১-০৬-২০২০)

মন্তব্য ২০ টি রেটিং +১১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ রাত ৮:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছন্দময় নস্টালজিক কবিতা।

২২ শে জুন, ২০২২ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন সাড়ে ভাইয়া
অনেক ভালো থাকুন। আমাদের দিনগুলো বড্ড আনন্দের ছিল। এখন বন্দি হয়ে আছি ব্যস্ততার বেড়াজালে

২| ২১ শে জুন, ২০২২ রাত ৯:০২

মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ শৈশব কৈশোরের ছবি এঁকেছেন !!
সুন্দর।

২২ শে জুন, ২০২২ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপুনি। ভালোবাসা নিবেন ফি আমানিল্লাহ

৩| ২১ শে জুন, ২০২২ রাত ১০:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সক্কলরে শৈশবে ফিরিয়ে নিলেন মায়াবী কবিতায় ! +

২২ শে জুন, ২০২২ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন তাসনিম ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ২২ শে জুন, ২০২২ রাত ১২:২০

ঢুকিচেপা বলেছেন: আপনার কবিতা পড়ে প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে গেল।
ছন্দে ছন্দে জানা গেল আপনি কি কি করতেন।

২২ শে জুন, ২০২২ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। আনন্দের ছিল। এখন পড়াশুনা বেশী বাচ্চারা খেলার টাইম পায় না।

থ্যাংকিউ সো মাচ। ভালো থাকুন অনেক অনেক

৫| ২২ শে জুন, ২০২২ সকাল ৮:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! বেশ ভাল লেগেছে কবিতা

২৩ শে জুন, ২০২২ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন ভাইয়া
ভালো থাকুন
গল্পের পরের অংশ দিচ্ছেন না যে

৬| ২২ শে জুন, ২০২২ সকাল ৯:৩৪

শাওন আহমাদ বলেছেন: স্মৃতিচারণ

২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন

৭| ২২ শে জুন, ২০২২ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: কবিতায় স্মৃতিচারণ নস্টালজিক করে দিয়েছে। +

২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৮| ২২ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সহজ-সরল-সুন্দর

২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৯| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো।

২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লহ খইরন ভালো থাকুন ফি আমানিল্লাহ

১০| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৮

খায়রুল আহসান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: ছন্দময় নস্টালজিক কবিতা। আমিও তাই বলি। এ ধরণের কবিতা পাঠে পাঠকের মনেও তার স্কুলজীবনের অনেক স্মৃতি ভেসে ওঠে।
ছবিটা সুন্দর; তবে ছবিতে একটা আঁকাবাঁকা পথের ছবি থাকলে আরও ভালো হতো।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ছবিটা উপর হতে নিলে হয়তো আঁকাবাঁকা পথ বুঝা যেত। এটা এতই আঁকাবাঁকা যে এখানে সাবধানে গাড়ী চালাতে হয়।

অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইরন ভাইয়া জি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.