নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রেম কখনো হয়ে ওঠে ছলনা=

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৬



©কাজী ফাতেমা ছবি

সব ভাওতাবাজি, সবই ভোগ আকাঙ্খা
ফুসলিয়ে মন নিজের করে নেওয়া
অতপর কর্ম শেষে পথের বাঁকে প্রেম পড়ে থাকে ঝরা পাতার মত
হেঁটে যায় তার উপর প্রেমিক পুরুষ;
কান পেতে শুনে আহত মনপাখির সেই করুণ গোঙ্গানী।

প্রেম এভাবেই পায়ের তলায় পিষ্ট হয়
আর তরুণী হয় মা'বতী।
কোথায় সে হবে প্রেমিকের নীলাবতী
তা-না হয়ে, হয়ে উঠলো প্রেমিকের সাবেক ভুল
সমাজের চক্ষুশোল,বাবা মায়ের গলার কাঁটা,
এমন হওয়ার কথা ছিলো কী!

একদা সেই পুরুষ প্রেমিক
এক আকাশ নীল তার ভালোবাসার কপালে সেঁটে দিয়ে
বলেছিলো তুমি আমার নীলাবতী
আমার বুকে উড়াও তোমার প্রেমের আঁচল।

হাতের চুড়ির উপর আলতো ছুঁয়ে দিয়ে বলেছিলো
তোমার হাসি যেনো ভাঙ্গা কাঁচ রিনিঝিনি
তোমার চোখ যেনো নীল সমুদ্দুর
যাতে আমি ডুবে মরে যেতে রাজী,
তোমার ঠোঁট গোলাপ ফুল পাপড়ি
তোমার আলতা রাঙ্গা পায়ে নুপূর বাজুক সুরে
আমি পাগল হই সে অনুরণে
তুমি হেঁটে গেলে পাশ কাটিয়ে
বেলীর ঘ্রাণে হই মাতাল,
তোমাকে ছাড়া এ জীবন বৃথা, ভালোবাসি খুব ভালোবাসি।

অথচ....
সব ছলনা, সবই কাম চরিতার্থ করার ছিল মিষ্টি উপায়!
বদলে গেছে সময়, এখানে প্রেম নেই
নেই ভালোবাসা আর;
এখানে কেবল কিছু ধর্ষক প্রেমিক ফুসলিয়ে ভালোবাসার খেলা জমায়।

অবুঝ হয়ো না মেয়ে আর;
এসব ভাওতাবাজি আগে থেকেই বুঝে নিয়ো
ফাঁদে ফেলো না পা,
শালীনতার ভিতর নিজেকে রাখো গোপন গোপন,
ভেস্তে যেতে দিয়ো না অবেলা নিজের চরিত্র
একবার হারাও যদি চরিত্র, আর পাবে না ফিরে
তোমার কলঙ্কিত অধ্যায়ে ঢুকবে কে বলো ভালোবেসে তোমায়?
বুঝে নাও অসময়ের প্রেম, সে প্রেম নয় অন্য কিছু
ভুলো না কারো কথায়,
নিজেকে বড্ড শক্ত রাখতে শেখো এবার।
(২৭-০৬-২০১৮)

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১:২৪

জুল ভার্ন বলেছেন: জেগে জেগে কত যে স্বপ্ন দেখি প্রতিদিন!
দেখি আর ভেঙে যায়,
ভেঙে যায় আবার শুরু করি।
স্বপ্নের এই ভাঙা-গড়াতেই দিন যায়, রাত যায়;
আমি ঘুমুতে পারি না- এর নাম প্রেম।

২৮ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্ন ভাঙ্গে আবার গড়তেও হয় নিজেকে। মন কখনো চায় না স্বপ্ন ভেঙ্গে গুড়ো হোক। অথচ পারিপার্শিকতায় তা হয়ে উঠে না।

ধন্যবাদ ভালো থাকুন

২| ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমানে প্রেমের যে অবস্থা তা সম্পূর্ণরুপে ফুটে তুলেছে কবিতার মাধ্যমে। কবিতাটি অতিচমৎকার হয়েছে।

২৮ শে জুন, ২০২২ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইরন
ভালো থাকবেন ফি আমানিল্লাহ

৩| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: নীলাবতীরাও বেইমানি করে। আশার ছলনায় ভুলিয়ে বড় গাছে বাসা বাঁধে......

যাহোক,
কবিতা ভালো লাগলো।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাও ঠিক। কী আর করা সমঝোতায় জীবন চলে।

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া। ইদানিং গল্প পাচিছ না

৪| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অবশেষে প্রেম পরে থাকে পথের পাশে ঝরা পাতার মতো, বাহ! শুভ কামনা

২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বাবন ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২৮ শে জুন, ২০২২ ভোর ৬:২২

কালো যাদুকর বলেছেন: নীলাবতিদের বারেবার সুযোগ দেয়া যেতে পারে। মানুষ ভুল করে শিখে।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মেয়েদের সচেতন হওয়া জরুরী। ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৬| ২৮ শে জুন, ২০২২ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা কেমন ভয় ধরানো।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই।

ধন্যবাদ ভালো থাকুন

৭| ২৯ শে জুন, ২০২২ দুপুর ২:৩৮

ইসিয়াক বলেছেন: আপু সমস্যা হলো ব্লগে তেমন পাঠক পাই না। তার উপর দুই তিনজন এমন পিছনে লাগে। এই দাড়ি ভুল গেছে, কমা ভুল জায়গায় বসেছে।বাক্য গঠন হয়নি ইত্যাদি বলে ভীষণ বিরক্ত করে। সমালোচনা হবে গঠনমূলক। কিন্তু তা না করে মন্তব্যে হেয় প্রতিপন্ন করার চেষ্টা থাকে। তাই আর ব্লগে গল্প বা কবিতা দেই না। খামাখা সেধে সেধে অপমানিত হতে ভালো লাগে না।
শুভকামনা রইল।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা কেমন কথা হলো। মানুষ তো এমনই যা ইচ্ছে তাই বলবে। নিজেরা কী কিছু সৃষ্টি করতে পেরেছে। আজাইরা মানুষের পিছনে লেগে থাকাই এদের কাজ।

এদের জন্য আপনি আমাদের ঠকাবেন কেন। যারা অপমান করে তারাও একদিন এমনই অপমানিত হবে

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৮| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



নারী পুরুষের প্রেম বলতে যাকে বোঝায় তার মুদ্রার এপিঠওপিঠ হচ্ছে ছলনা আর প্রতারণা। পোস্টে +++





০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। অবৈধ তো অবৈধই। যখনই ইসলাম বা পাপ পুন্যি মানুষ ভুলে যায় তখনই এসব ফাঁদে পা দেয় শয়তানের ধোকায়

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া

৯| ২৯ শে জুন, ২০২২ রাত ১০:২০

জ্যাক স্মিথ বলেছেন: বর্তমান সময়ের আবেগীয় বিষয়ের চিত্র চমৎকার ভাবে কবিতায় ফুঁটে উঠেছে, পড়ে ভাল লগলো।
আমাদের দেশের মেয়েরা কিছুটা বোকা ছেলেদের তুলনায়, সহজেই ফাঁদে পা দেয়।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক যুগ পাল্টালেও কিছু মেয়ে বোকাই রয়ে গেছে। আর যারা চালাক হইছে তারা বেশী চালাক ছেলেদের মাইরা খাওয়েনের ধান্ধা করে

আমার পোস্টে প্রথম মন্তব্য জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন স্মিথ

১০| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৩:০৪

খায়রুল আহসান বলেছেন: 'সব ভাওতাবাজি' দিয়ে শুরু, কিছু উত্তম উপদেশ দিয়ে শেষ- মাঝখানে কিছু ছলনা আর প্রতারণার বর্ণনা- এই নিয়েই এই কবিতা।
কিছু কিছু পংক্তি বেশ ভালো লেগেছে, যেমনঃ
*অতপর কর্মশেষে পথের বাঁকে প্রেম পড়ে থাকে ঝরা পাতার মত।
*বলেছিলো তুমি আমার নীলাবতী,
আমার বুকে উড়াও তোমার প্রেমের আঁচল।
*তোমার আলতা রাঙা পায়ে নূপুর বাজুক সুরে।
*বুঝে নাও অসময়ের প্রেম, সে প্রেম নয়, অন্য কিছু।

কবিতায় সপ্তম প্লাস। + +

@জ্যাক স্মিথ,
এ যুগে মনে হয় মেয়েরা আর তেমন বোকা নেই, বরং তাদের তুলনায় ছেলেদেরকেই বোকা বোকা মনে হয়। ছেলেরাই বরং তাদের পাতা ফাঁদে পা ঢুকিয়ে দেয়, অবলীলায়!

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য আমি অভিভুত আনন্দিত । জাজাকাল্লাহ খইরন ভাইয়া

মেয়েরা চালাক হইছে তবে বেশী চালাক। মেরে খা্ওয়ার ধান্ধাই বেশী করে এখন।

তবে কিছু বোকা রয়েই গেছে।
ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.