নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
আহা কি স্নিগ্ধই না ছিলাম একদা
আয়নায় তাকিয়ে মুগ্ধ হওয়ার ক্ষণগুলো সেই
হারিয়ে খুঁজি ফের!
চোখের তারায় উচ্ছ্বাস প্রহর
উল্লাসে ফেটে পড়া মুখশ্রীর ছবি সেঁটে আছে এখনো এলবামে!
মুগ্ধ আমি মুগ্ধ, আহা কত সুন্দরই না ছিলাম
আমায় দেখে আমি ঈর্ষায় মরি
আমায় দেখে আমি হিংসা মনে ধরি,
ছবি উল্টিয়ে দেখি,পিছনে সত্যিই দুটো ডানা ছিল
আহা পিঠে হাত বুলিয়ে এখন আর খুঁজে পাই-না!
আচ্ছা কোথায় কোথায় উড়েছিলাম
নদী পাড়ি দিয়েছিলাম? পাহাড়? সমুদ্দুর?
না, না, না, তবুও ডানা মেলা পাখি ছিলাম;
খসে পড়ে পালক সময়ের স্রোতে,
ডানা ভাঙ্গা পাখি আমি, গালে হাত দিয়ে বসে ভাবি!
আহা কত সুন্দর স্নিগ্ধ ছিলাম আমি!
কে নিয়ে গেলো কেড়ে রূপ মাধূর্য্য আমার?
ফুটফুটে লাল জামায় আমায় পরীই লাগছিল বটে!
এক চিলতে হাসি! আহা কি মোহনীয়;
সেকি দম্ভের ছিলো?
না কী ভেবেছিলেম, আমি এখানেই পড়ে থাকবো
যত উচ্ছ্বাস যত উল্লাস সব আমার! আমারই থাকবে/থাকুক!
আহা কি মায়াময় দাঁত কেলানো হাসিগুলো সেই
ছবির উপরে হাত বুলিয়ে অনুভব করছি,
সেই হাসিগুলো কি অতি প্রাকৃত? নাকি মেকি ছিল!
না এখন নিত্য যাচ্ছি হেসে-হ্যাঁ মেকি-অভিনয়-অভিনয়।
হাসিগুলো উধাও হলো, দাঁতে শিরশির যন্ত্রণা
ঠোঁটের গায়ে কে মেখে দিয়ে ব্যথার প্রলেপ
হাসি নেই এখানে আর উচ্ছ্বাসের।
আহা কি মনোহারী লাগছে আমায়
কতই না মিষ্টি ছিলাম! কোথায় খুলে পড়লো মুগ্ধতা!
খসে পড়লো স্নিগ্ধ পলগুলো-কোথায় হারালো?
ঐ যে ছবিটায় আমি ছিলাম যেনো আমাতেই মত্ত
নিজেকে নিয়ে কত-ই না গর্ব! চোখ ফেরানো যায় না।
আজ এখানে আমার আমিটাকে খুঁজে মরছি
হারিয়ে ফেলেছি সেই চেনা সুর,চেনা গল্প, চেনা মুখোচ্ছবি’টি।
বেলাশেষে অচেনা এই আমি-সেই আমি’র কাছেই।
সুন্দর সেতো ক্ষণিকের, তবু মন বুঝে না হায়!
(০৪-০৭-২০১৭)
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
২| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৫১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পরী'র জন্য অনেক অনেক শুভ কামনা । লেখা সত্যিই অনেক ভাল হয়েছে । ভাল থাকবেন ।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৫:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: যদিও আমি পরী না হাহাহাহা
নিজের কাছে নিজে সব সময়ই সুন্দর। সেই সুন্দরও ক্ষয়ে যায় সময়ের স্রোতে
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৩| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:০৮
লেখার খাতা বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৪| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!!!
০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমনিল্লাহ
৫| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০৮
এম ডি মুসা বলেছেন: অসম্ভব সুন্দর চিন্তাধারার ছবি ফুটে উঠেছে
০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১:৪৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি মনে করবেন আপনি সবসময় আগের মতই মিষ্টি তবে অনুতাপ হবেনা। সবার সাথে মিষ্ট ভাষায় কথা বলবেন, মিষ্টি করে হাসবেন। সকলে যেন বলে অই তো মিষ্টি মেয়েটি।
কবিতা সুন্দর।
০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভীষণ সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খইরন
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:২০
কাছের-মানুষ বলেছেন: চমৎকার মনোমুগ্ধকর কবিতা সাথে ছবি নির্বাচনও যথার্থ হয়েছে।
আমার ভাললাগা রইল।
১৩ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কাছের মানুষ
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা ও ছবি তুমি সুন্দর।
০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৯| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ** তুমি ?
কিভাবে আসলো ? কি লিখতে গিয়েছিলাম ?
০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই ভাইয়া। আমি বুঝতে পেরেছি
আবার আসার জন্য থ্যাংকিউ
১০| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৮
মিরোরডডল বলেছেন:
সময়ের সাথে মানুষ বদলায় ।
বাহ্যিক রূপের পরিবর্তনের পাশাপাশি চিন্তাভাবনাও পরিবর্তন হয় ।
শুধু একটা জিনিসের কোন চেঞ্জ নেই ।
সময়ের ছুটে চলা ।
সময় তার আপনগতিতে একইনিয়মে অবিরাম ছুটে চলছে ।
ছবিপু তোমার এই লেখাটা ভাবায় ।
০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপু, মনেই হত এই আমিও সব দিক থেকেই বদলে যাবো। সময় ছুটে চলে আমাদেরকে নিয়ে যাচ্ছে অন্তে। কখন যে কার অন্ত, তবুও মাঝে মাঝে ভাবি অন্তত কেউ না কেউ আমাকে মনে রাখবে আমার লিখাগুলোর জন্য
এতদিন পর মন্তব্যের উত্তর দিচ্ছি আপু সরি।
আমি খুব ব্যস্ত জীবনের মাঝে যাচ্ছি।
ভালো থেকো
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা অসাধারণ!!!