নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
চোখের আয়নায় আকাশের মুখোচ্ছবি, মেঘ'রা হাসে সাদা দাঁতে,
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা, আমি দাঁড়িয়ে চায়ের পেয়ালা হাতে,
আকাশে শুভ্র মেঘেরা করছে খেলা
নীলের মাঝে বসেছে আজ মেঘের মেলা;
মেঘ রোদ্দুর লুকোচুরি খেলে আমার সাথে।
কালো মেঘ নেই অথচ বৃষ্টি ঝরা শ্রাবণ দুপুর, কী ঝকঝকে দিন,
গোলাপী পর্তুলিকায় বৃষ্টির ছাট, মৃদু হাওয়ায় বাজে পাতার বীন.
বড় সুখে উদাস করা দিন, চারিদিকে আলোর খেলা,
মেঘ বৃষ্টির খেলা দেখে কেটে যায় বেলা,
কোথায় আছে সূর্যটা দেখি না তারে, হাতে নিয়েছি দূরবীণ!
পাতাবাহারের পাতায় ঝুলে আছে স্বচ্ছ সবুজ রঙ, খঞ্জন হয় মন
টকটকে সবুজ পাতাদের যেন লেগেছে যৌবন,
এমন থাকতে চাই যে আমিও... চিরসবুজ,
কেন তবে অল্প ব্যাথায় হই কাতর, বিষাদে হয়মন অবুঝ!
মাঝে মাঝে শ্যা ওলায় ছেয়ে যায় মন উঠোন!
আনমনা দৃষ্টি আকাশে ঠাঁয়, গ্রীলের ফাঁকে যায় না দেয়া উঁকি
আয়নার পটে বন্দি করেছি পাখি, নিয়েছি অল্প ঝুকি,
মন সুখী হয় পাখি দেখে, দেখে মেঘ,
আহ্লাদি শুভ্র আকাশেরও ঝরে আবেগ;
আমি আকাশ দেখি বারান্দায় দাঁড়িয়ে উর্ধ্বমূখী।
আকাশ আমার মনের আয়না, আকাশ দেখে হই উৎফুল্ল,
ঐ যে শুভ্র মেঘেরা উড়ছে, ঐ যে সাদা ডানা খুললো,
ভেসে যদি যাই মেঘের ভেলায় দূর বহুদূর,
তোমার কষ্ট হবে বন্ধু এক সমুদ্দুর?
দুপুর গড়িয়ে যায়, পশ্চিমে ঐ সূর্য মুখ তুললো।
এবার তবে ব্যস্ত হই সংসার কর্মে!
(০২-০৮-২০২০)
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমনিল্লাহ
২| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭
নজসু বলেছেন:
সুন্দর
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৯
পুরানা দামান বলেছেন: সুন্দর, প্রাণবন্ত। ++
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ দামান
ভালো থাকুন
৪| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪০
আরইউ বলেছেন:
ছবিটা খুব সুন্দর হয়ছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন
৫| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু শরতের মেঘের ভেলায় ভেসে যান
সমস্যা নাই তবে শ্রাবণের মেঘ হয়ে আবার
ফিরে আসবেন!
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ ফিরে আসবো
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৬| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২২
অপু তানভীর বলেছেন: ছবিটা সত্যিই চমৎকার হয়েছে ! ছবিটা কবে তোলা বলেন তো ?
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এটা ২০২০ সালে তুলেছিলাম।
৭| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৬
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু নতুন ডিপার্টমেন্টে এতই কাজ আমি দিশেহারা হয়ে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহ যেন কাজের ভার কমিয়ে দেন। আসলে একটা মানুষের পক্ষে এত পেরেশানী সয় না।
৮| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বন্ধুকে সাথে নিয়ে মেঘের ভেলায় ভাসলেই ভালো হবে। বন্ধু কষ্ট পাবে না।
কবিতা খুব ভালো লেগেছে।
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধু মেঘের ভেলায় ভাসতি চায় না।
জাজাকাল্লাহ খইরন।
আপনাদের পোস্ট পড়তে পারছি না সরি ভাইয়া
এমন দলদলে আটকে গেছি। দোয়া করবেন
৯| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ২:২৯
ককচক বলেছেন: সুন্দর উপস্থাপন
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ককচক
১০| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কথামালা।
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন।
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১১| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি..
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আপু,
সুস্থ্য আছেনতো?
সাড়া শব্দ নাই;
চলে গেছেন নাকি
মেঘের ভেলায় করে?
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া সুস্থ আছি।
কিন্তু নতুন ডিপাটমেন্টে জয়েন করার পর আমার কাঁধে অনেক কাজ চাপাইয়া দিছে যার কারণে সময় পাই না আর
আছি আশেপাশেই ।
১৩| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৩
জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ হয়নি।
০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
আচ্ছা আপনি ফেসবুকে কী নামে আছেন?
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫
ফুয়াদের বাপ বলেছেন: মনের মাঝে জমাবেগ কবিতার পাতায় সুন্দর ফুটিয়ে তুলেছেন। পাতাবাহারের মতো চিরসবুজ-যৌবনা থাকতে চাই সবসময়।