নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আমি এমনই.... আমিই আমার জন্য মহা গ্যাঞ্জাম

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০

১। আমি এমন, হাঁটতে গেলে ধাক্কা খাই, মাথায় বাড়ি খাই। দরজার সাথে, ফ্রিজের সাথে, আলমারির সাথে

২/ আমি এমন, হেঁটে যাওয়ার সময় হাতের টাচ লেগে কিছু পড়ে যায়

৩/ আমি এমন, ওড়না লেগে টেবিলের জিনিস মাটিতে,

৪/ আমি এমন, হেঁটে গেলে কানি আঙ্গুলে উষ্টা খাই, প্রতিবছরই নতুন নখ জন্মায়।

৫/ আমি এমন, কাজ করতে গেলেই ওড়না ময়লাতে ঝপাৎ, তখন রাগে ওড়নারে মাটিত ফালাইয়া পাড়াই

৬/ আমি এমনই, এদিকে গুছাই অন্যদিকে হাত লেগে পানি মেঝেতে। দেখা গেছে এক গ্লাস লেবু পানি এনে বিছানায় খাবো, আসার সময় প্রতিদিনই দরজায় ধাক্কা খাই আর পানি ফ্লোরে। মুছতে হয় আমাকেই।

৭/আমি এমনই, কাঁচা লংকা কেটে চোখ কচলাই,

৮/আমি এমন, প্যাকেট খুলে কৌটায় চিনি ঢাললে নিচে পড়ে, ফ্লোরে চিনিতে মাখামাখি, পরিষ্কার ত আমাকেই করতে হয়।

৯/ আমি এমন, চা পাতা, ডাল, চাল ঢাললে তা মেঝেতে না পড়ে উপায় নেই।

১০/ আমি এমন, ভাত খাওয়ার সময় তরকারীযুক্ত ভাত জামায়
ওড়নায় এমন কি বিছানায় পড়ে, অফিসের ওড়না হলুদ হলুদ

১১/ আমি এমন, রান্নাঘরের সিংকে থালাবাটি ধুওয়ার সময় সারা শরীর ভিজে। মাছ মাংস কাটলে শইল্যে রক্ত ভরে যায়

১২/ আমি এক কাজ করতে গিয়ে তিন কাজ বাড়াই, বাড়ানো কাজ আমিই শেষ করি।

১৩/ আমি এমন, মনে মনে বলি হাত কেটে যাবে বিসমিল্লাহ, তাও বটিতে হাত কাটি।

১৪/ আমি এমন, অসতর্কতার কারণে তেলের ছিটা হাতে মুখে পড়ে।

১৫/ আমি এমন, মিথ্যা বললে বেঁচে যাবো, তাও সত্যটাই কইয়ালাই। পড়ে মনে হয় না কইলেই ভালা অইতো।

১৬/ ভুল আমার হইবোই, তা অফিসে হোক, বা বাসায় হোক। এই ভুলের চোটে মানুষের নাম ভুলে যাই। কত মানুষ আমারে চিনে হাই হ্যালো কয় আর মনেই করতে পারি না সে কে!

১৭/ ২১ বছর ঢাকায়, তাও রাস্তা ভুলে যাই। রিক্সা ওয়ালা চিনিয়ে নিয়ে যায়। এমনও হইছে মতিঝিল থেকে নিউমার্কেটে যাব, ওঠে দেখি রিক্সা ওয়ালাও চিনে না, যেখানে আধা বা এক ঘন্টায় পৌঁছাই সেখানে দুপুর হতে পুরো বিকেল লেগে গেছে সেখানে যেতে।

১৮/ যতদিন বাস থেকে নামছি, নামার সময় হেল্পার বাম পা আগে দেন, আমি বাম পা খুঁজতে গিয়ে ডান পা'ই দিয়েছি,, বিনিময়ে উইড়া গিয়া পড়তে পড়তে দাঁড়াইছি।

১৯/ উলটা জামা পইরা দুইনাই ঘুইরা আইয়া বাসায় আয়নায় দেখি আমি উলটা জামা পরে আছি।

২০/ ভুল করবো না ভেবে কাজ শুরু করি, যেখানে যা করার করি, তাও প্রিন্ট করার পর অন্যের কাছে ভুল ধরা পড়ে। আসলেই আমি মেধাহীন, মগজহীন বেয়াক্কেল অচতুর একটা মানুষ।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার দাদাঈ বলতেন
এরাই নাকি কুলক্ষনা !

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান আমি অলক্ষী আমা্র কষ্ট মানুষ বুঝে না

:(

২| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: সহজ সরল স্বীকারোক্তি! তবে চেষ্টা করতে থাকুন, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে।
আর যাই কিছু ঠিক হোক বা না হোক, ১৮ নম্বরটাকে কিন্তু ঠিক করতেই হবে। আজ থেকেই। নইলে যে কোন সময় বড় বিপদ চলে আসতে পারে! প্রয়োজন হলে বাসায় একটি বাসের মডেল বানিয়ে তা থেকে বাঁ পা প্রথমে নামিয়ে বাস থেকে নামা অনুশীলন করতে থাকুন! মডেল না বানাতে পারলে টুল ইত্যাদি থেকে নামতে থাকুন!

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী ভাইজান চেষ্টা করতেছি। কিন্তু কেন যে ভুল হয়ে যায়। আল্লাহ যেন আমার ভুলগুলো ঠিক করে দেন।

আসলেই বাস থেকে নামা বিপজ্জনক। যদিও বাসে ওঠা হয় কম।

জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬

কিশোর মাইনু বলেছেন: ১৬, ১৮, ১৯ এ না হেসে পারলাম। আমার সাথে ও প্রায় emon হয়। বাকিগুলো ও পড়ে মজা লাগল। আরেক্টু সাবধানে চলাফেরা করবেন। কম হবে আশা করি।
ভাল থাকবেন। শুভকামনা রইল।

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাবধানেচলাফেলার চেষ্টা করি। যে কাজ করলে দেখা যায় তাসীনের বাপ রাগ করবো সেটাই বেশী হয়। অই কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার হচ্ছে সেই অবস্থা

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৪| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৪

স্প্যানকড বলেছেন: আপু বায়োডাটায় ইহা দিলে খবর হইয়া যাইতো ! ভুল কইরা আমারে কোটি খানেক ট্যাহা দিয়া দিয়েন =p~ হা হা হা। ভালো থাকবেন খুব সহজ সরল আপনি।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই খবর হইয়া যাইতো। আগে লাঞ্চের টাকা উঠাইয়া কাউরে বেশী কাউরে কম দিয়া দিতাম। পরে স্যারটা এ দায়িত্ব থেকে অব্যাহতি দেন

থ্যাংকিউ সো মাচ

৫| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০

ফুয়াদের বাপ বলেছেন: হাহাহা, ব্যাপক মজা পেলাম বেখেয়ালীপনার ফিরিস্তি পড়ে। সবার জীবনেই এমন বেখেয়ালীপনার অভিজ্ঞতা কম-বেশি আছে।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, আমার একটু বেশীই । মাঝে মাঝে মেজাজ খারাপ হয়। আল্লাহ যেন এ পরিস্থিতি থেকে উদ্ধার করেন।

৬| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৫

কামাল৮০ বলেছেন: বয়স বেশি হলে এমনই হয়।আলঝেইমার হলেও এমন হতে পারে।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না, কামাল ভাই। আগে থেকেই এসব ভুল হয় আমার
ধন্যবাদ আপনাকে

৭| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি বাসার ঠিকানা ভুলে যাই, প্রতিদিন যে বাসস্ট্যান্ডে যাই সেই বাসস্ট্যান্ডও ভুলে যাই।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাশ। আমাকে আমার ছোট বোন আগে রিক্সা ঠিক করে পরে সে অন্য রিক্সায় উঠে।

ধন্যবাদ

৮| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীর অনেক বড় বড় মনিষীরা মনভোলা ছিলেন। তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। পথ চিনে নিজের বাসায় ফিরতে পারলেই হোল। :)

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুশ্চিন্তা হয় মাঝে মাঝে। আরও বুড়া হইছে কিতা করমু :(

এখনি যে দুরাবস্থা।

পথ তো রিক্সাওয়ালা চিনাইয়া আনে। একলা যাই না কোথাও তাই।

থ্যাংকিউ সো মাচ

৯| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



এত দিনে জানা গেল কেন আপনি এত সৃজনশীল!!
এতসব গুনাবলী যার, তিনি সৃজনশীল না হয়েই পারেন না ।
তবে খেয়াল রাখবেন কোন কারণেই যেন জীবন
ঝুঁকির মধ্যে না পড়ে ।

ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিলাম আল্লাহ বাঁচাইছেন আলহামদুলিল্লাহ। সেদিন টেবিলে দাড়িয়ে আলমারির উপর থেকে কীবোর্ড এনে নামার সময় প্লাস্টিকের চেয়ার ফসকে যায় আমি টেবিল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে সেন্সলেস হই। আল্লাহর রহমতে বড় ধরণের ক্ষতি হয় নাই

১০| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৯

মনিরা সুলতানা বলেছেন: কমন অনেক কিছু আমাদের সাথে ও ঘটে ব্যাপারনা।
শুভ কামনা আপু।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপু। ভুল হয়ে যায় শুধু।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১১| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৭

মুক্তা নীল বলেছেন:
যে মানুষটা নিজের ভুলটা নিজেই ধরতে পারে তার চেয়ে বড় বিবেচক আর কি হতে পারে ? ছবি আপা আমার ছোটখাটো ভুলগুলো আমি মাঝেমধ্যে চেষ্টা করি কিভাবে অন্যের ঘাড়ে চাপানো যায় (হা হা ) ..

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আমি অন্যের ঘাড়ে চাপাতে পারি না। চাপাতে পারলে ভালোই হইতো

ভুলগুলোকে মনে রেখে কাজ করেও ভুলে যাই হাহাহা

থ্যাংকিউ সো মাচ

১২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৮। দুই দিন আপনি আমার গায়ের উপর পড়ছিলেন

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা হ্যা আমি আপনাকে মনে মনে গালি দিয়েছি। কেন সামনে এসে খাড়াই আছিলেন হুহ

১৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫০

বিষাদ সময় বলেছেন: এত দিনে আমি আমার মত একজনের কথা জানলাম।
আমার ভুলের যে মর্মান্তিক মাশুল আমি দিলাম তা মনে হলে মরে যেতে ইচ্ছা করে।
তাই বলবো সময় থাকতে নিজেকে শুধরানোর আপ্রান চেষ্টা করেন।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যার ভুল হয় তার ভুলই হয় । ভুলের কথা মনে রাখলেও ভুল হয়।

ইনশাআল্লাহ শুধরে নেয়ার চেষ্টা তো করি করবোও
ভালো থাকুন ফি আমনিল্লাহ

১৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

রানার ব্লগ বলেছেন: এই বায়োডাটা টা কয়কে বছর আগে দিলে আপনার উপকারে আসতো।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ক্যামনে
চাকুরী তো হইতো না। আরও কত ধরণের সমস্যা পইড়া যাইতাম হাহাহাহ

থ্যাংকিই সো মাচ

১৫| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: লাইক দিয়েছি কষ্টে গো আপু :(

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে কষ্ট সত্যিই কষ্ট লাগে মাঝে মাঝে

থ্যাংকিউ সো মাচ

১৬| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৩

জ্যাকেল বলেছেন: সত্য নাকি শুধু ব্লগিং?

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না জ্যাকেল ভাইয়া এগুলো সত্যি। আমি মিথ্যা বলি না

থ্যাংকিউ সো মাচ

১৭| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: সত্য বলতে আমি মোটেই আপনার মতো নই । বলা চলে আপনার একেবারে উল্টো ....

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাহলে তো অনেক ভালো। মেধা বলতে নেই আমার :(

থ্যাংকিই সো মাচ

১৮| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আপু অনেক বড় সেলিব্রেটি
তাকে মন্তবের প্রতি মন্তব্য না
করলেও চলে।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভাইয়া। আমি ব্লগে সময় দিতে পারছি না এখন। এ নিয়ে অনেকবার বলেছি। আমি ব্যস্ত ডিপার্টমেন্টে জয়েন করেছি।

পোস্টই অনেক কষ্টে দেই।

সরি আবারও

১৯| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি আপুর ছবি তোলার সময় তো
দেখলামনা, ক্যামেরা হাত থেকে পড়ে যাচ্ছে !!!
হা হা হা

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেন এটার মালা আছে তো গলায় ঝুলায়ে দেই। নইলে একবার হলেও পডতো। নইলে হাতে পেঁচিয়ে রাখি

:)

২০| ১০ ই আগস্ট, ২০২২ রাত ২:০৭

কাছের-মানুষ বলেছেন: সুন্দর স্বীকারোক্তি। মাঝে মাঝে এরকম পোষ্ট পড়তে ভাল লাগে!

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। কত কথা জমা। কত স্মৃতি লিখতে ইচ্ছে করে। লিখা আর হয়ে উঠে না ;(

সময আমাকে সময় আর দেবে না

ধণ্যবাদ আপনাকে ভালো থাকুন

২১| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৫

জটিল ভাই বলেছেন:
হুম। আপনি এমনই। তাতে কি জীবন থেমে আছে?
বরং এটাই আপনার স্বতন্ত্রতা।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন থেমে নেই। কিন্তু মাঝখান দিয়া হেনস্থা হতে হয় অনেক সময়।

থ্যাংকিউ সো মাচ

২২| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




আসলেই তো ! আপনার জীবনটা দেখি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জামে ভরা। :|
নিজের এই গ্যাঞ্জাম নিয়ে, নিজের সাথেই গ্যাঞ্জাম হয়না ? :P

স্বপ্নের শঙ্খচিল যেমনটা বলেছেন, ছবি তোলার সময় আপনার হাত থেকে ক্যামেরা পড়ে যা্‌ওয়ার গ্যাঞ্জামটার কথা বাদ দিলেন কেন ? নাকি সব গ্যাঞ্জামের কথা লিখতে গিয়ে এখানটাতে গ্যাঞ্জাম করে ফেলেছেন ? :)

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসেলই আমাকে নিয়ে আমার গ্যাঞ্জাম বাধে হামেশা

ক্যামেরা গলায় অথবা হাতে পেচিয়ে রাখি। জিনিসের লাইগা মায়া আছে। আমার টেকায় কিনছি। তাসীনের বাপে কিনে দেয় নাই :(

থ্যাংকিউ সো মাচ ভাইয়া

২৩| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৬

রেজাউল৯০ বলেছেন: ২১ নম্বর এড করে নিন:
আমি কিছু লিখতে গেলে তা ম্যাও প্যাও হয়ে যায়।


ব্লগ তো শুনি মগজহীন লোকে পূর্ণ। আপনি তাহলে আর আলাদা কিভাবে?

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ম্যাও প্যাও্ লেখা তো মগজওয়ালাদের
আমার অত মগজ নাই । আমি শিক্ষিত হয়েও মূর্খ ইংলিশ অংক পারি না :)

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

২৪| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও আপনি সফল ছবি আপু।

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া
দোয়া করবেন

জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন

২৫| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নাহ, আপনাকে দিয়ে কিচ্ছু হবেনা। :(

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সেটা মেনে নিয়েছি। মানুষকে খাটাইতে পারি না। বাসায়ও না অফিসেও না :(

২৬| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমিও এরকমই ।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকের সাথে মিল আছি
বাঁইচা গেছি

চিমটি

থ্যাংকিউ সো মাচ

২৭| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৩

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসি নয় সত্যি এ যে মনচেরি মিল্ক ক্যান্ডি :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.