নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কঙ্কাবতী রাজকন্যা,

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৬



প্রিয় কঙ্কাবতী রাজকন্যা,
অথবা অপ্সরা কিংবা চিলেকোঠার রাজকুমারী বা তোমাকে ডাকতে পারি নীরা নিরুপমা। কোন নামে ডাকি বলো প্রিয় বেহেনা? কেমন আছো? নিশ্চয়ই ব্যস্ত সময় কাটাচ্ছো? আচ্ছা ব্যস্ত সময়গুলো কী করে কাটাচ্ছো?

ছবি আঁকছো?
গল্প লিখছো?
নাকি কবিতার বাগান চষে বেড়াচ্ছো
অথবা খানা দানার আয়োজন নিয়ে ব্যতিব্যস্ত?
কিংবা তুমি ঘর সাজাচ্ছো আপন মনে?
অথবা তোমার বাচ্চাদের নিয়ে পাপেট শো’র আয়োজনে আছো মত্ত?

সকল গুণে গুনবতী প্রিয় আপু? তোমার জীবনে কী কষ্ট নেই? কখনো রাগতে দেখি না!
কখনো উচ্চস্বরে কাউকে মন্দ বলতে শুনিনি, তোমার জীবনে কী বিষণ্ণতা নেই?
বিষাদ তোমাকে ছুঁয়েছে কখনো?
কারো উপর রেগে গিয়ে রাগ বুকের বাড়ী পুষেছো কখনো?
ত্যক্ত বিরক্ত হয়ে কখনো একলা থেকে ফেলেছো চোখের জল?

তুমি কী পাথর মানুষ কঙ্কাবতী? কখনো বিতৃষ্ণা দেখিনি তোমার মাঝে। এত হাসিখুশি থেকে জীবনটাকে করে তুলেছো ফুরফুরে। তোমাকে দেখলেই না মানে তোমার লিখাগুলো অথবা খাবারের আয়োজন দেখলেই মনে হয় তোমার কোনো দুঃখ নেই । নেই কোনো বিষাদ বিষণ্ণতা। কখনো বিরহের অনলে জ্বলেছো কি?

তোমাকে দেখলে কখনো ভয়ও পাই। কেমন করে যেন হাসতে হাসতে তুমি কঠিন বলে ফেলতে পারো। মাঝে মাঝে তোমার মত হতে ইচ্ছে করে। কিছু কিছু মানুষ আমাকে এমন কষ্ট দেয় ইচ্ছে করে হাসতে হাসতে অনেক কঠিন বলে ফেলি। কিন্তু আমি যে তা পারি না। তোমার মত হওয়া দুঃসাধ্য।

আচ্ছা চিলেকোঠার রাজকুমারী, তোমার এমন কোনো কষ্ট আছে যা কাউকে বলোনি। তোমাকে দেখলে কখনো দুঃখীই মনে হয়। মনে হয় রাজ্যের সুখ তুমি নিজেই অর্জন করে বসে আছো। অবশ্য এতে তোমার ক্রেডিটই বেশী। তুমি তো দুঃখ ব্যথা কারো অবহেলাকে পাত্তাই দাও না। তোমার বুকে দীর্ঘশ্বাস আছে কিছু?

কত গুণ মহাব রব তোমাকে দিয়েছেন। মুহূর্তেই মানুষকে কাবু করার ক্ষমতাও তোমার আছে মাশাআল্লাহ। তুমি জ্ঞানী মানুষ। তোমার তুলনায় আমি নির্বোধ। বেভোলা মানুষ আমি আর তুমি দুনিয়ার সবার কথা মনে রাখতে পারো।

তোমার মন্তব্যগুলো পড়তে বেশ লাগে। কী সুন্দর করে মানুষের তিতে কথার উত্তর মিষ্টি ভাষায় দিয়ে দেও বাপরে। আমি তো কেঁদেই ফেলি মানুষ কটু কথা বললে। কিছু বলতেই পারি না। অফিসে কাজের ঝামেলায় আছি কাউকে বলতে পারি না অথচ কেঁদে ফেলি একা একা।

তোমাকে সামনা সামনি দেখার বড় ইচ্ছে। জানি তুমি সহজে দেখা দিবে না। তা না হলে বইমেলাইতে হয়তো দেখা হয়ে যেত। আচ্ছা আমি নির্গুণ মানুষ দেখা নাই বা করলে। একদিন কফি খেতে খেতে তোমার গল্প শুনতেও ইচ্ছে করে। ইচ্ছে করে তোমার সাথে সারাটি দিন ঘুরে বেড়াই। মনের গোপন ব্যথাগুলো তোমাকে বলে দেই।

আমি ব্যস্ত খুব। অফিস আমাকে সময় দিচ্ছে না। অথচ আমি সময় চাচ্ছি। আমি ঘুরে বেড়াতে চাচ্ছি, ছবি তুলতে চাচ্ছি আর লিখতে চাচ্ছি অজস্র কবিতা। তোমাকে নিয়ে লিখার ইচ্ছেও মাটি হয়ে যায়। আজ লিখলাম পনেরো মিনিট সময় পেয়েছি হাতে।

রাজকন্যা আজ তবে আসি। কাজ পড়ে আছে। কেমন করে যেন সময়গুলো উধাও হয়ে যাচ্ছে। সকালের আলোয় চোখ রাখতেই সন্ধ্যা এসে ডাকে। আমি নীড়ে ফিরে যাই, সাংসারিক কাজে ব্যস্ত হই, তারপর স্বপ্নময় ঘুমে হই আচ্ছন্ন। তোমার রোজকার কর্মগুলো হতে তুমি কী করে সময় বের করো। সময় নিজের করে নিতে আমায় শিখাবে?

ভালো থেকো, আল্লাহ নেক হায়াত দান করুন। সদা প্রফুল্ল থাকো এই কামনাই টানছি ইতি।

পুনশ্চঃ আজ তোমার জন্মদিন। ভালোবাসা দোয়া ও শুভেচ্ছা রইলো অফুরন্ত।



আজ তোমার জন্মদিন নিরুপমা, আজ তোমার জন্মদিন
শুভেচ্ছা আর প্রার্থনায় বলি কেটে যাক অমানিশা কেটে যাক দুর্দিন
আজ তোমার জন্মদিন প্রিয় কঙ্কাবতী,
বয়স আশিতে যাক তুমি থেকে যেয়ো প্রজাপতি।

তোমার ডানায় ভর করুক রঙধনু রঙ
মনের হাঁটে বসুক তোমার সুখের আড়ং
বয়স বাটিতে যাক, মন উজানেই বাক বৈঠা
তুমি পার হও এক এক সাফল্যের পৈঠা!

আজ তোমার জন্মদিন চিলেকোঠার রাজকন্যা
তোমার বাড়ীতে যাক বয়ে আনন্দের বন্যা
তুমি তোমার মত, গুনবতী রূপবতী ধৈর্যবতী হাসিবতী
সু ইচ্ছেগুলোর পিছনে কখনো টেনো না যতি;
গল্প লিখো, লিখে ফেলো উপন্যাস, লিখো হাজার কবিতা;
তুমি শায়মা, অপ্সরা অথবা তোমায় ডাকতে পারি মৌমিতা।

আজ তোমার জন্মদিন প্রিয় বেহেনা, রাজকুমারী নীরু,
বয়স হাঁটে ভবিতব্যের পথে...... তোমার যাত্রা হোক সবে শুরু
জ্ঞানোবতী কঙ্কাবতী......... তুমি বাপু প্রজাপতি,
বয়স তোমার থাকুক কুড়ি, সাফল্য হোক হাওয়ার গতি।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৩

ককচক বলেছেন: ছবি আপা, কঙ্কাবতীরে 'চিলের আম্মা' বা শকুনির নানী' নামেও ডাকতে পারেন।

যাইহোক, জন্মদিনের শুভেচছা ও শুভকামনা

১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমারে দৌঁড়ানি দিব

না না আপু হচ্ছে রাজকন্যা
চিরসবুজ রাজকুমারী

২| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ জন্মদিন বুদ্ধিমতী মাশা।


আপনার জন্মদিনও আজকেই তো !! শুভেচ্ছা নেবেন।

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন। ভালো থাকুন অনেক অনেক। ফি আমানিল্লাহ

৩| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কঙ্কাবতী নাকি চিলের আম্মা? :D

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু হইল গিয়া রাজকন্যা, চিলের নানিও না আম্মাও না, অচিন দেশের রাজকুমার
থ্যাংকস এ লট ভাইয়া

৪| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪০

গেঁয়ো ভূত বলেছেন:


মহান কঙ্কাবতী রাজকন্যা কে নিয়ে লিখা আপনার লিখাটি যার পর নাই ভালো লেগেছে। আপনি রাজকন্যার কোনো দুঃখ আছে কিনা জানতে চেয়েছেন; রাজকন্যাদের কোনো দুঃখ থাকেনা, থাকতে নেই। যদিবা থাকে, তা আমাদের মতো সাধারন প্রজাদের সুখের অনুভূতির চাইতেও মধুর হয়ে থাকবে হয়তোবা!

অনেক অনেক শুভকামনা রাজকন্যা এবং আপনার প্রতি। ভালো থাকা হয় যেন।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা না রাজকন্যাদেরও দুঃখ থাকে আমার মনে হয়। হ্যা তা ঠিক আমাদের চেয়ে দুঃখেরও মধুর অনুভূতি হয়তো।

অনেক সুন্দর মন্তব্যের জন্য থ্যাঙকিউ সো মাচ ভালো থাকুন ভূত

৫| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি বহু নামের গুণবতী কন্যা,
ডাকতে পারো তুমি তাকে;
চাঁদকন্যা
অপ্সরা
বরুণা
নীল নীল পরী
স্পর্শিয়া
বনমহুয়া
কবিতা পড়ার প্রহর
ইন্দ্রনীলা
অথবা
কঙ্কাবতী রাজকন্যা .....

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অনেক নাম আছে আপুর...... সব নামের মাঝেই একটি প্রাণ সে হচ্ছে শায়মা আপু

থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯

খায়রুল আহসান বলেছেন: ছবি ও শায়মা, ব্লগের এই দুই উজ্জ্বল তারকাকেই জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন! আপনারা উভয়ে বহু বছর ধরে নিয়মিত উপস্থিত থেকে, পোস্ট উপস্থাপন করে ব্লগকে আলোকিত করেছেন, সমৃদ্ধ করেছেন।
পোস্টের এই চিঠি-কাম-কবিতাটি পড়ে খুব ভালো লাগল। কারণ, এতটা আন্তরিকতা এবং বিনয়ের সাথে একজন সহব্লগারকে শুভেচ্ছা সম্মান জানিয়ে লেখা পোস্ট সচরাচর দেখা যায় না, বরং উল্টোটাই দেখা যায়। আর তা ছাড়া এ পোস্টের চিঠির মত অংশটাকে বাস্তবিকই দুই বান্ধবীর মাঝে ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে লেখা একটা চিঠির মতই মনে হয়েছে। আবার, কবিতাটিকেও কারও সম্মানার্থে লেখা একটা মানপত্র বা শ্রদ্ধাঞ্জলি'র মত রচিত কবিতা বলে মনে হয়েছে।

লেখকের কয়েকটি প্রশ্ন মন ছুঁয়ে গেল। যেমনঃ
*তোমার জীবনে কি বিষণ্ণতা নেই?
*কখনো বিরহের অনলে জ্বলেছো কি?
*তোমার বুকে দীর্ঘশ্বাস আছে কিছু?
*সময় নিজের করে নিতে আমায় শেখাবে?

ঠিক একইভাবে, প্রশ্ন ছাড়াও, লেখকের কিছু কথাও হৃদয়স্পর্শী। যেমনঃ
*কিন্তু আমি যে তা পারি না। তোমার মত হওয়া দুঃসাধ্য।
*তুমি জ্ঞানী মানুষ। তোমার তুলনায় আমি নির্বোধ।
*অথচ কেঁদে ফেলি একা একা।
*মনের গোপন কথাগুলো তোমাকে বলে দেই।
*সকালের আলোয় চোখ রাখতেই সন্ধ্যা এসে ডাকে।

যারা ভাবেন, নারীগণ একে অপরের প্রতি গোপন হিংসে পোষণ করে থাকেন, আপনার এ পোস্ট হয়তো তাদের ভুল ভাঙাবে।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া হয়তো সময় পাচ্ছি না বলে আপনার সহ অনেকের পোস্ট পড়া বা মন্তব্য করা থেকে বঞ্চিত হচ্ছি। ব্লগে আসলে আপনাদের কাছে পেলে মন ভালো হয়ে যায়। ব্লগ সম্পর্কে অনেকের খারাপ ধারণা। তাসীনের বাপেই কয় ব্লগার মানে নাস্তিক। তাকে বুঝানোর ক্ষমতা আমার নাই। তবে ব্লগে আমার সময়গুলো সুন্দর কাটে আপনাদের আন্তরিকতায়

শায়মা আপুর একেকটি পোস্ট সমৃদ্ধশালী। জ্ঞানে ভরপুর থাকে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে মনটা খুব ফুরফুরে হলো।

হিংসা করে কী লাভ। হিংসা গুলো থেকে যাবে দুনিয়ায়। মানুষ ঘৃণায় মনে করবে তখন

জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন ভাইয়া সুস্থ থাকুন অনেক দোয়া রইলো

৭| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে এবং কঙ্কাবতী রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা।

খায়রুল ভাইয়ের কাছে থেকে জানতে পারলাম একই দিনে আরও তিন জনের জন্মদিন। তারা হলেন নাফিস ইফতেখার, একরামুল হক শামীম এবং মোঃ মোজাম হক। ওনাদেরকেও জন্মদিনের শুভেচ্ছা। আশা করি ওনারা ব্লগে নিয়মিত হবেন।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন ভাইয়া
বাকী তিনজনের সাথে পরিচয় নাই তেমন। তাদেরকে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা।

ভালো থাকুন ভাইয়া জি ফি আমানিল্লাহ

৮| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৭

মনিরা সুলতানা বলেছেন: ও মা !!!
আজকে তো দেখছি ব্লগে জন্মদিন ডে পালন করতে হবে !
কী মজা !!! আর অপূর্ব লেখা !
ছবি আপু চলেন এমন একদিনে কোন একদিন কঙ্কাবতীর সাথে কফি ডেট করি, যখন জুন আপু দেশে থাকবেন।
জন্মদিনের অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে কঙ্কার জন্যে এবং অবশ্যই বাকি ভাইয়াদের জ্যনে ও।
শুভ জন্মদিন :)

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু চলেন আসলেই
একদিন না হয় অফিস থেকে ছুটিই নিয়া নিমু। প্লিজ আপু ব্যবস্থা করেন

আমি ডল আপু শায়মা আপু সবাই মিলে একটু বসি আড্ডায়

দুইনাইক দিনের কন তো দেখি। একটা স্মৃতির প্রহর না হয় আমাদেরও হলো

থ্যাংকিউ সো মাচ আপুনি
ভালো থাকুন

৯| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৬

শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!!!!! B:-)

আপুনি!!!!!!!!!!!!!!!!!!

কসম করে একটা কথা বলি মানুষ যখন অনেক অনেক অনেক মনের গভীর থেকে কিছু লেখে তখনই লেখাটা এমন হয়।


এই চিঠি এই শুভেচ্ছা এই মনের কথা তুমি হৃদয়ের কোন গভীর থেকে লিখেছো কসম আমি সেটা বুঝতে পারছি।

দাঁড়াও আর একবার পড়ি তারপর উত্তর দিচ্ছি এক এক করে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুনি তোমার মত লিখতে পারি না। আমার লিখাটা ভালো লেগেছে এতেই আমি খুশি আপু

জাজাকিল্লাহ খইরন
ভালো থাক অনেক অনেক

১০| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৯

শায়মা বলেছেন: ককচককে কচ কচ করে কাটা হবে। কারণ আমি জীবনেও বুড়ি হবো না!!!!!!!!!!!!! হবোই না!!!!!!!!!!!!!
কাল অপু ভাইয়াও বলেছে ভাইয়াও বুড়া হবে না। হি হি হি

আর শোনো একটা মেয়ে ছিলো সমুদ্রকন্যা। সে একদিন আমাকে নক দিলো এই মেয়ে। আমি বললাম আমি মেয়ে না আমি অনেক বড় হই গেছি।

সে কি বললো জানো!!

কেউ কেউ সারাজীবন বড় হয় না কিশোরীই থাকে মানে মেয়ে থাকে। হা হা হা হা

সেই কথাটা প্রায় মনে পড়ে আমার। ছবি আপুও বললো দেখো। :)

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কচকচ হাহাহা

কচকচ করে খেয়েই ফেলতে হবে।

আপু বুড়ি না কুড়িতেই থাকুক সে দোয়াই করি

১১| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:২০

শায়মা বলেছেন: সৌরভভাইয়া আমারও অনেক অনেক ভালোবাসা আর থ্যাংকস। :)

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পক্ষ থেকেও তাকে ধন্যবাদ

১২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:২১

শায়মা বলেছেন: মশিউরভাইয়া পাঁজি ককচক ভাইয়া কঙ্কাবতীর মানে খুঁজে বের করেছে কাক বা চিল মানে কঙ্ক। তাই দয়া করে কাকের মা না বলে চিলের মা বলছে সেই বেশি! :)

১৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:২১

শায়মা বলেছেন: গেঁয়োভূত ভাইয়া একদম ঠিক বলেছো!!!!!!!!! থ্যাংক ইউ!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা!!!! :)

১৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৩

শায়মা বলেছেন: খায়রুলভাইয়া এই লেখা পড়ে একটা জিনিস বুঝা যায় মন থেকে মানুষ যা লিখে তা মন ছুঁয়েই যায়।

আমিও লেখা পড়ে অভিভূত। বুঝাই যায় আপু মনের গভীর থেকেই লিখেছে।

১৫| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৪

শায়মা বলেছেন: সাড়ে চুয়াত্তরভাইয়া নেক্সট টাইম যদি বেঁচে থাকি। ভুলবে না কিন্তু!!!!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা! :)

১৬| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৫

শায়মা বলেছেন: মনিরা আপুনি!!!!!!!!!!!!!!

যাবো!!!!

নির্ভয়ে নাকি ভয়ে ভয়ে নাকি যাবোই না!


হা হা হা কেনো বলোতো!!!!!!!!!!!!!! :P



হা হা অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!!!!!!

১৭| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: শায়মা !
যেতে হবে না, তোমাকে ধরে নিয়ে আসা হবে, ডল কে যে দলে নিবো ;) আমাদের সাথে চালাতে পারলে ও ধুনফুন ডল এর সাথে চলিবেক না।
তোমার জন্যে ও ভালোবাসা।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডল আপুকে কই পামু। দেশে এসে চুপিচুপি চলে গেল

শায়মাপুকে একদিন ধরতেই হবে ছাই দিয়া

১৮| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫০

ককচক বলেছেন: শায়মা বলেছেন: ককচককে কচ কচ করে কাটা হবে। কারণ আমি জীবনেও বুড়ি হবো না!!!!!!!!!!!!! হবোই না!!!!!!!!!!!!!

ককচক কাটাকুটি ভয় পায়?!

ভয় দেখিয়ে মুখটা
বন্ধ করা যাবেনা!! =p~

এনিওয়ে, জন্মদিনের শুভেচছা শামাপা। আগামীর প্রতিটি দিন আনন্দময় হোক

১৯| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:১২

শায়মা বলেছেন: হা হা মনিরাাপুনি!!!!!!!!!!

ডল তো নিজেই লুকায় থাকবে!!!!!!!!!!! :P

২০| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৩

শায়মা বলেছেন: ককচকভাইয়ু!!!!!!!! থ্যাংক ইউ এগেইন!! :)

২১| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫৭

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ও কঙ্কাবতী রাজকন্যা দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা ।

আরেকটি কথা , শুভেচ্ছা বার্তা সহ চিঠি খুব ভালো লেগেছে ।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুক্তাপি কেমন আছো। কতদিন দেখি না । এত ব্যস্ত হয়েছে আর আসোই না ব্লগে। অবশ্য আমিও অনেক ব্যস্ত হয়ে গেলাম

থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থেকো

২২| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ জন্মদিন শায়মাপু

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৩| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৩

নীল আকাশ বলেছেন: শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৪| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৪

নীল আকাশ বলেছেন: আপ্নাকেও শুভ জন্মদিনের শুভেচ্ছা ।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৫| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তারকা ব্লগারদের মন্তব্যের
জবাব না দিলেও অভিযোগ
করা যাবেনা।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

সময় পাই না তো

২৬| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: শায়মাপু জন্মদিনে অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। আপনার কাব্যিক জন্মদিন পালনে ভালো লাগা রইলো। ভালো থাকবেন সবসময়।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন
অনেক ভালো থাকুন ভাইয়া
দোয়া রইল

২৭| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪১

মিরোরডডল বলেছেন:




ছবিপু শায়মাপু প্রিয় দুই আপুকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপুনি
ভালো থেকো পাশেই থেকো ফি আমানিল্লাহ

২৮| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৩

শুভ_ঢাকা বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু এবং ছবি আপু।

শায়মা আপু,

বিভিন্ন কাজের প্রতি তোমার যা devotion প্লাস মানুষে প্রতি তোমার যে মমত্ববোধ (সামুর ব্লগারদের জন্য দেখেছি)। অনেক কিছু তোমার কাছ থেকে শেখার আছে এবং শিখছিও। ইদানীং তুমি আমার ইন্সপিরেশন। :)

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ ভাইয়া

হ্যা আপুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় শেখার বিষয় হচ্ছে ধৈর্য

২৯| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: আমি ধন্য হয়েছি ওগি ধন্য মিররডল আর শুভভাইয়ুর জন্য
ছবি আপু তার নিজের জন্মদিনেও আমাকেই করলে অনন্য! :)

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনন্যা তুমি রূপে গুণে, তুমি নীরা নিরুপমা
তাই করেছি অনন্য, ভুল হলে করিয়ো ক্ষমা

৩০| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

শুভ_ঢাকা বলেছেন: শায়মা আপু,

তোমার চরিত্রের আরো একটি বৈশিষ্ট্য আমাকে আকৃষ্ট করে আর সেটা হল তোমার হার না মানা লড়াকু মনোভাব।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আপু নারকেলের মত। বাহিরে শক্ত আবার ভিতরে টলটলে স্বচ্ছ জলের মত

থ্যাংকিউ শুভ ভাইয়া
ভালো থাকুন

৩১| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:




শুভ ভুলে গেলে হবে না শায়মাপু একজন টিচার, তাই কাজই হচ্ছে শেখানো, আর শুভর মতো ছাত্র হলেতো কথাই নেই :)


৩২| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

মিরোরডডল বলেছেন:




মনিরা সুলতানা বলেছেন: ও মা !!!
আজকে তো দেখছি ব্লগে জন্মদিন ডে পালন করতে হবে !
কী মজা !!! আর অপূর্ব লেখা !
ছবি আপু চলেন এমন একদিনে কোন একদিন কঙ্কাবতীর সাথে কফি ডেট করি, যখন জুন আপু দেশে থাকবেন।


আমাদেরকে সেই আড্ডার ভিডিও শেয়ার করলেই হবে :)


৩৩| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩০

মিরোরডডল বলেছেন:




শায়মা বলেছেন: হা হা মনিরাাপুনি!!!!!!!!!!

ডল তো নিজেই লুকায় থাকবে!!!!!!!!!!! :P


আমি যে একজন লাজুক লতা এটা বাই দিজ টাইম তোমরা জানো ।
মঞ্চে তোমরা সবাই থাকবে, পারফর্ম করবে ।
I'll be watching you from behind the screen :)

কথাটা কে বলেছিলো জানিনা কিন্তু আমার মনে ধরেছে ।
আমি মানুষ ভালোবাসি, তাই মানুষ থেকে দূরে থাকি ।

:)

৩৪| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১০

অধীতি বলেছেন: শুভ জন্মদিন

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ অধীতি
ভালো থাকুন

৩৫| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৯

জ্যাকেল বলেছেন: ব্লগে প্রাণচ্ছলতা আনতে উনার জুড়ি নেই।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ‌ইয়েস তাও
কারো কারো লিস্টে শায়মা আপুর নাম নাই হাহাহা

থ্যাংকিউ সো মাচ

৩৬| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৫

জটিল ভাই বলেছেন:
সত্যিই আভী, তোমার তুলনা শুধুই তুমি।
তোমাদের সকলের প্রতি দোয়া রইলো।
সঙ্গত কারণে দেরিতে মন্তব্য করায় দুঃখিত। প্লিজ রাগ করোনা....

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা ভাবী আভী

আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ
আমিও উত্তর দিতে দেরী কইরালাই
থ্যাংকিউ সো মাচ

৩৭| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পত্র। কবিতায় শায়মাপুকে দারুনবাবে স্মরণ করেছেন। ++++

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.