নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একদিন ভেস্তে যাবে সব= (চায়ের কাপে টুংটাং সুর)

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯


©কাজী ফাতেমা ছবি

ক্লান্তির ঘাম কপালে জমা হলেই বুঝে নেই সময়ের ওজন,
তাড়াহুড়ায় রিলাস্ক মোডে যায় না করা সকালের ভোজন,
এ করো, সে করো, এ রুম ও রুম, দৌঁড়ের উপর,
মাথায় বেঁধে নেই ব্যস্ততার অদৃশ্য টোপর!
এ যেনো সাদা কালো জীবন,
এ যেনো পেরেশানির ভুবন।

খুব ইচ্ছে চায়ের কাপে ঠোঁট লাগাই ধীরলয়ে
রিনিঝিনি সুর উঠুক হাতে বাঁধা হেম বলয়ে;
আর গল্পের বইখানা থাকুক সম্মুখ,
এমন প্রহর পেতে নিত্য রই অপেক্ষায় উন্মুখ!

সে মহেন্দ্রক্ষণ দেয় না মনমাঝে উঁকি,
চা পানেও তাড়াহুড়ো, নিতে হয় উত্তাপের ঝুঁকি,
মাখনে মোড়া চায়ের জল,
তাকিয়ে সুখে চোখ ছলোচ্ছল;
অথচ কর্ম সেড়ে নিয়ে দেখি ঠান্ডা জলে বিতৃষ্ণা উড়ে,
চায়ের উষ্ণতায় মন হয় না আর ফুরফুরে,
প্রশান্তি সে যেন দূর বহুদূরে।

তবুও ঠান্ডা চায়ের স্বাদ অভ্যাসের বুকে থেকে যায়
চুপসে যাওয়া বিস্কিটে কামড় পড়তেই ভাসি বিস্বাদের নায়;
সকাল দৌঁড়ায় পাগলা ঘোড়ায় চেপে,
তাড়াহুড়ো করতে গিয়ে উঠি কেঁপে;
চায়ের কাপে দুধের সর ভাসায় সময়ের ভেলা;
একদিন এ করেই সাঙ্গ হবে দুনিয়ার খেলা।

(২৩-০৮-২০২২)


মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি ছবি আপা মনেই অন্যকিছুর ছোঁয়া
নিত্যনতুন ভাবনায় থাকে কায়া!
ভাল থাকবেন----------

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

২| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা, আপনার চা'য়ের মতো ভালো (চা ভালো না হয়ে যাবে কই- দুটি পাতা একটি কুড়ি এলাকার মানুষ বলে কথা)। =p~ +

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা সিলেটের মানুষ চায়ের জন্য বিখ্যাত। মাশআল্লাহ।

কিন্তু একজন কাইল কইতাছে আপা চুনারুঘাটের মানুষ চায়ে নুন দেয় ক্যারে । হাহাহা এখন শুনি আসলেই চুনারুঘাটে নাকি চায়ে নুন দিয়া কেউ কেউ খায়। আমি জীবনেও এমন চায়ের স্বাদ গ্রহণ করিনি ।

থ্যাংকিউ সো মাচ

৩| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

জুল ভার্ন বলেছেন: বলতে ভুলে গিয়েছি, ছবির প্রতিটা বিস্কুটে ১৬ টা করে ছিদ্র আছে....একজন ছিদ্রান্বেস্বী হিসেবে আবিষ্কার! B-))

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা অফিসে বসে হাসতে হাসতে মইরা যাই। এই প্রথম দেখলাম কেউ বিস্কিটের ছিদ্র গুইনা ফেলছে মারহাবা :) ছিদ্রান্বেষী বাহ্

৪| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫২

জটিল ভাই বলেছেন:
ওহে আভী গুরু,
এতো দিনের শুরু।
তারপর সারাটা দিন,
কাটে যে বিরামহীণ।
খাটিয়া মরিলেও,
দেখেনা কেউ।
পাইলে সুযোগ বটে,
কথা নয়, খই ফুটে!
জীবনের এসব ঘটনা করিতে চয়ন,
আরো একটা জীবন সময় প্রয়োজন :(

আপনার কবিতা জটিল হয়েছে :)

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বাহ কেয়া কবিতা কাহা আপনে মারহাবা

থ্যাংকিউ সো মাচ। সময় আমায় দেয় না অবসর
ভালো থাকুন সাথেই থাকুন

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

পোড়া বেগুন বলেছেন:
খুবই মনোরম!

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ পোড়া বেগুন
ভালো থাকুন সাথেই থাকুন

৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে। আপনি কয়টা কবিতার বই ছেপেছেন?

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন। ছয়টা বই ছাপিয়েছি। যদি ছাপাইতাম আরও তাহলে অন্তত আরও ১৫/২০ ছাপাতে পারতাম। পান্ডুলিপি রেডি করতে পারি না সময়ের জন্য :(

৭| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯

অপ্‌সরা বলেছেন: হুম......

চাহি না রহিতে বসে
ফুরাইলে বেলা
তখনই চলিয়া যাবো
শেষ হলে খেলা .......


২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন করেই বেলা যায় ফুরিয়ে, আর আসে না অফুরন্ত অবসর,
দুনিয়ার ক্ষেতে কেবল ব্যস্ততারই উৎসব

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকো আপুন

৮| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
এক সকালের কর্মযগ্য শুরুর কবিতা!

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৯| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৪

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
চা ছাড়া একটি সকালও আমার শুরু হয় না , ... আমরা যারা চা খেতে পছন্দ করি তারাই বুঝে কেবল চায়ের মর্ম ...

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও সকাল শুরু হয় চা দিয়ে আলহামদুলিল্লাহ। চায়ের মর্ম সবাই বুঝবে না। এক চুমুকেই মন চাঙা

থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১০| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।

২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সাধু
ভালো থাকুন

১১| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লেগেছে আপু কবিতাটি।++

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া
অনেক ভালো থাকুন
দোয়া ও শুভকামনা রইলো

১২| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫১

ফুয়াদের বাপ বলেছেন: সকালের ঘুম-ক্লান্ত মন,
নিমিশেই হবে টনটন
চায়ের কাপে তৃপ্তির চুমুক
পরন্ত বিকেলেও চলুক।

- বন্ধু-পরিবারের সাথে চা-চক্রের আড্ডা বেশ উপভোগ করি। সরল ভাষার মনের কথাগুলো ভালোই উপাস্থাপন করেছেন।

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যস্ত জীবন ব্যস্ত সময়। একসময় আম্মা ডেকে রান্নাঘরে নিত। চা আর চিতই পিঠা খেতাম কখনো ছিট রুটি দিয়ে চা। আহা সেইদিনগুলো আর এখানে নেই। শহরে চায়ের আসর বসে না

তবুও তো বন্ধু পরিবারের সাথে চা চক্র আড্ডা পান। আমি সেসব কিছুই পাই না। সবাই বিজি আমরা

থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.