নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফুল ও প্রকৃতির ছB=

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৯

০১। মধু খেতে খেতে বেচারা উল্টে ওড়াল দিচ্ছে



এই ছবিগুলো ক্যানন ক্যামেরায় বিভিন্ন সময় তোলা। এগুলো আগের এডিট করা ছিল। বর্তমানে ফটোশপ না থাকায়। নতুন কোন ছবি এডিট করতে পারছি না। আর পিসিতে পেনড্রাইভ/মেমোরী কার্ড ঢুকানোর সিস্টেম ডিজেবল। ক্যামেরাটা পড়ে আছে ঘরে ইচ্ছে করেই আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না কোথাও। sad ছবি তোলা কত শখ অথচ সময় এবং কিছু সফটওয়ারের জন্য কিছুই পারছি না। একটা সিপিউ কিনতে মন চায়। সাইজে ছোট যাতে করে অফিসের এক কোণে রেখে পছন্দের কাজগুলো করতে পারি। আছে নাকি সাইজে ছোট সিপিউ? কত টাকা নিতে পারে? কোথায় পাওয়া যাবে। কারো জানা থাকলে জানাতে পারেন।

ছবিগুলোর ক্যাপশনে কবিতা দিলাম । অনেকেই লাইক করেন না তাই। শুধু ছবিগুলোই দেখেন। ভালো থাকুন সবাই ফি আমনিল্লাহ।

০২। রঙ্গন গাছে প্রজাপতি মধু নিতে আসছে



০৩। এটা খোয়াই নদী আমাদের, চুনারুঘাট খোয়াই নদীর তীরে অবস্থিত। এই নদীজুড়ে কত শত স্মৃতি । এরশাদ সাহেব ব্রীজ করে দিয়েছিলেন। এর আগে আমরা নৌকায় করে পার হতাম। স্কুলে যেতাম। কত বন্যা দেখেছি। মাঝখানে গিয়ে নৌকা ঘুরপাক খেত। আত্মা শুকিয়ে যাওয়া মুহূর্ত ছিল। এখন শীতের দিন যাই খোয়াই নদীতে। গিয়ে দেখি বালিচর আর বলি আমাদের সমুদ্র বন্দর । সবাই মিলে হই হুল্লোড় করে পানিতে বিকেলজুড়ে হাঁটি।



০৪। ঝিঙে ফুলে ফুলে ভরে গেছে মাঁচাটা, গ্রামের এই সব সবজি ভালোবাসি। তরতাজা ফরমালিন বিহীন



০৫। ট্রেন থেকে তুলেছিলাম ছবিটি।



০৬। জবা ফুল। এই ফুলের বর্ণনা মরু ভাইয়ের পোস্টে আছে



০৭। এটা বিমান বন্দর যাদুঘরে অবস্থিত



০৮। নাগ লিঙ্গম ফুল। রমনাপার্ক থেকে তুলেছিলাম



০৯। এই ফুলের নাম জানি না। কুঞ্জ লতা না কী যেন



১০। ইহা পিঁয়াজ ফুল।





মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

জটিল ভাই বলেছেন:
পোস্টদাতার নাম আর পোস্ট মিলেমিশে একাকার :)
যদিও আমার আভীর পোস্ট এমনইই হয় বরাবর :)
জটিলবাদ।

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন পাশেই থাকুন :)

২| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি কথা কয়। ভীষণ ভালো লেগেছে আপুনি প্রতিটি ছবি ---

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুন জাজাকিল্লাহ খইর

অনেকদিন পর ব্লগে দেখলাম। ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আছে নাকি সাইজে ছোট সিপিউ? কত টাকা নিতে পারে? কোথায় পাওয়া যাবে। কারো জানা থাকলে জানাতে পারেন।
আছে, লেনেভোর মিনি সাইজের পিসি কিনে নিতে পারেন স্বল্প দামে দ্বিতীয় হাতের। জিনিস বেশ ভালো। ১২ থেকে ২২ হাজারে পেয়ে যাবেন।

২, ৩, ৫ ও ৮ বেশ ভালো হয়েছে।

৯ নাম্বার কাঞ্চন ফুলের কলি। দেবকাঞ্চন অথবা রক্তকাঞ্চন।

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পিসিতে কী ফটোশপ ইনস্টল করা যাবে? স্বাভাবিক পিসির মত কাজ করা যাবে। কিনতে কোথা থেকে কিনবো।

ফুলের নামটা জেনে ভালো লাগলো

থ্যাংকিউ সো মাচ মরু ভাই
ভালো থাকুন

৪| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

রায়হান চৌঃ বলেছেন: ৯ নং টা রক্তকাঞ্চন

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সব কাজ করা যাবে
Elephant Road পেয়ে যাবেন।
ইউটিউবে সার্চ দিলেই সব পেয়ে যাবেন। বাড়িতে পাঠিয়েও দিবে হয়তো।

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ । বিরাট উপকার হলো। ইনশাআল্লাহ দেখবো কিনতে পারি কিনা

৬| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪

ভুয়া মফিজ বলেছেন: আপনের নতুন অফিসে কম্পিউটার জটিলতায় ছবি ব্লগ দিতে পারতেছিলেন না দেখে দুঃখ পেয়েছিলাম। কর্তৃপক্ষ আপনের দূর্গতি বিবেচনায় রেখে নতুন কম্পিউটার দেয়াতে স্বস্তি বোধ করছি।

৭ নং ছবিটা কি বঙ্গবন্ধু ২ স্যাটেলাইটের রকেট?

ছবিগুলো চমৎকার লাগলো বরাবরের মতোই। আশা করি, এখন থেকে নিয়মিত ছB ব্লগ দিবেন।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু কম্পিউটারে ফটোশপ না দিলে কেমনে। হালকা পাতলা এডিট না করলেও ছবি সুন্দর হয় না।

৭ নং ছবিটা প্রতিকি স্যাটেলাইট হতে পারে। আমার ধারণা নাই।

ইনশাআল্লাহ নিয়মিত ছবি ব্লগ দেব। আপনি কেমন আছেন? নতুন কোনো লিখা দিচ্ছেন না যে । ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৩

পোড়া বেগুন বলেছেন:
সুন্দর ছবি।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ পোড়া বেগুন
ভালো থাকুন সাথেই থাকুন

৮| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪২

ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর সব ছB

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ঢাবিয়ান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: ছবিগুলো খুব স্নিগ্ধ। দেখে চোখ জুড়িয়ে যায়। এক কথায় নয়নাভিরাম!

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন ফি আমনিল্লাহ

১০| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৫

অপু তানভীর বলেছেন: দুই নম্বর ছবিটা তো দুর্দান্ত হয়েছে !

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাড়িতে গেলেই এই প্রজাপতির সাথে দেখা হয়। এই রকম অনেক বড় প্রজাপতিও আছে

থ্যাংকিউ ভাইয়া

১১| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৮:০৩

শেরজা তপন বলেছেন: গতকাল মন্তব্য করতে গিয়ে বৈদ্যুতিকগুলো জেগে আর মন্তব্য করা হয়নি! সবগুলো ছবি দুর্দান্ত সুন্দর কিন্তু প্রথমটা আউটস্ট্যান্ডিং!

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তপন ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.