নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
(আমি তো বুড়ো, মন যে বুড়ো হয় না এসব লিখা এর প্রমাণ। ২০১৩ সালের লিখা। এখন পড়েও মজা পাচ্ছি আর ইচ্ছেগুলো জেগে উঠছে হাহাহা।)
আবোল তাবোল ইচ্ছা
যত্তসব!!
শুনবে? বলি যদি! হবে এক কিচ্ছা
হও মত্ত সব,
জ্যামের ফাঁকে হাঁটছি যখন
বাপরে!
চিপাচাপা ফাঁকফোকরে ঢুকছি তখন
কি তাপরে!
রিক্সা সিএনজি, গাড়ির পর গাড়ি
ঠাঁই নাই,
ইয়া লম্বা লাইন....গাড়ি সারি সারি
দেখতে পাই।
রোদ ঝরে অঝোরে, অথৈ খরায়
ঘামে জবুথবু;
ধমকা বাতাস শূন্যে ধুলো উড়ায়
জীবন থেমে নেই তবু।
ধুলো পড়ে ঝাপসা গাড়ির গ্লাস
অনন্য দৃশ্যপট,
তর্জনি দিয়ে আঁকি, মাইনাস প্লাস
ইকোয়েল শূন্যও আঁকি ঝটপট।
হেঁটে যাই, থেমে থেমে
জাগে ইচ্ছে প্রবল,
তীক্ষ্ণ রোদে, যাচ্ছি ঘেমে
ইচ্ছেটা তখনো সচল।
ফুল আঁকি, পাখি আঁকি
সাথে তার ছবি,
মন আঁকি, মানুষ আঁকি
গাছ লতা পাতা সবই।
সূর্য আঁকি, সাগর আঁকি
এঁকে দেই তার নাম
আঁকি আরো, পাখি আমার একলা পাখি
এঁকে জল ঢেলে দিলাম।
রোদ আঁকি, বৃষ্টি আঁকি, আঁকি আলো ছায়া
আর কিছু শুভ্র মেঘ,
আঁকি আঁকি আরো আঁকি রূপালী চাঁদের মায়া
আঁকি মিশিয়ে আবেগ।
আঁকা আঁকির সব হয় চোখে দৃশ্য,
যত্তসব আবোল তাবোল ইচ্ছা
ইচ্ছেগুলো মনের কোণে অস্পৃশ্য
বাড়ি যান... শেষ ইচ্ছার কিচ্ছা।
(০১-০৯-২০১৩)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবোল তাবোল ইচ্ছা
এখনো আছে
থ্যাংকিউ সো মাচ
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা ব্যাপোক মজার মজার সব ইচছা , ফাতেমা বোন।
এরকম সব মজার ইচছা মনে আসে বিধায়ই এখনো মানুষ বাঁচতে চায় ( কারন, এসব ইচছা না আসলে দুনিয়ার নানা জটিলতায় বেঁচে থাকার ইচছাটাই মরে যেত বা যায়)।
জ্যামে পরা গাড়ীর ফাকে তাপ
আসলেই অনেক উত্তাপ।
তার মাঝে রাস্তা-হাঠ-মাঠ-ঘাট
নাই, ঠাই নাই
ঠাই নাই।
আকব কোথায় ?
ভেবে না পাই।
আপনার সবগুলো ইচছা আমারও করে তবে ----------------
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া
মনটা যাদের ফ্রেস তাদের এমন ইচ্ছা সব সময় করে
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি ও কবিতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০১৩ সালে তো ভালো লিখেছিলেন। ফুল আঁকি - এ স্তবক থেকে পরের অংশের ছন্দ চেঞ্জ হয়ে গেছে এবং উপরের অংশের চাইতে কম সাবলীল।
শুভেচ্ছা রইল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ খলিল ভাইয়া
পরে ঠিক করে নেব ইনশাআল্লাহ
ভালো থাকুন
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৩
গেঁয়ো ভূত বলেছেন:
চমৎকার ছিল কবিতাটি !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: "মন আঁকি, মানুষ আঁকি" - মানুষ আঁকেন, তা তো বুঝলাম। কিন্তু 'মন' আঁকেন কিভাবে?
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কল্পনায় সবই পারা যায় । থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ গোফরান ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
সব ইচ্ছের কেচ্ছার শেষটাতেই থাকে, জল ঢেলে বাড়ী যা্ওয়া..........
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সঠিক হাহাহা জল না ঢাললে কল্পনা হতে ফেরা যাবে না। বাস্তব কঠিন, কল্পলোকে হারালে কেউ ভাত দিত না
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫
জটিল ভাই বলেছেন:
দারুণ সব ইচ্ছা,
তারচেয়ে দারুণ কিচ্ছা,
তারচেয়ে দারুণ ছবি,
ছবির চেয়ে দারুণ কবি