নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যাপিত জীবন (বাহ্যিক দহন জ্বালা সওয়া যায়)=

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৬



©কাজী ফাতেমা ছবি
#বাহ্যিক দহন জ্বালা সইতে পারি
অন্তর জ্বালা সে সইতে পারিনে

০১।
তেত্রিশতম দন্ত.... বিদ্রোহ ঘোষনা করেছেন তিনি
বন্দি থাকতে চান না আর আঁধার গোরে...
আচানক নাড়াচাড়া দিয়ে ভুমিকম্প ঘটিয়ে দিয়ে
উনি হাসছেন অট্টহাসি...
আর ওদিকে ব্যথায় কাতরাই চেপে ধরে হাত!

আঃ আঃ ব্যথা ব্যথা...
মরে যাই আঃ, কথাগুলো দলা পাকায় গলায়
মুখ কিঞ্চিত হা করা....
কথা এসে ফিরে যায় গলায়..
ধীরে ধীরে ব্যথাগুলো ডালপালা গজাচ্ছে
দাঁতের পাটিতে....চাপায়.....কানে...চোখে.... মাথায়
লিখতে গিয়েও ফিরে এসেছি...।

কবিতারা বেঘোর ঘুমে...
আমি আজ লিখব না কিছু
কবিতা গল্প ছড়া গান,
ব্যথারা এসে ছন্দ নিয়েছে কেড়ে
আমি নিঃস্ব আজ.;
শব্দরা পালিয়ে গেছে ব্যথার ভয়ে।
নিথর বসে ব্যথাদের সঙ্গ দিব আজ,
সয়ে যখন নিয়েছি, সয়ে আরো নিব
সকল কষ্টকে স্বাধীনতা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।



ছবি এখান থেকে

০২।
বেখেয়ালি অগুছালো হয়েই কেটে যায় প্রহর
কিসের ধেয়ানে কাটে ক্ষণ কে জানে
ভুলে যাওয়ার মন্ত্র কে দিল ফুঁকে
আমি তারে শুধাবার চাই...
এমন অশুভ মন্ত্র সে কেনো দিলো ফুঁকে!

বিপর্যস্ত জীবন হেলায় কাটে সময়,
এটা সেটা, আগে না পরে... কী যে করি
সিদ্ধান্তহীনতার ফাঁপরে পড়ে ডুবে যাই কোন সে ধেয়ানে
ভুলে যাই সব ভুলে যাই..
পিছন ফিরে তাকাই না আর।

সামনে মশাদের খেলা, পিছনে হাতির মত সমস্যা
ছোট ছোট শখে ডুবে যাই
বড় হাতিকে কেয়ার করি কী আর!
ফলাফল
পুড়ে ছাই রূপার সাসপেন...
সাদা পুড়ে কালো, মন পুড়ে তবে কি রঙ নেয় সে!

দুধ পুড়ে হলো নিগ্রো...মৌ মৌ ঘ্রাণে মাতাল আমি
পুড়ে যাই.... দহন জ্বালা কেমন?
যে পুড়ে সে-ই বুঝে!

ছবি এখান থেকে



০৩।
চোখের কিনারে সহসা জ্বলন
সেকী বিভৎস জ্বালা,
চোখের পাতা ভারি, গড়িয়ে পড়ে দু’ফোটা অশ্রু
জলের ছোঁয়ায় মেলে না স্বস্তি
জ্বলন সেতো বাঁধ মানে না কিছুতেই!

চিকন জ্বালা স্পর্শে মিলে না আরাম...
সুত্র খুঁজে দেখি একদা হাতে নিয়েছিলাম
কাঁচা লংকা...ক্রোধ মিটাতে বটিতে ঘ্যাচাং ঘ্যাচাং
দিতেই.. ওরাও বিদ্রোহ করে ঘোষনা..
প্রতিশোধ নিবে তাই আদরে ছুঁয়ে দেয় চোখের পাতায়!

ওদের সোহাগে শিহরিত আমি
কেঁপে উঠি জ্বলনে জ্বলনে.
জ্বালারে আহা! কি যে জ্বালা
আমি নিশ্চুপ বসে সয়ে নেই জ্বলন
ওরা অবশেষে ব্যর্থ হয়ে ফিরে যায়...
এহ আমায় জ্বালাতে আসে..সে কি করে সম্ভব!

ছবি এখান থেকে

(এটা পিন্টারেস্ট থেকে)


০৪।
বাহ্যিক জ্বালা সয়ে নেয়া যায় দাঁতে দাঁত চেপে
ঔষধ খেলে সেড়ে যায় ব্যথা... পূড়ার জ্বালায় মলম;
শান্তির প্রলেপে পুড়া ক্ষত সেড়ে উঠে..
মরিচের জ্বলন সেতো সয়ে নিতেই পারি
কিন্তু মনের ব্যথার নিরাময়ে ঔষধ আছে?

যুগের পর যুগ মিথ্যাবাদি হয়েছি বারবার
মোচড় দিয়ে বুকে উঠে ব্যথা...
আহঃ এ ব্যথার ডাক্তার কোথায় পাব..
কে দিবে সাড়িয়ে আমার
বুকের বামে মুচড়ে উঠা ব্যথার কাঁপন।

আমি বাহ্যিক ব্যথা সয়ে নিতে পারি
মনের ব্যথা - সে সইতে আর পারি নাকো;
বড্ড অসহায় আমি... তাই এলোমেলো
অগুছালো জীবনই আমার প্রিয়।

তোমরা আমায় ভালো নাই বা বাসলে।
(০৫-০৯-২০১৬)

(অটঃ পুরোনো ব্যথা, কোন সে ব্যথা মনে নাই)

ছবিগুলো নেট থেকে সংগৃহীত। ছবির লিংক দিতে গিয়ে পারলাম না।


মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

রানার ব্লগ বলেছেন: দন্ত খাল্লাস মোবারক !!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ মোবারক। সে তেত্রিশতম ছিল । দাঁত আমার চৌত্রিশটা আল্লাহর রহমতে এখনো তেত্রিশটা আছে

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতার বিষয় বস্তুতে চমৎকৃত হইলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব খারাপ হইছে তাই না?

সরি

থ্যাংকিউ সো মাচ তাও মন্তব্য করেছেন ভালো থাকুন

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: কবিতা বরাবরের মতোই ভাল হয়েছে। তবে চারটি কবিতা একবারে না দিয়ে দুইটি পোস্ট করতে পারতেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটার সাথে আরেকটা সঙযুক্ত তাই দিলাম।
থ্যাঙকিউ সো মাচ

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা জনাব দন্ত বহুত ঘিরিঙ্গিবাজ!
আপু আপনার সব কবিতার একটা সমাধান। সর্বাঙ্গে ব্যথা ওসুদ দিব কোথা।

সেই ২০১৬ র লেখা, আশা করছি এখন আপনি ঠিক আছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপা। একবার ব্যথা শুরু হলে কী পরিমাণ কষ্ট যার ব্যথা সেই বুঝতে পারে
েআলহামদুলিল্লাহ ঠিক আছি

থ্যাঙকিউ সো মাচ ভালো থাকুন অনেক অনেক

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫১

মুক্তা নীল বলেছেন:
ছবি আপ ,
বেশ অনেকদিন যাবত দাঁতের ব্যথার কারণে ডাক্তারের যাই।
ডাক্তার আমাকে দাঁতের রুট ক্যানেল সহ দাঁতের ক্যাপ পড়িয়ে দিলেন । উফ আপা শেষের দিন এত ব্যথা পেয়েছিলাম দাঁতে মনে হয়েছিল ডাক্তারের হাতে একটা কামড় দেই। আসলে আপা অন্যান্য ব্যথা যেমন তেমন কিন্তু দাঁতের ব্যথা মারাত্মক কষ্ট ।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার একটা দাতে রোট ক্যানেল করে ক্যাপ লাগিয়েছি। মাঝখানে ছিদ্র হয়ে গেল হঠাৎ । হা করে অনেক্ষণ থাকা অনেক কষ্টকর :(

আল্লাহ আমাদের হেফাজত করুন
জাজাকিল্লাহ খইরন আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: অতি সাধারণ বিষয় নিয়েও আপনি সুন্দর কবিতা লিখতে পারেন।

আপনার ৩৪ টা দাঁতের কথা অনেক আগে আমার পোস্টে বলেছিলেন।

আমার অফিসে একটা মেয়ের আপনার মত ৩৪ টা দাঁত ছিল। ফেলতে ফেলতে এখন মনে হয় ৩০ টা আছে। আমি তাকে বলেছি যে কোন টেনশন করবেন না। গোটা ২৫ দাঁত থাকলেই চলে। আরও ৪/৫ টা পড়লেও কোন সমস্যা নাই।

যাদের দাঁতে সমস্যা থাকে তাদের আল্লাহ কিছু বেশী দাঁত দিয়ে থাকেন। আমার জন্মগতভাবে ২৮ টা দাঁত। দাঁতের বিশেষজ্ঞ বলেছেন যে আমি হলাম আধুনিক মানুষ। আধুনিক মানুষদের ৩২ টা দাঁত হয় না। অর্থাৎ আক্কেল দাঁত থাকে না। এক্স রে করে দেখা গেছে আমার মাড়ির নীচেও আক্কেল দাঁত নাই। আমার দাঁত কম তাই আল্লাহর রহমতে আমার দাঁতে কোন সমস্যাও নাই।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ। বেশী দাঁত দেখি যন্ত্রণাও বেশী। হাহাহা পচিশটা দাতে কী আর হয়। কামড় দিতে দুিই একটা বেশী থাকা লাগে।

আমার আল্লাহ রহমতে এখন সমস্যা নেই। বাকী দিন কী হবে কে জানে।

আক্কেল দাত নাই কী বলেন। আক্কেল দাত তো সবারই থাকে।

যাই হোক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৪

সোহানী বলেছেন: হায় হায় ছবি........... কি অবস্থা!!

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু সেই সময় আবোল তাবোল অবস্থা ছিল। থ্যাঙকিউ সো মাচ আপু ভালো থাকুন ফি আমানিল্লাহ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

অপ্‌সরা বলেছেন: কবির যাপিত জীবন কাব্যেই ঘেরা হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আপু। জীবনটাই কাব্যতে ঘেরা
থ্যাঙকিউ সো মাচ

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: "কোন সে ব্যথা মনে নাই" - ব্যথার কথা মনে না থাকাই ভালো।
"অগুছালো জীবনই আমার প্রিয়" - আমারও।
"যে পুড়ে সে-ই বুঝে" - এর উত্তরঃ "কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে" !

কবিতায় দহন, দংশন, জ্বলন, পুড়ন, কাঁদন, ভোলাভালা মন- সবই আছে। + +

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যথা জমা রাখি না আর
কী হবে দুঃখ পুষে
কবিতা নিয়ে থাকি এখন

আগের কবিতা পড়ে সুন্দর মন্তব্য দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয়

সুস্থ থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.