নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
মান অভিমান পর্ব মিটে গেলেই জীবনে নেমে আসে পাহাড় সুখ,
সমঝোতায় সংসারের হাল ধরলেই শান্তি এসে দাঁড়ায় সম্মুখ,
কত তিতে কথা, কত বাকবিতন্ডা, কত বিতৃষ্ণার পাহাড় ডিঙিয়ে,
আমরাও পাখির সংসারের মত সব ভুলে প্রেমে মনকে নেই রাঙিয়ে।
আমরাও উড়ে বেড়াই প্রেম রঙ আকাশে কল্প ডানায়,
আমরাও ভালোবাসি জীবন, হারাতে চাই হাত ধরে দূর অজানায়,
ভালোবাসার রঙ ফিকে হয়ে যায় তবু মিলে না মতামত,
চাই যুক্তি অটল থাকুক, মুর্হুতেই জীবনে নেমে আসে কেয়ামত।
অথচ মেনে নিলেই হয়, তুমি অথবা আমি, দুজনেরই গুয়ার্তুমি
হেরে যেতে চাই না আমি, মুখও ফিরিয়ে নাও আলগোছে তুমি,
নিশ্চুপ নিরবতায় কেটে যায় দিন সাত অথবা দিন তিন, দুই
ঠোঁটে তালা মেলে আমরা পাশ ফিরে শুই!
রাগ পড়ে যায় ধুলায় ধীরে, কত প্রয়োজনীয় কথা ঠোঁটে বন্দি,
একদিন হাউ কাউ করে, দোষাদোষী করে আঁটি কাছে আসার ফন্দি,
মিটে যায় দু:খ বোধ, মীমাংসা হয়ে যায় বাক বিতন্ডার, আমরা সুখি,
আহা আকাশ দেখি সুখের নি:শ্বাস ছেড়ে হয়ে উর্ধ্বমূখী।
এই দেখো, পাখিদের সংসারেও নেমে এসেছে অমানিশা,
সঙ্গী পাখিটি এপাশ ওপাশ করছে, হারাচ্ছে সুখের দিশা,
বাকুম বাকুম শব্দ ঠোঁটে, কী জানি কী হয়েছে মতের বিরুদ্ধ,
এই তুমি কী জানো, ঝগড়া বিবাদ মিটে গেলেই প্রেম হয়ে যায় শুদ্ধ?
(স্যামসাং, ঢাকা)
.
(১৫-০৯-২০২০)
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সাইফুল
ভালো থাকুন
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০
শেরজা তপন বলেছেন: ছবির সাথে মানানসই কবিতাখানি!
সারা শরির ফুলিয়ে উল্টো দিকে ব্যাজার মুখে কি রমণী কইতর?
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: না অইটা পুরুষ কইতর। সব সময় রাগে ঘাড় ফুলাইয়া রাখে
কষাইয়া একটা দিতে মন চায়
থ্যাংকিউ সো মাচ
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৩
অপ্সরা বলেছেন: বুঝা গেলো তোমরা দুজন ঝগড়া করেছো!!!
তুমি নিশ্চয় ঝগড়ায় হারো!
আমি কনফার্ম!
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা কনফার্ম
পারি না জীবনেও
কেদে ফেলি তখন
ঝগড়া সারা বছরই চলে টম এন্ড জেরীর মত
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
এযে একেবারে জীবন থেকে নেয়া।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি সোহেন ভাইয়া
অনেক ধন্যবাদ ভালো থাকুন
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: " সংসার জীবনে থাকুক না কিছুটা মান-অভিমান
না হলে জীবন-সংসার হয়ে যাবে বিরান-নিস্প্রান " -
কবিতা পড়তে পড়তে লিখে ফেললাম দু লাইন কবিতা।
পরিমিত মান অভিমান সংসার ও জীবনকে মধুময় ও বৈচিত্রময় করে তুলতে বিশেষ ভূমিকা রাখে বলেই মনে হয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর হইছে মাশাআল্লাহ
হ্যাঁ কথা সত্য।
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩২
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সহজবোধ্য সুন্দর কবিতা ভালো লেগেছে। বেশী কঠিন কবিতা আমার বুঝতে কষ্ট হয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কঠিন লিখতেও পারি না। মাথায় এর চেয়ে বেশী জ্ঞান নাই।
থ্যাংকিউ সো মাচ চুয়াত্তর ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯
গেঁয়ো ভূত বলেছেন: সংসার আমার কাছে সাগরের তরঙ্গমালার মতো। এখানে স্নেহভালোবাসা, মানঅভিমান, ভুল বোঝাবুঝি, সুখ-দুঃখ এগুলো সিকোয়েন্স আকারে সাজানো থাকে বোধহয়। তরঙ্গের মতো একটার পর একটা আসতে থাকে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক তাই। খুব সুন্দর বলেছেন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৫৮
সোহানী বলেছেন: সত্য কথা কবি ছবি আপা।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী আপা
ভালো থাকুন অনেক অনেক
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৯
সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন:
ঝগড়া সারা বছরই চলে টম এন্ড জেরীর মত
# হা হা । তাহলে তো আনন্দময় ঝগড়া হবার কথা ।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আনন্দময় কখনো তিতা তিতা
এই তো জীবন চলে যাচ্ছে সময়ের পিঠে চড়ে
থ্যংকিউ সোম মাচ সোনালী
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর