নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৬ (আকাশ ভালোবেসে)=

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৪

০১। এই ছবিটি বিমান বন্দর যাদুঘর থেকে তুলেছিলাম



এবার নিয়ে আসলাম আকাশের ছবি। হাজার হাজার আকাশ মোবাইলে জমা হয়ে আছে। আমার মোবাইল হাতে নিয়ে ভাতিজি বলে বম্মা তোমার মোবাইলে আকাশ আর চায়ের ছবি। আসলেই মোবাইল ভর্তি ছবি। অথচ এসব পোস্ট করার সময় নেই আর। কিছু আকাশ ঢাকার, কিছু আকাশ চুনারুঘাট আবার কিছু আকাশ ট্রেন থেকে তুলেছি।

আর এই ছবিগুলোর সবই স্যামসাং এস নাইন প্লাস এ তোলা। মোবাইল থেকে পোস্ট দিচ্ছি, তাই ক্যাপশন ভালোভাবে দিতে পারলাম না বলে দুঃখিত।

আকাশ এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলার উফ একেক সময় একেক আকাশ, আকাশের রঙ মুহূর্তেই পালটে যায়। মানুষের মনও রঙ বদলানো আকাশটার মত। কখনো রোদ কখনো বৃষ্টি।

আকাশ ভালোবাসি তাই সুন্দর আকাশ দেখলেই ক্লিক বাজিতে হই মত্ত। আকাশ দেখে দু চার কলম কবিতা লিখাও হয়ে যায়। আকাশ সুন্দর থাকলে প্রকৃতির ছবিও সুন্দর আসে, আর আকাশ মিরা থাকলে কোন কিছুর ছবি ভালো আসে না। বকবকানি অফ, নেন আকাশ দেখেন।

০২। দুই প্রেমিক পাখি, ওড়ছে পাশাপাশি


০৩।, এটা শিমফুল আকাশ.. জসীম উদ্দিন রোডের বাসা থেকে তুলেছিলাম


০৪। বালুচর মেঘ আকাশ, এমন আকাশ খুবই ভালো লাগে, এটাও ঢাকার আকাশ।


০৫। এটা আমাদের খোয়াই নদীর আকাশ, কী সুন্দর মাশা আল্লাহ


০৬। চুনারুঘাট চা বাগানের আকাশ


০৭। ট্রেন থেকে তোলা ছবি


০৮। কাউয়া কা কা ছাড়া কি করতে পারে শুনি


০৯। কাশ ফুল আকাশ, আফতাব নগর থেকে তোলা


১০। ট্রেন থেকে তোলা ছবি

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১

নজসু বলেছেন:

আস সালামু আলাইকুম আপা। আশা করি ভালো আছেন।
মাশায়াল্লাহ অনেক সুন্দর। আকাশ এবং আকাশের মেঘ আমার ভীষণ পছন্দের।
ভালো লেগেছে আপা। পছন্দ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনি কেমন আছেন?

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৭

জগতারন বলেছেন:
সুন্দর ছবি।
লাইক!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জগতারন
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১

অপ্‌সরা বলেছেন: খোয়াই নদি কোথায় তোমাদের?

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চুনারুঘাটে আপু। চুনারুঘাট হতে পীঁরের গাঁও মিয়া বাড়ী যেতে খোয়াই নদী পার হতে হয়

থ্যাংকিউ

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: কাউয়ারটা বাদে সবগুলাই অনন্যসাধারণ!

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাউয়া কিতা দোষ করলো হুহ

কাউয়া সুন্দর পাখি। ঘুম ভাঙ্গাইয়া দেয় সকালে

থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪

সোনালি কাবিন বলেছেন: দারুণ সব ছবি।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী ভালো থাকুন

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ২নং ছবির প্রেমিক আর প্রেমিকা কোনটা কোনটা? কাউয়ার ছবিটা দেখে আবেগিত হইলাম। আমাদের এখানে এই কাউয়া দেখা যায় না, শুধু কালে-ভদ্রে দাড়কাক দেখা যায়। তবে এবার মরক্কোতে এই পরিচিত দেশী কাউয়ার দেখা পাইলাম বেশ কিছু।

বাকী প্রত্যেকটা ছবি সুন্দর, বলার অপেক্ষা রাখে না।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেটা সুন্দর সেইটাই প্রেমিকা। আর যেটা কাইলা ভূত সেইটা প্রেমিক হইতে পারে

ঢাকায় সব ছোট কাক
গ্রামে গেলে দেখি ইয়া বড় কাক

থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন
ভাবীর কথা মেনে চলুন

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নীল আকাশ
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৯

ইসিয়াক বলেছেন:





আমি আকাশের মত নীল হতে চাই
দুরে বহুদুরে হারিয়ে যেতে চাই।.... ছবিগুলো দেখে এই ইচ্ছেগুলো জাগলো।

সুন্দর ছবি।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হারাবেন কেন। কত আপনজন আছে পাশে

থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.