নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শরত ছুঁইয়ে দাও চোখের পাতায়=

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫



©কাজী ফাতেমা ছবি

কী নরম অনুভূতি মনের কিনারে, সুখ সুখ সময়,
গালে হাত, ঠোঁটে মিহি হাসি, এবেলা আছি সুখে তন্ময়,
মুঠোয় পুরে দাও শরত, ফুঁয়ে উড়াও কাশফুলের দল,
তুমিও শরত হয়ে মনে করো বাস, করো না মনের ঋতু বদল।

আমি হেমন্ত চাই না, না চাই শীত,
যদিও গুনগুনাই ঠোঁটে বসন্ত গীত,
তুমি বরং বসন্ত হয়ে এসো, ফাগুন রঙ মাখাও চোখে,
একদিন শ্বেত শুভ্র বসনে শরত হও, দাঁড়াও সম্মুখে।

মন উচাটন, সুখ সুখ অনুভূতিতে এনে দাও প্রেম জ্যোতি,
করো না উপেক্ষা এই শরতে, কান পেতে শুনো আকূতি;
তুমি কী জানো শুভ্র মেঘের মত মন আমার আবেগে ভরপুর,
আমি সূর্য হবো তুমি না হয় হয়ে যাও শরতের দুপুর।

দুপুর রোদ্দুর তেজ এর মতো ভালোবাসা হোক তোমার,
মন ভালোবেসে জ্বালিয়ে পুড়ে করো ছারখার, দাও ঘটিয়ে
প্রেম কান্ড ধুন্ধুমার,
কী জানি নরম অনুভূতিতে কেনো এত কাঁটা করে বাস,
তুমি বর্ষা হও বন্ধু, হতে পারো সাদা নীল মেঘ আকাশ।

সবুজ ঘাস হও, আমি হয়ে যাবো লাল ফড়িংয়ের ডানা,
ডানা মেলে সবুজ ঘাসের বুকে দেবো এক দুপুরে হানা,
জলতরঙ্গ সুর বাজিয়ে দাও মনের তারে, এসো প্রেম হয়ে অনুভবে
শরতের শনশন সাঁইসাঁই সুরে হারাবো দুজন সুখে, নেই প্রয়োজন
বিত্ত বৈভবে।

আমি এক গুচ্ছ কাশফুল চাই, যদি দাও উপহার আমায়
রঙবাহারী রঙে সাজাবো কাশফুল পাপড়ি, তুমি অমর হবে
আমার কাব্যনামায়,
যতটুকু সময় এখনো বাকি, এসো ভালোবেসে সময় করি আপন,
শরতের শিউলী হয়ে এসো, ছুঁয়ে দাও চোখের পাতা,
ধরিয়ে দাও মনে প্রেমের কাঁপন।

২০-০৯-২০২১

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি বরং বসন্ত হয়ে এসো, ফাগুন রঙ মাখাও চোখে
একদিন শ্বেত শুভ্র বসনে শরত হও, দাঁড়াও সম্মুখে।

........................................................................
আহ্ এমন মধুর বচন, আনে মনে প্রশান্তি,
কিন্ত বিশ্বের যুদ্ধ আর সামুর ক্যাঁচালে
প্রান যে যায় যায় হায় ।।।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যাচাল কী নিয়ে, দেখলাম না তো। ক্যাচাল মেচালের সাথে আমি নাই।।
সবার মনে বসন্ত লেগে থাকুক।

থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫২

অপ্‌সরা বলেছেন: আহা শরৎ!
এবার নীরু শরতের আকাশ দেখিয়ে খোকাভাইকে বলেছিলো-
দেখো শরতের আকাশ কত সুন্দর!
আর কত সুন্দর আকাশে ভেসে চলা ঐ সাদা মেঘের ভেলা!

অনেকগুলো দিন পর একদিন খোকাভাই
নীরুকে একটি ছবি পাঠিয়ে বলেছিলো-
দেখ নীরু শরতের আকাশ!
দেখলেই মনে পড়ে-
তুই বলেছিলি শরতের আকাশ দেখো...

তোকে আজ দেখিনা কতদিন....
শরৎ যায় শরৎ আসে....
শরতের আকাশও ফিরে ফিরে আসে....
শুধু তুই আর কখনও ফিরিস না .....

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু কী সুন্দর লিখছো। এটা কী তোমার উপন্যাসে আছে ? না মাত্র লিখেছো
অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ভাইয়া জি
ফি আমানিল্লাহ

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপ্‌সরা কি শরৎ এর আকাশে দেখা মেলে ?
..........................................................
শ্ঙখ চিলেরা আকাশে ডানা মেলে
মনের আনন্দে !!!

দুই দণ্ড পরে তো
রবে না কিছু হায়!
কোথা তুমি , কোথায়
চাঁদের ক্ষীণকায়!
কোলাহল তুলিয়া
গরবে আসে দিন ,
দুটি ছোটো প্রাণের
লিখন হবে লীন ।(রবি ঠাকুর )

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ধন্যবাদ আবারও ভালো থাকুন

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৪

অপ্‌সরা বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ভাইয়া...

তাহলে এখন তুমি আকাশে ডানা মেলেছো!! :)

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নামই শঙ্খচিল ডানা না মেলে উপায় নেই

থ্যাংকিউ আপু

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: শরতের শুভ্র মেঘের শুভ্র প্রকৃতির সুন্দর চিত্র এঁকেছেন আপু। কবিতা ভালো লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
দেরীতে উত্তর সরি

ভালো থাকুন

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: শরৎ মানেই শীতের আগমনের বার্তা- এই গরমে জানের আর কিছু নাই ! :)
আরো বেশী বেশী এমনধারার কবিতা লিখুন- একটু শান্তি পাই...

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটু শান্তি আল্লাহ দিছেন আজ
কী বৃষ্টিটাই না হলো। ভিজে গেলাম বারডেমে আজ

থ্যাংকিউ সো মাচ

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

জুল ভার্ন বলেছেন: শরতের আকাশ মানেই- স্বচ্ছ নীল পরিস্কার আকাশ... কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এবং ওয়েদার চেঞ্জের জন্য শরতের আকাশ ধূসর মেঘাচ্ছন্ন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়েদার পুরোই চেঞ্জ হয়ে গেল। এবার আকাশে সাদা মেঘের আনাগোনা খুবই কম ছিল

থ্যাংকিউ সো মাচ ভাইয়া

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৫

সোনালি কাবিন বলেছেন: মায়াময় একটি কবিতা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোনালী
ভালো থাকুন

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:২৫

সোহানী বলেছেন: শীত চাও না তাইলে কানাডায় আহো বইন B-)) । শীত কত প্রকার কি কি তা হাড়ে হাড়ে টের পাইবা...............

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশী শীত আমার পছন্দ না আপু। আগে তো সপ্তাহে এক দুই দিন গোসল করতাম হাহাহ

আমাদের দেশের শীত সহনীয়। যদিও আগের চেয়ে শীত কমে গেছে।

ধন্যবাদ আপু

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

অঙ্গনা বলেছেন: ছবিআপুর ছবি সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অঙ্গনা আপু
ভালো থাকুন

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শরৎ কাব্য। + +
মানুষের মনের উপর সব ঋতুই কিছু না কিছু প্রভাব ফেলে। শরতের প্রভাব সেদিন আপনার মনের উপর বেশ ভালোভাবেই পড়েছিল, সেজন্যেই এত সুন্দর একটা কবিতা অবলীলায় বের হয়ে গেছে কলম থেকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই শরত যে কী সুন্দর ঋতু। কাশফুল বাগানে গেলে মনটাই অন্যরকম ভালো লাগায় ভরে যায়। এবার শরতই পেলাম না
আকাশে কালো মেঘ অথবা মেঘই নাই

ধন্যবাদ শ্রদ্ধেয় ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.