নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। #ফুল_উপহার_দাও
ফুল দেখলে যে মন ভালো হয়-সেকি গো তুমি জানো না
কেনো তবে নিত্য তুমি-রঙ বাহারী ফুল আনো না?
চকলেট আনো বিস্কিট আনো-আনো সবজি হরেক রকম
ফুল ছাড়া সে আসলে তুমি-দিলে আমার লাগে জখম।
পিসিতে ফটোশপ নাই তাই নতুন কোনো ছবি নাই। পুরাতন ছবিগুলোই পোস্ট করতে থাকি নাকি? এগুলো বিভিন্ন সময় ক্যানন ক্যামেরায় তুলেছি। । ২০১৩ সালের ফটোও আছে তখন ইন্ডিয়ার পোনে গিয়েছিলাম কিন্তু সে ছবিটি কিন্তু সনি সাইবার সট দিয়ে তোলা।
ফুল দেখলে কার না ভালো লাগে। যারা ফুল ভালোবাসে না, তাদের মন ইট পাথর লোহা........মনের ভিতর অন্ধকার গুহা। আমার বারান্দায়ও কিছু ফুল ফুটে। সকালে উঠেই বারান্দায় যাই দেখি আমার লতাপাতারা কেমন আছে । ভালোই লাগে পাতাদের ছুঁয়ে দিলে। কথা না বাড়িয়ে ছবিগুলো দেখুন...... লিখা না পড়লে নাই ছবি দেখে খুশি থাকুন । ভালো থাকুন ফি আমানিল্লাহ।
০২। #সিম_রঙ_ফুল_হোক_না_প্রহর
গোলাপ রঙা শাড়ি দিবে, কিংবা বেগুনী রঙ
মুখ ফিরিয়ে করো নাতো-রঙ বাহারী ঢঙ,
বললেই পারো এই মৌসুমে-দিবে না আর কিনে
বর্ষা রঙা শাড়ি দিবে-আসছে শুভদিনে।
০৩। #তুমি_আমার_বেলী_জুঁই_শেফালী
হতে চাইলে নাকফুল তুমি- ছিলো নাতো মানা তাতে
ফুটতে পারতে নাইট কুইন-চুপি চুপি আঁধার রাতে।
কানের পাশা হতে চাইলে-বলেছিলাম ফুটে থেকো
ছুঁয়ে দিলে তোমায় একটু-আমায় তোমার বুকে রেখো।
০৪। #ডালিয়া_আমি_ডালিয়া
নাম'টি আমার ডালিয়া-আমি বড় দুষ্টু লাজুক
চাই আমি চাই আমায় দেখে
মনে সুখের বাজনা বাজুক।
নাম'টি আমার ডালিয়া-মিষ্টি মিষ্টি রূপের রঙ
হাজার রঙের বসন পড়ে
যাই করে যাই অনেক ঢং।
০৫। ঝাপসা আলোয় চিনে নিতে পথ, কষ্ট কি তোমার
তবে এসো তোমায় সবুজ আলোয় পথ চিনাবো!
অন্ধকারে থেকে যাও একাকিত্বে, কি পাও শুনি!
মুগ্ধতার ছোঁয়া গায়ে লাগাও নি-মুগ্ধ হতেও শিখো-নি
০৬। #রঙ_লেগেছে_মনে
রঙ বাসন্তি ফুলের ভিতর-মৌমাছিদের গুনগুন
মনের ভিতর সুর অনুরণ-গাইছে পাখি টুনটুন!
রোদের ছোঁয়ায় শিশির শুকায়-পাপড়ি মেলে ডানা
রঙ মেখে আজ উড়তে নীলে-নেইকো কোনো মানা।
এই ছবিটা তামীম তুলেছে
০৭। #কমলা_রাণী_চুপটি_বসে
তাকাও তাকাও গোলাপ পানে-আমার ছবি ফুলে
এক দৃষ্টিতে চেয়ে দেখো-চোখ তুলো না ভুলে!
কমলা রঙের শাড়ী পরে- বউ সেজেছি দেখো
কাছে এসে আমার তুমি-প্রেমের সুবাস মেখো।
(পোনের ছবি)
০৮। #ফুল_দিবে_না_ফুল_নিবে_না!
এই দেখো-না রোদ্দুর ছোঁয়া-রক্ত রঙ্গের ফুলে ফুলে
ফুলের রঙের ভালবাসা-তোমার জন্য রাখি তুলে!
ফুল ছুঁবে না মন'টা ছুঁবে-দাও না বলে চুপিচুপি
এই যে আমার রাঙা হৃদয়-তোমার তরে কেবল সঁপি।
০৯। #আয়্_না_পাখি
মনে আমার রঙ লেগেছে-দেখবি পাখি আয় না
দেখবি কি রঙ-দেখ্ না এই যে-আমার চোখের আয়না,
আমার চোখে চোখ'টা রেখে-দেখ না পাখি ধরা
তোর মনে যে লেগে আছে-এখনো তাপ খরা!
১০। #সরষে_ফুল_পিঠা_খাবে?
শুনো-কিছু সরষে ফুল তুলে নিয়ে এসো
আর কিছু আতপ চালের গুঁড়ো-
চালের গুঁড়ো আর সরষে ফুল ভেঙ্গে করে দিবো চুরমার
দুমড়ে মুচড়ে দিবো হাতের নরোম আঙ্গুলে......
লাকড়ির চুলোটা জ্বলুক- আপন মনে
আর আমি গরম তাওয়ায় ওদের দিবো সন্তর্পনে সঁপে
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: আপু এই পোস্টটি মনে হচ্ছে আপনি আর জলদস্যু ভাইয়ের মিলিতভাবে তৈরি। যেখানে মনে হচ্ছে, কবিতার পংক্তিমালা আপনার যেটা যথেষ্ট ভালো হয়েছে। আর ছবিগুলো দেখে মনে হল জলদস্য ভাইয়ের
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দস্যু ভাইয়া ফুলের ছবি দেন সব সময় ..... আজ না হয় আমি ভাইয়ার সাথে মিলিত হয়ে ছবি পোস্টাইলাম
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি গুলি খুবই সুন্দর হয়েছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ভাইয়া
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫
ইসিয়াক বলেছেন: ফুল গাছ লতা পাতা সব সময় আসার প্রিয়। ছোটবেলায় যখন ঢাকায় ছিলাম। আমাদের বাড়িতে অর্ধেক জায়গা জুড়ে ফুল গাছ ছিল। কত রকমের যে ফুল। সকালে ঘুম থেকে উঠলে আম্মু ব্রাশে পেস্ট লাগিয়ে দিতে হাতে ধরিয়ে বলতেন,"যাও বাগানে গিয়ে গাছ দেখ আর দাঁত ব্রাশ করো।"রাতারাতি বেড়ে ওঠা গাছ আর ফুটে ওঠা ফুল দেখতে দেখতে বিভোর হতাম।সময় যে কখন চলে যেতো।আম্মু ডাক দিতেন নাস্তা রেডি টেবিলে চলো আসো। নাস্তা করে পড়তে বসতে হবে।
চমৎকার পোস্ট।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও বিয়ের আগে সারা বাড়ী জুড়ে ফুলগাছ লাগাইতাম । আমার গাছগুলো এখনো আছে অথচ কত বছর পেরিয়ে গেছে
গাছ আমি ভালোবাসি । ফুল হোক ফুটুক না ফুটুক সবুজ হইলেই হইলো
থ্যাংকিউ সো মাচ সুন্দর মন্তব্যের জন্য
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০২
ভুয়া মফিজ বলেছেন: পোষ্টের শুরুতেই যেইসব হুমকি-ধামকি দিলেন, তাতে ভয়ে ভয়ে ছবিগুলো দেখলাম। দেখে যেইহেতু আনন্দ পাইলাম, সেইহেতু বুঝতে পারলাম যে, আমার মনের ভিতরটা আলোকিত। আর ইট-কাঠ-লোহা দিয়া তৈরী না।
কিন্তু ৭ নং ছবিতে যে লিখলেন, পোনের ছবি এই বিষয়টা বুঝলাম না। বুঝায়ে বলার অনুরোধ থাকলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: না দেখলে কিত্তাম
মাঝে মাঝে হুমকি ধামকি না দিলে হয় বলেন। এই হুমকি ধামকি যদি তাসীনের বাপরে দিতে পারতাম তাইলে কিছুটা ভয় পাইতো হয়তো। আচ্ছা আমারে কেউ ডরায় না ক্যারে ইয়েস আলোকিত। আচ্ছা পুনে না পোনে, বাই বানাম বুল হইতে পারে । ইন্ডিয়া গেছিলাম সেখান থেকে তুলছিলাম আর কি
থ্যাংকিউ সো মাচ
খাইতে চাচ্ছি মাগুর মাছ
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বাবন ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুমে ঢুলু ঢুলু চোখে পোস্টে ঢুকে ছিলুম। প্রথমে মনে হচ্ছিল, জলদস্যু ভাইয়ের বাগানে ঢুকে পড়লুম নাকি? না, ব্লগারের নাম ঠিকই আছে - কাজী ফাতেমা ছবি ফুলস্য তিনি ছবিগুলো সুন্দর। লেখাও। তামিমের ছবি তোলার হাত অশাধারণ। ওর জন্য শুভ কামনা। শুভ কামনা আপনার জন্যও।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মরু ভাইয়া ফুলের পোস্ট দেখতে দেখতে এটাই স্বাভাবিক থ্যাংকিউ সো মাচ
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ডালিয়া , গেন্দা , সরিষা ফুলের ছবি গুলো বেশি ভালো লাগছে।
পুরান ছবি দেন তবুও ব্লগে আসেন
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ আসি তো আপু
আসবোও
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৭
কামাল৮০ বলেছেন: সুন্দর সব ফুলের ছবি।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই
ভালো থাকুন
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোট ছোট কবিতাগুলি অনেক ভালো লাগলো আপুজি।
আপনার ফটোগ্রাফিও ভালো লেগেছে। ফুলের ছবিগুলো সুন্দর।
ভালো থাকবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ
১১| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর একটি ফুলেল ছবি ব্লগ। সেই সাথে ছোট ছোট পদ্যগুলোও ফুলের বাগানের সাথে সাথে আপনার মনের বাগানের সাথেও আমাদের পরিচয় করিয়ে দিয়েছে।
খুব ভালো। আপনি সুন্দর ছবি তোলেন, সন্দেহ নেই। প্রতিযোগিতায় পুরস্কৃতও হয়েছেন। এ ব্যাপারে নামের প্রতি আপনি বরাবরই সুবিচার করেন। আপনি ছবি তুলতে থাকুন, ব্লগে পোস্ট দিতে থাকুন, পদ্যও লিখতে থাকুন, মরুভূমির জলদস্যু এর সাথে সাথে আপনার ছবি দেখেও আমাদের চোখ জুড়াক!
ইসিয়াক এর স্মৃতিচারণটা ভালো লেগেছে।
২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য অনেক মূল্যবান
আপনি সময় নিয়ে সবটুকু পড়েন দেখেন মাশাআল্লাহ
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন শ্রদ্ধেয়
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: পড়তে পড়তে কথায় জানি হারিয়ে গেলো-----------
যাক সরেষের ফুলের শুভেচ্ছা রইল কবি আপু!