নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=গোলাপ নিবি?
হাত বাড়িয়ে নিবি গোলাপ
মন বাড়িয়ে দিবি?
মন নিবি কী মনের দামে
হবি, সুখ পৃথিবী?
আয় না কাছে ধর্ না হাতে
আর থাকিস না ব্যস্ত ,
এই দুনিয়ার সব কাজ কি
তোর উপরই ন্যস্ত?
গোলাপ দিবি, নাকি বেলী?
দিবি হাসনা হেনা,
মন নিবি কি মনের দামে
না বলবি, লাগবে না?
মন নিয়ে কী রান্না করবো
এমন প্রশ্ন মনে?
মন ছাড়া যে কাঁপে না কেউ
প্রেমের শিহরণে।
এদিক তাকা, চোখের তারায়
প্রেম ঠিকানা দেখছিস?
অফিস কর্মে আছিস ব্যস্ত
ওয়ার্ডে কী সব লিখছিস?
রঙ গোলাপী মনের মাঝে
বসন্ত দেয় হানা,
আয় না বন্ধু তোকে নিয়ে
মেলি প্রেমের ডানা।
মনের বৃক্ষে প্রেম ফুটেছে
ভ্রমর হয়ে আয় না,
আমায় নিয়ে যাবি ঘুরতে
মানতে হবে বায়না।
(২৯-০৯-২০২১)
অট: ইমগোর থেকে আপলোড করেছি। দেখা যায় কি ?
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কিছু না শুধু ঘুরতে চাই দুনিয়া
কুচ কুছ হোতা হায় হাহাহা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: দেখা যায় না
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাল্টে দিয়েছি
অনেক ধন্যবাদ ভালো থাকুন
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: গোলাপ বেলী ত ঝরে যায়
নিয়ে কি হবে
তার চেয়ে কলম খাতায় থাক
রঙ উড়িয়ে আকাশ ছুবে;
ভাল থাকবেন কবি ছবি আপু!
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই ভালো থাকুন
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাত বাড়িয়ে নিবি গোলাপ
মন বাড়িয়ে দিবি? - এ কথাটা দারুণ।
ইমগোর থেকে কী আপলোড করেছেন? এখানে তো আমরা কেউ কমেন্ট করি নাই
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিটির কথা বলছিলাম সরি
ছবিটি নেটের। এখন পাল্টে দিয়েছি
অনেক ধন্যবাদ ভালো থাকুন
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! খুব ভালো
০২ রা অক্টোবর, ২০২২ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন বাবন ভাইয়া
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৪
নজসু বলেছেন:
লাল গোলাপ দেখতে পাচ্ছি।
০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস তবে লাল গোলাপই হোক
থ্যাংকিউ সো মাচ
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
নজরুল বলে গেছেন ---
"...........ফুল নেব না অশ্রু নেব
ভেবে হই আকুল
নয়ন ভরা জল গো তোমার ............."
০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুল যদি নাও হাতে
অশ্রু রবে নয়ন প্রাতে
কী সুন্দর গান ছিল
থ্যাংকিউ সো মাচ
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫
অপ্সরা বলেছেন: গোলাপ বেলি জুঁই চামেলী সব সব সব চাই!!!
০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু তোমার জন্য সবই আছে
আাগে দেখা করো। রাবেয়া বুর সাথে তিনদিন বেড়াইছি
আর তুমি কিনা ঢাকায় থেকেও দেখা করতে চাও না
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০২
শেরজা তপন বলেছেন: আমাকে বেইলি'ই দিয়েন ওইটার গন্ধ আমার পছন্দ
১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে বেলী সাথে হাসনাহেনার থোকাও দিয়াম নে
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
১০| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:২১
সোহানী বলেছেন: দুইটাই চাই। বেলির মালা থাকবে খোঁপায় আর গোলাপ থাকবে হাতে
১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস দুইটাই তোমার জন্য আপু
ঢাকা আসলে জানাইয়ো
থ্যাংকিউ সো মাচ
১১| ০১ লা অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটু ভিন্ন স্টাইলের কবিতা। খুব ভালো লেগেছে।
১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ১০:১৭
নজসু বলেছেন:
লাল খয়েরি নাকি? আমি আবার সব রং সঠিক চিনিনা আপা।
১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা লাল খয়েরিই
ছেলেরা বর্ণান্ধ
থ্যাংকিউ সো মাচ
১৩| ০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ১১:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
শাপলা হলে কেমন হয়? ফুলের ফুলও হলো তরকারিও রান্না করা যাবে! বাই দ্য ওয়ে, শাপলা চচ্চরি লাস্ট কবে খেয়েছেন?
১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শাপলা হলেও ভালো হয় আই লাভ সাদা লাল শাপলা। শাপলা চচ্চরি খেয়েছি ২০০১ সালে আপার হাতের রান্না। আর খাইনি
থ্যাংকিউ সো মাচ
১৪| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: শুরুর দুটো এবং শেষের চারটে পংক্তি চমৎকার হয়েছে। + +
১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ভাইজান
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: এভাবে হাত বাড়িয়ে গোলাপ দেয়া-নেয়ার মাঝে কুচ কুচ হো যাতা হে , মেরা বহিন।
কি হয় ?
যাবি নাকি ঘুরতে আমাকে নিয়ে ? তাই কি হয় ?
নাকি আরো কিছু ?