নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার কাব্য =

১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১১



©কাজী ফাতেমা ছবি
=ভালোবাসার কাব্য =
তোমায় নিয়ে লিখা কাব্য, খাওয়াবো আজ ভাজি
শব্দগুলো খাও চিবিয়ে, খেতে হও না রাজি!

তোমায় লিখা চিঠিগুলো, টেনে ছিঁড়ে ছুঁড়ে
চায়ের সাথে চুপ মিশিয়ে, খাওয়াবো আজ জোরে!

শিরোনামে তুমি রেখে, লিখেছি সুখ ছন্দ
চোখ বুলিয়ে দেখলে না তাই, মনে লাগে দ্বন্দ্ব।

ছন্দ ছড়া রান্না করে... রাখবো তোমার জন্য
ভিটামিনে ভরপুর খাবার খেয়ে হবে ধন্য।

মনের খাতার পাতা ভর্তি, কাব্য ছন্দ ছড়া
তোমায় নিয়ে লেখা, ভাবো সবই যে মনগড়া!

ভালোবাসার শব্দে শব্দে, লিখলাম চিঠি হাজার,
দিলে না হায় একটা উত্তর, বিষাদ মনের মাঝার।

চিঠি ছিঁড়ে বানাবো এক, শরবত আজব তরো,
খেয়ে বলবে ওগো সোনা, কাছ থেকে না সরো।

কত কথা দিবানিশি, লিখি কাব্যের খাতায়,
ঢুকলো না একটি শব্দও, তোমার নিরস মাথায়।

কাব্য দেখলে পালাও ডরে, নাক ছিটকিয়ে ভাগো,
লিখলে আমি কাব্য অথৈ, মুখ বাঁকিয়ে রাগো!

কাব্যের শব্দ খাও চিবিয়ে, গিলো পানি ছাড়া ,
তোমার দশা দেখে হবো সুখে আত্মহারা।

কী যে সুন্দর ছন্দে লিখা কাব্য তোমায় নিয়ে
ভেবেছিলাম নেবো কাব্যে তোমার মন ছিনিয়ে!

রঙ্গে রসের কাব্য আমার, মুখ থুবড়ে যায় পড়ে
এই জানো না কী যে ব্যথা, আমার মনের ঘরে?

যায় নি সময় ঠিক এখনো, চিঠি পড়ো অল্প
দেখো তাতে আছে লিখা, স্বপ্নপুরির গল্প।

গল্প কাব্যে ভালোবাসা, দেই ছড়িয়ে নিত্য,
পড়লে তুমি মনোযোগে মুগ্ধ হবে চিত্ত।

কাব্য ছড়া পড়ে বলো ভালোবাসি কবি,
চোখ ক্যানভাসে এবার আঁকো আমাদের প্রেম ছবি।
(২১-০১-২০২২)

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতা ভালো হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য জানি আজ কবিতায়ও খাদ্য খুঁজে পাচ্ছি।

তোমার নাক যদি হয় উঁচু
খাবে কাঁচা কচু
আর নাক যদি হয় নিচু
খাবে রাজশাহীর লিচু

পথ যদি হয় উঁচু আর নিচু
চলো আমার পিছু পিছু।।


ছড়া কবিতা কেমন হয়েছে জানাবেন। কবিতায় +++

১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা একদিন ঠিক নাক উঁচু হলে কচু্‌ খাও

খুব সুন্দর হয়েছে কবিতা মাশাআল্লহ

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি

২| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! দারুন কাব্যিক

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাবন ভাইয়া
ভালো থাকুন

৩| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছন্দময় ভালোবাসার কাব্য ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সাচু ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৩:২১

স্প্যানকড বলেছেন: কবিতা ভালো হইছে মাগার উপর এর ছবিখানা প্যাঁচ লাগায় দিছে ! এমন রঙের পতাকা কিন্তু একটা বিশেষ গোষ্ঠী কে মিন করে। ভালো থাকবেন।

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে থ্যাংকিউ
পরে কথা হইলো ইহা একটা হার্টের ছবি । রঙ যাই হোক এটা অই রঙধনু না যেটা সমকামীরা ইউজ করে।

ভালো থাকুন

৫| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৩:৫৬

মামুinসামু বলেছেন: কবিতা ভালো হইছে মাগার স্প্যানকড এর comment মজার হইছে

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মামু
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৬

রানার ব্লগ বলেছেন: কাব্য চর্চা কি ইসলাম সম্মত?!

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেটের যুগ, জানার অনেক পথ আছে । জেনে নেন

৭| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও! দারুণ লিখেছেন আপু। রঙ্গ রসে কাব্য।
শুভকামনা আপনাকে।

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন

৮| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: দু'লাইনের মোট পনেরটা স্তবক আছে কবিতায়। এর মধ্যে আমার বিবেচনায় সপ্তম দ্বিপদীটি বেস্ট হয়েছে। :)
আর এর পরেই আসে সবচেয়ে শেষেরটা।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য শ্রদ্ধেয়
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.