নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#সমস্ত প্রশংশা আমার আল্লাহ্ তা'লার
প্রখর সূর্যের তাপের ভিতর, একটি বৃক্ষ খারা
কত বড় নেয়ামত সে, মনকে কী দেয় নাড়া?
শীতল ছায়ায় জুড়িয়ে প্রাণ,
গাইলাম সুখেরই গান,
সুবহানআল্লাহ্ শোকর গুজার সব আল্লাহ্ তা'লার।
রোদে হেঁটে, হয়ে ক্লান্ত, তৃষ্ণায় প্রাণ উচাটন
একফোঁটা জলে ভিজিয়ে জিভ, বিতৃষ্ণা উৎপাটন,
সে আল্লাহ তা'লার নেয়ামত,
তাতে আছে অমত?
আলহামদুলিল্লাহ, শোকর গুজার সব আল্লাহ্ তা'লার।
গাছে ফল ফলাদি, মিষ্ট, খেয়ে দেহে শক্তি
কে দিয়েছে তোমাদের তরে, তাঁর প্রতি রাখি ভক্তি,
সব নেয়ামত প্রভুর দেয়া,
যার ইশারায় ভাসে জীবন খেয়া,
সুবহান আল্লাহ্, শোকরিয়া একমাত্র আমার আল্লাহ্ তা'লার।
ক্ষেতে ফসল, কত রিযিক, মাটিতে দেন রুয়ে
তাঁর প্রতি কৃতজ্ঞতায়, মাথা রাখি নুয়ে,
নেয়ামত সব তাঁরই দান,
সুখ আনন্দ কলতান,
আলহামদুলিল্লাহ, বেঁচে আছি তার দয়ায়, দয়া সে আল্লাহ তা'লার।
কত শত আহার করে উদর ভরি
দেহে রক্ত মাংস শক্তি, তাই দিয়ে সুখ গড়ি,
সকল নেয়ামত দিয়েছেন তিনি,
আমাদের সৃষ্টি করেছেন যিনি
সুবহান আল্লাহ্, সবুর শোকর কেবল আমার আল্লাহ্ তা'লার।
কত পশু দিলেন, যাদের সবুজ ঘাসের আহার
পশুর গোশত, দুধ খেয়ে, জীবনে রঙ বাহার,
পুষ্টি সে নেয়ামত কত,
জীবনে রয় অবিরত,
আলহামদুলিল্লাহ, শত কোটি শোকর গুজার করি আল্লাহ্ তা'লার।
নদী নালা, সমুদ্দুর পাহাড়, পর্বত ঝর্না গিরি
তাঁর হুকুমে করে নড়াচড়া, বাতাস বহায় ঝিরিঝিরি,
দয়া তাঁর নেয়ামত সকল,
এই জীবন যার দখল,
সুবহান আল্লাহ, তুষ্টি তাঁর তরে, কৃপা আল্লাহ্ তা'লার।
পাঁচ ওয়াক্ত নামাযে তাঁর, পাঁচ ওয়াক্ত ওযু
পশ্চিমে সটান দাঁড়িয়ে, তাঁর তরে মাথা রুজু,
নামায ওযু দেহের শান্তি,
ভুলে পথ সব ভ্রান্তি,
নিবেদিত প্রাণ, কত বড় নেয়ামত, একবার ভাবো মন
মনে প্রাণে জাগাও প্রার্থনার শিহরণ,
আলহামদুলিল্লাহ, তাঁরই দয়ায় বাঁচি,
সমস্ত প্রশংসা আমার আল্লাহ্ তা'লার।
(৮-১২-২০১৮)
১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি
ফি আমানিল্লাহ
২| ১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা।
আমাদের যে বুদ্ধি, মেধা এটাও আল্লাহর নেয়ামত।
১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু মেধা দিয়েছেন আলহামদুলিল্লাহ
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন।
৩| ১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: “ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান”
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
৪| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৭
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা,
আল্লাহর অসীম দয়ার উপর সম্পূর্ণ আস্থা রাখি সবসময়ই । অনেক অনেক ভালো লাগলো লেখাটা ।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আস্থা রাখি তাঁর উপর যিনি দিয়েছেন এ প্রাণ
আলহামদুলিল্লাহ
জাজাকিল্লাহ খইর আপুনি
ভালো থাকুন
৫| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২১
আরোগ্য বলেছেন: এই হামদ যেন আপনার নাজাতের উসিলা হয়।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ছুম্মা আমিন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন আরোগ্য
৬| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: অনুভবে মুগ্ধতা। কবিতা চর্চার মধ্য দিয়ে একটু ভিন্ন আঙ্গিকের লেখা। ভালো লিখেছেন আপু।
শুভেচ্ছা আপনাকে।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: "যার ইশারায় ভাসে জীবন খেয়া" - খুবই সুন্দর একটি ভাবনা এবং তার প্রকাশ!
কবিতায় ষষ্ঠ প্লাস।
২০১৮ সালে লেখা কবিতা এত পরে প্রকাশ করলেন কেন?
২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ফেসবুকে পোষ্ট দিয়ে রাখি। যখন মেমোরীতে ভেসে উঠে তখন মনে হয় আচ্ছা দেই ব্লগে।
ভালো থাকুন ভাইয়া জি
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ খায়রান বোন।