নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৬ (আকাশ ভালোবেসে)

৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬

০১। এই আকাশের ছবিটি আমার বড় বোনের বাড়ী থেকে নেয়া। শাকির মোহাম্মদ হুড়ারকোল, চুনারুঘাট । সামনেই পিচ পথের ডানে ট্রেন লাইন ছিল এক সময় ট্রেন চলতো বাল্লা ট্রেন। ট্রেন লাইন এখন পরিত্যক্ত।



মরু ভাইকে বলেছিলাম আকাশের ছবি পোস্ট করুম। সেই যে কইলাম আজ পর্যন্ত সময় পাই নাই। সময় আমায় এতটাই ব্যস্ত রেখেছে কারো গল্প পড়তেও পারছি মন্তব্যও করতে পারছি না। ভাল্লাগে না আর। এত প্রেসার নেয়াই যায় না। পিট ব্যথায় ভুগতেছি দুই সপ্তাহ ধরে। যেখানে এসেছি সেখা এক নাগাড়ে তিনটা পর্যন্ত বসে কাজ করতে হয়। তাছাড়া মানুষের প্যারা বড় প্যারা । এখন আর আগের মত আনন্দে কাজ করতে পারছি না। অফিসে আসতেই মন চায় না। এখানে এসে আরেক ঝামেলা ফটোশপ নাই। মেজাজ গরম হই যায়। আমড়ার নিয়ম কানুন।

এই আকাশগুলো চুনারুঘাট আর ময়মনসিংহ হতে বিভিন্ন সময়ে তোলা। আকাশ ভালোবাসি সুযোগ পেলেই আকাশের ছবি উঠাই । দেবরের মেয়ে আমার মোবাইল হাতে নিয়ে বলে বম্মা তোমার মোবাইলে আকাশ আর চা ছাড়া আর কারো ছবি না। আমি হাসি। আমি প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি । আগে নিজের সেলফি তুলতাম, এখন এসব ভালো লাগে না। কোথাও গেলে সবার ছবি আমি তুলে দেই । ছবির মাঝে আমি থাকি না। অনেকেই অনুরোধ করে ছবি তুলতে। তুললেই ঝামেলা । যে কেউ যে কোনভাবে নেটে ছেড়ে দেয়। যাই হোক প্যাঁচাল বাদ...... আকাশ দেখুন মন ভালো করুন। এই আকাশগুলোর সাথে চব্বিশ লাইনের একেকটি অকবিতা আছে কিন্তু দিতাম না।

০২। এটা ঢাকা জসীম উদ্দিন রোডের ঝিলকুঠির বাসার ছাদ থেকে তুলেছিলাম



০৩। এটা আমাদের বাড়ীর ডোবার পাড়ের ছবি। যে আমগাছটি দেখা যাচ্ছে সেটা এজমালি, দেখা যেত কাঁচা থাকতেই আম ভাগ বাটোয়ারা হয়ে যেত। এখানের জমিগুলোকে গাঙ বলা হয়। এক সময় নাকি গাঙ ছিল । এখনো ক্ষেতে বালি আর বালি।



০৪। আব্বার হাতে লাগানো পাটশাক আর বাড়ীর তালগাছ।



০৫। বাড়ীর পিছনের পিচ রাস্তা। এখানে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। চারিদিকে সবুজ আর সবুজ উপরে নীল সাদা মেঘ।



০৬। বড় বোনের বাড়ী থেকে আসার সময় সিএনজি থেকে তোলা ছবি। পরে দেখি ঘোড়াও ছবির ভিতর আছে



০৭। চুনারুঘাট চা বাগানের আকাশ। বৃষ্টির সিজনে গেলে এখানকার পরিবেশ সুন্দর থাকে।



০৮। এটা ময়মনসিংহের আকাশ। শ্বশুর বাড়ির ছোট পুকুর, গেলেই আমরা জাল দিয়ে মাছ ধরি।



০৯। এটা শ্বশুর বাড়ীর আকাশ



১০। এটা জসীম উদ্দিন রোড মতিঝিলের বাসার ছাদে তোলা। তুলসি আর আকাশ।



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া
ভালো থাকুন

২| ৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২

আরইউ বলেছেন:



নীল আর সবুজ রঙ চোখের এবং মনের জন্য প্রশান্তিকর। ছবিগুলো খুব সুন্দর হয়েছে, কাজী!

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চোখ আর মনকে শান্তি দিল আপনার ছবিগুলো !!

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন

ফি আমানিল্লাহ

৪| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: শেষের ছবিটা সব থেকে বেশি সুন্দর মনে হল । গাছের ব্যাকগ্রাউন্ডে আকাশের ছবি খুবই দারুন এসেছে । যদিও আমার ফটোগ্রাফির জ্ঞান একেবারে শূন্য । চোখে যা ভাল লাগলো তাই ।

আট নম্বরের মাছ ধরাটা আমাদের গ্রামের বাড়িতে গেলে দেখা যেত আগে । বর্ষার পানি বেড়ে গেলে এভাবে জাল পেতে মাছ ধরতো চাচাতো ভাইরা !

আর ঘোড়া মিয়া কার ঘোড়া?

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে


গ্রামে বড় হওয়াতে এই মাছ ধরার জালে কত মাছ ধরেছি। এখন আগের মত গ্রামেও মাছ নাই

৫| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




শ্বশুড়বাড়ীর আকাশ বলেই কি অতো সুন্দর!!!!!!!!
প্রথম ছবির সূর্য্যের ছড়ানো আভার মতোই ছবির আকাশে নীল আর মেঘের ছড়াছড়ি।
সুন্দর ও নির্মল।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য মাশাআল্লহ

দশ দিনের ছুটি কাটাচ্ছি

তাই উত্তর দিতে দেরি সরি

থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া

৬| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ৭, ৮, ৯ ও ১০ নং ছবি সবচেয়ে ভালো হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.