নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
সভ্যতারা এভাবেই গালে হাত দিয়ে বসে থাকে কোনো এক দুপুরের গা ছুঁয়ে
জীর্ণশীর্ণ দেহ, বয়সের ভারে খসে পড়েছে বুকের দেয়াল, বুকের হাড় ক'খান উঁকি দিয়ে দেখে দিনালো
এখানেও একদিন উচ্ছ্বলতা ছিলো, ছিলো কলরব, হাসি তামশায় ভরা বুকের জমিন।
একদিন এখানেও সুর ছিলো, ছিল ক্ষমতার দাপট, টুংটাং বাজনা ছিলো চায়ের কাপে,
এখানেও ধোঁয়া উড়া উষ্ণতার প্রহর ছিলো, ছিলো প্রেম ভালোবাসার মিশেলে এক অদ্ভুত সংসার।
ক্ষমতা টিকে থাকেনি কোনোদিন, দাপট থেমে যায় বয়সের ভারে, সহস্র বছর বাঁচেনি কেউ এখানে।
এখানেও ক্ষমতা নিয়ে যুদ্ধ ছিলো, ক্ষমতার কোলে বসে মানুষ দেখতো দুনিয়ায় টিকে থাকার স্বপ্ন
ঢাল তলোয়ারে সুর ঝংকার এখানেও বেজেছিলো হাওয়ায় হাওয়ায়,
রক্তে লাল ছিলো দূর্বাঘাসের পথ একদিন,
রক্ত শুকিয়ে গিয়ে রোদে এখানেও গর্জে উঠেছিলো সবুজ দূর্বাঘাসেরা।
ইটের গাঁথুনিতে কত শ্রমিকের ঘাম শুকিয়ে আজ মাকড়শার জালে বন্দি,
বাদশাহী রঙ...দেয়ালে সাজানো বাড়ির আনাচে কানাচে,
মাথায় তাজ পড়া যুবরাজ, কিংবা রাজার ছবি ঝুলেছিলো এখানেও!
ভুমিকম্প ঝড় কিংবা সুনামী বয়ে গিয়েছিলো-আবার নতুন করে গড়ে উঠেছিলো রাজপ্রাসাদ।
মৃত্যুর পর মৃত্যু, জন্মের পর জন্মেও টিকিয়ে রাখতে পারেনি ক্ষমতা,
ক্ষমতাধর'রা মৃত্যুর কাছে পরাজিত হয়ে যায় একদিন নিরিবিলি।
আজ এখানে সভ্যতা কাঁদে অসভ্য ক্ষমতার হাত ধরে,
সভ্যতা বলে দেয়, যা ইচ্ছে করে যাও, দেখাও ক্ষমতার দাপট,
গুম খুন রাহাজানি, স্বার্থের পিছনে যতই হন্য হয়ে দৌঁড়ো, বিলীন হবে সব একদিন
কেবল সময়ের অপেক্ষায়, লেজ গুটিয়ে পালাবে এখান থেকে
সঙ্গে যাবে কেবল মানুষের ঘৃনা আর এক বুক হাহাকার।
রেখে যাবে ইতিহাসের পাতায় কালিমা লেপন প্রহর, যুগ যুগ মানুষ করে যাবে ঘৃনার বন্দনা।
(০৫-১১-২০১৮)
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কি জানি হতে পারে। জায়গা বাড়ী ঘর প্রাসাদ প্রাণশক্তি হারিয়েছে
ধন্যবাদ অনেক অনেক
২| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৯
জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু,অনেক ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যানফকিউ সো মাচ আপু
৩| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভিন্নধারার কবিতা!!
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া, ভালো থাকুন ফি আমানিল্লাহ।
৪| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: একটাও বানান ভুল নেই। গ্রেট।
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট রাজিব ভাই। অনেক দিন পর আমার পোস্টে আসলেন। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
ছবির সাথে মিলিয়ে চমৎকার কথামালার একটা কবিতা। +++++++
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর, ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২১
কাছের-মানুষ বলেছেন: অসাধারণ সুস্বাধু কবিতা।
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:০৪
সোহানী বলেছেন: কেউ বুঝে না সময় থাকতে। তারপর যখন বুঝে তখন অনেক অনেক দেরী হয়ে যায়।
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা ঠিক বলেছেন। সময় গেলে সাধন হয় না। থ্যাঙ্কিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: আজ যা জীবন্ত, কাল তা মৃত।
আজ যা বর্তমান , আগামী কাল তা অতীত।
যা কিছু আজ বিদ্যমান, কাল তা ইতিহাস।
আজ যে ক্ষমতাসীন , সময়ের পরিক্রমায় কাল সে হতে পারে ক্ষমতাহীন - শুধু দরকার একটা অক্ষরের পরিবর্তন (স-হ)।
আর তাইতো, দেখেছি ৯ বছরের রাজা ১০ বছরের সাজা - -----------------------
তবে , বুঝেনা সে (ক্ষমতাসীন ) বুঝেনা, সময় থাকতে বুঝেনা।
০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিসেও ক্ষমতাবাজি দেখি আর বলি ক্ষমতা থাকবে না একদিন। বড় স্যার রিটায়ার্ডে গেলে পিএ মিএ ধুলো বালি ছাই
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩১
সোনাগাজী বলেছেন:
এখানে যারা ছিলো তারাই আজকের কলকাতার শক্তি; স্হান বদলেছে, প্রানশক্তি হারায়ে যায়নি।