নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মায়া, মোহ ঘিরেই যেন আছি=

০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৬



©কাজী ফাতেমা ছবি
০১। প্রেমে ভালোবাসার আমাদের ডুব সাঁতারের গল্প নেই
আমরা দূরে থাকি, কিন্তু কাছেই ঠিক একজন অন্যজনকে ঘেঁষেই রই
সামনে থাকলেই দুজন দুজনার চোখে ধুয়াশা নগর,
আসে না মন আকাশে আশ্বিনের কোজাগর।

০২। নির্জনে হাঁটি
পায়ের তলায় ইট সুরকির মাটি,
চোখ নিচে রেখে সন্তপর্ণে পা ফেলি,
ঝরা বকুল হেসে দেয় তাকিয়ে, কী করে অবহেলি।

০৩। রাত্রি প্রতিনিয়তই যেন দুঃস্বপ্নে ভরা,
মন উঠোনে ভালোবাসার জল নেই, লেগে থাকে খরা
জেগে উঠি সহসা, উঠেই দেখি ভাঙা ডানা,
আমার স্বাধীন উড়তে ঠিক তখনই মানা।

০৪। মন উৎফুল্ল করো, দাও ফুরফুরে হতে শান;
এগিয়ে আসো, অনুভব করো ভালোবাসার টান;
কী মায়ায় জড়িয়ে যাবো, বুঝতেও পারবে না,
কেবল সহজ হও, নাকি গুয়ার্তুমি ছাড়বে না?

০৫। তোমার মনের ফ্রেমে এঁকে দিতে চাই পৌষের রোদের ঝিলিক,
হতে চাই মন ক্যানভাসে তোমার ভালোবাসার তৌলিক,
প্রেমবন্দি করতে চাই মন বেলা অবেলা,
মন জমিনে বসাতে চাই একদিন অলীক প্রেমের মেলা।



০৬।
মন ভাঙ্গে, কান পাতলেই শব্দ পাই ঝনঝন,
পিছনে রেখে এসেছি প্রহর আমার খঞ্জন,
আহা সে বেলা, মেঘ বালিকা.. সে এখন নেই আর
চোখ খুললেই সম্মুখে পরাধীনতার অন্ধকার।

০৭।
ফাগুন পাখি না হয়ে, হয়ে উঠলে আগুন পাখি,
পুড়ে যাই, কী করে কও চোখে সুখ রাখি;
আগুনে ঢালো তিতে কথার তুষ,
ঢুকে ঢুকে বিষ উগড়ে উঠে, পাই না আর হুশ।

০৮।
হ্যামিলনের বাঁশি অ'লা হও, বাজাও বাঁশি.. মিহি সুর,
মনে ফুটুক আলগোছে ভালোবাসার অঙ্কুর;
প্রেমের মাঠ হও, গড়বো ভালোবাসার বাগান,
তুমি দুতারা হও, আঙ্গুল ছুঁয়ে দিক দুতারা
গলায় তুলবো প্রেমের গান।

০৯।
মন দেরাজে উইপোকার বসবাস,
শুনতে কী পাও কান পেতে এক সাগর দীর্ঘশ্বাস,
এই একটা বুড়ো বট বৃক্ষ হও, বসবো ছায়ায়,
সবুজ পাতার আলিঙ্গনে রাখো বেঁধে পরম মায়ায়।

১০। বলো মনের গোপন কথা আর কত পুষে রাখি
চাই তুমি আমার হও পাখি,
শিখানো বুলি আওড়াও, যদি বলি ভালোবাসি,
তুমিও বলো সাথে ভালোবাসি ও উদাসী।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন ! অকৃত্রিম ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন।

১১ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১০

ফুয়াদের বাপ বলেছেন: ১) পৃথিবীর প্রান্ত পরিভ্রমনে একাশে একই চাঁদ হাসে আশ্বিনের পূর্ণিমার রূপালী আলোয় যদি পাশে থাকে তার ভালোবাসার পরশ।
২) ঝরা বকুল মালা হয়ে মাথার খোপায় নেবে ঠাঁই-শুধু এতুটুকু ভালোবাসা চাই।
৩) ভালোবাসার সমুদ্রে উজান-ভাটা থাকবেই, ভয় পেলে চলবেনা। পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ডানা ঝাপটে ভোরের মুক্ত আকাশে উড়তে হবে।
৪) ভালোবাসা নিজেই একটা জটিল মায়াজাল। একটু মায়া পেলেই মন জড়িয়ে যেতে বাধ্য।
৫) আহা! কী আকাঙ্খা, মনের সাথে মন বেঁধে রাখার!!

১১ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৩| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৭

অপ্‌সরা বলেছেন: মায়া আছে বলেই আমরা বেঁচে থাকি! :)

১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ আপু, থ্যাংকস এ লট ভালো থাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.