নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
=ব্লগে বারো বছর হলো=
=সাথে ১০০০ তম পোস্ট)
ব্লগে আমার বারো বছর হলো, এই পোস্ট নিয়ে একহাজার পোস্ট পূর্ণ হলো। ভালোই লাগছে আহা এক যুগ ধরে ব্লগে। এখানে গোটা কয়েক মানুষের প্রিয় হতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। অনেক ব্লগারই পোস্ট দেন বিভিন্ন ব্লগারের গুনগান গেয়ে, আমি থাকি না কারো পোস্টে। তখন মনে মনে ভাবি। আমিও আবার ব্লগার আমার আবার গুণ, নির্গুন মানুষ আমি। আমি জ্ঞানী ব্লগার না এটা বলতে পারি। তবু্ও নিজের শৌখিণ কিছু কর্ম এখানে প্রকাশ করতে পারি এবং কিছু প্রিয় ব্লগার আমাকে ভালোবাসেন এমনই মনে হয় আমার। আমার শত শত লাইক কমেন্টের প্রয়োজন নেই।
একবার আমার এক কলিগ ভাই বলেছিলেন ফাতেমা আপু আপনার লেখা পড়ে যদি একজনও বলে অনেক ভালো লেগেছে তাতেই আপনার অনেক পাওয়া হয়ে গেল। আমি দেখেছি এই ভার্চুয়াল জগতে আমি আমার লেখা পোস্ট করলে সেখানে মাত্র আট দশটা লাইক দুই একটা কমেন্ট। আর এই লিখাই অন্য কেউ তার ওয়ালে নিয়ে নাম ছাড়া পোস্ট দিলে সেখানে তিন চার অথবা পাচশত পর্যন্ত লাইক কমেন্ট আসে। অদ্ভুত লাগে।
আমি এডিট ছাড়া হালকা এডিট তো করতেই হয় সুন্দর একটি ছবি পোস্ট করলে সেখানে লাইক পড়ে না বেশী। আর এডিট করা রঙ চঙা ছবিতে হাজার হাজার লাইক। অবাকিত এই পৃথিবী চাকচিক্যতাকেই পছন্দ করে বেশী।
এই বারো বছর ব্লগিং জীবনে আপনারা যারা আমাকে আমার কাজে উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা আর এক সমুদ্দুর কৃতজ্ঞতা রইলো। সাথে রইল ভালোবাসা আর দোয়া। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন।
এই পোস্ট লিখার সময় মুক্তা আপা, উমেরা আপা, করুণাধারা, মনিরাপা, শায়মাপা, রামিসা আপা, সোহানী আপা, সোহেলী আপা, শরতের ছবি, মিরোডডল আপু, সামিয়া ইতি আপুসহ কিছু নারী ব্লগারদের কথা মনে পড়েছে। শায়মা পু ছাড়া প্রায় সবাই যেন সময়ের বুকে ডুব দিয়েছেন। তাদের কল্যাণ কামনা করি। ভালো থাকুক আমার প্রিয় নারী ব্লগাররা।
আমি গল্প লিখতে পারি না। ছবি তুলি আর কবিতা লিখি। আমি ব্যস্ত নারী। অফিস সংসার বাচ্চা সব কিছু মিলিয়ে সময় বড় অল্প থাকে। যেটুকু সময় পাই এই শখের কাজগুলোতে ব্যয় করি। তাই হয়তো আমার মাঝে এত সৃজনশীলতা নেই। সবার জ্ঞান তো আর সমান না। আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। বর্তমানে আমি কিছুটা অসুস্থ। পিঠ ব্যথার জন্য দশদিনের ছুটিতে আছি, বুধবারে অফিসে জয়েন করবো। ব্যথা অল্প কমেেছে। কমবে কিনা জানি না, দোয়ার দরখাস্ত রইলো সবার কাছে।
এক গুচ্ছ কামিনী ফুলের অনেকগুলো ছবি পোস্ট করে পোস্ট স্মরণীয় করে রাখি না হয়। বিরক্তবোধ করলে বলে দেবেন অকপটে।
এই কামিনী ফুল দুই হাজার বিশ সালে ফ্রেমবন্দি করেছিলাম। গতকাল একজন এক গ্রুপে এই ফুলকে এমন এডিট করছে দেখে মনই খারাপ হয়ে গেল। এত জঘন্য এডিট যা ফুল পাতাকে বদলে দিয়েছে। সেই তুমুল এডিট করা ছবিটিতে অবশ্য লাইকের সেঞ্চুরী হয়েছে। অবাক লাগে মানুষ কেমন যেন চাকচিক্যতা মোহ জগতটাকেই ভালোবাসে।
তার দেয়া কামিনি ফুলের ছবিটি
প্রকৃত জিনিসের প্রতি মানুষের মায়া কম। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বদলে দিয়ে মানুষ ইহজগতে সুনাম কুঁড়ায়। এডিট করা লাগে হ্যাঁ, কিন্তু আমূল পরিবর্তন মোটেও উচিত নয়। বর্তমানে মেয়েরা যেমন আটা ময়দা সুজি মেখে মুখের মাঝে হাজার প্রলেপের পেইন্টিং করে তেমন করেই মানুষ প্রকৃতির ছবিকে সাজাতে চায়। দেখলেই রাগ উঠে। রাগ উঠলেই কী। বেশীর ভাগ মানুষই তা পছন্দ করে। আমার পছন্দের মূল্য কী আর বর্তমান মোহ জগতে।
©কাজী ফাতেমা ছবি
=আমি তোমাদেরই লোক=
তোমরা আমায় মনে রেখো, রেখে দিয়ো স্মৃতির পাতায়,
তোমরা আমায় নিয়ে দুটো কথা লিখো কবিতার খাতায়;
তোমরা পাশে থেকো, উৎসাহ দিয়ো, আমি লিখতে চাই কিছু অকবিতা,
তোমরা মুখ ফিরিয়ে নিলে, এ আয়োজন বৃথা, বেকার সবই তা।
তোমাদের সঙ্গে আছি সুখ অথবা দুঃখবেলা,
তোমাদের ছেড়ে যাওয়ার কথা ভাবিনি, ভাসাতে চাই
তোমাদের নিয়ে ব্লগে সাম্যের ভেলা,
আমি অকবি, অকবিতার বাগানে তুলে রাখি ভুলের ফুল,
তোমরা সে ফুলের ঘ্রাণ নিলে, মনে সুখ অতুল।
আমার ব্লগিংয়ে যদি কখনো দুঃখ পেয়ে থাকো বলে দিয়ো;
অকপটে বলে দিয়ো, আমি ক্ষমাপ্রার্থী, হতে চাই তোমাদের প্রিয়
কথার বাগানে ভুলের ফুল উপড়ে ফেলে দেব যদি চাও কখনো;
চাই না তোমরা কেউ, মনের ক্ষেতে আমার জন্য দুঃখ বুনো।
কত কথাই বলা হয়ে যায়, তিতে অথবা মিঠে
তিতেগুলো ভুলে যেয়ো,
মিঠে কথার রোদ্দুরে ভরুক তোমাদের মন ভিটে;
শেষবেলা পর্যন্ত আমায় আপন করে নিয়ো।
তোমাদের গল্প, কবিতা, আড্ডার কথামালা,
রোজ রোজ সে কথার ফুল দিয়ে সাজাই মনের ডালা,
সে ডালায় তুলে রাখি তোমাদের দেয়া আদর আহ্লাদ আবেগ
তোমাদের দেয়া সম্মান মর্যাদায় চোখের কোণে জমে মেঘ।
আমি যদি হারিয়ে যাই চিরতরে
ঠিক তখনো ভালোবাসার স্পর্শে ঠাঁই যেন হয় তোমাদের মনের ঘরে,
ভুল ত্রুটিগুলো আমার যত, রাখিয়ো ক্ষমার মাঝে,
সরি বলে যাই ফের, ভুল যদি রেখে যাই আমার কথা কী কাজে।
©কাজী ফাতেমা ছবি
এই যে এক গুচ্ছ ফুল, এই যে ঘ্রাণ মাখানো দুপুর, এই যে মনোহারী ক্ষণ আমার, তুমি কী নাক টেনে ঘ্রাণ নেবে? ঘ্রাণ নেবে সোঁদা মাটির এবেলা?
গাঁয়ের একটি দুপুর, কামিনী মেলেছে পাপড়ির ডানা। পাপড়িতে বসে আছে মৌ পোকা, নিঃশ্বাস টেনো না বোকা! তুমি আনমনা হও ঠিক আমার মত, এই দুপুরে সুখ করো রোমন্থণ।
মনে এনো না বুড়োপনা, বয়স নিয়ে আসো বন্ধু কুড়িতে। কামিনী ফুলের শুভ্রতায় মন করে নাও শুদ্ধ। যতসব হম্বিতম্বি স্বভাব স্বচ্ছ পুকুর জলে দিয়ে দাও জলাঞ্জলি। চলো পা ডুবিয়ে বসি পুকুর ঘাটে, জলে ভাসাই কামিনীর পাপড়ি। এই জলের আয়নায় দেখতে পারো সুখের মুখোচ্ছবি। জলের ছিটায় মুখের ছবিটা দাও পাল্টে। মুগ্ধতায় ভরে দাও মন আমার।
দেখো তাকিয়ে গাছের পাতার ফাঁকে কামিনীর বাহার । কী মনোহারী ক্ষণ, ঘ্রাণের তোড়ে ভেসে যায় মন সুখের ভেলায়। সে ভেলায় তুমিও উঠে বসতে পারো, বলতে পারে রংবাহারী প্রেম কথা। কথার পিঠে কথা বলে এবেলা হাসতে চাই রিনিঝিনি কাঁচের চুঁড়ি। স্যান্ডেল জোড়া রেখে দাও উঠোনের কোণে, মাটি ছোঁক তোমার পা, সোঁদা মাটির ঘ্রাণ আর কামিনীর ঘ্রাণ মিলেমিশে আজ একাকার।
তুমি যদি চাও তোমাকে দেখাবো গামারী ফুলের রং, ঘাসের উপর কী সুন্দর বিছানো হলুদাভ আভা। সে আভায় মন ডুবাতে চাও? নাকি সেই গ্রীষ্মের রোদই পুষবে বুক উঠোনে? আমি কামিনীর সাথে আছি.......মনের জমিন করো না চৈত্রের খরা। সুখের নিঃশ্বাস টেনে বাঁচার আশা বড় আমার। তুমি সেঁধো না তাতে বাঁধ।
চোখ তুলো মুঠোফোন হতে, মোহ দুনিয়া ছেড়ে আসো প্রকৃতির কোলে, এখানে রাখা আছে সুখ মুগ্ধতা, বেঁচে থাকার শুদ্ধ অক্সিজেন। যে অক্সিজেন টানলে দেহ তোমার নিমেষেই হয়ে উঠবে ফুরফুরে।
এত সব গদ্য কথন তোমার বুঝি লাগছে বোর, ছুঁড়ে ফেলে দিতে পারো এ আবদার, কামিনীর সাথে নাই বা রইলে আমি স্মৃতি দানীতে তুলে রাখলাম এ কামিনীর গুচ্ছ। মুগ্ধতার জল ছিটিয়ে তা বাঁচিয়ে রাখবো অনন্তকাল। যদি কখনো কামিনীর ঘ্রাণ নিতে চাও আমায় বলো, খুলে দেব হৃদয় দেরাজ। যেখানে রেখেছি সাজিয়ে স্মৃতিদানীতে কামিনীর ঘ্রাণ।
©কাজী ফাতেমা ছবি
=দেবে এক গুচ্ছ কমিনী ফুল=
কামিনী ফুল দেবে আমায়, দেবে মালা গেঁথে,
চুলে দেবে তুলে মালা দিলাম মাথা পেতে;
নাক টেনে আজ গন্ধ নেব, মুগ্ধ হবো আমি,
নাও না সয়ে বন্ধু আজকে আমার এ পাগলামি।
সাদা ফুলের থোকায় থোকায়, মৌ পোকারা উড়ে,
সুখগুলো নয় আজ রে বন্ধু আমা হতে দূরে,
সবুজ পাতায় লেপ্টে আছে কত সজীবতা,
মন কেন যে মলিন তোমার, বলো দুটো কথা।
উঠোনের রোদ গায়ে লাগাই, পাশে বসো এসে
চারিদিকে সুখের গুঞ্জন যাও না ভালোবেসে;
কথায় তোমার খই ফুটুক আজ, বলো বলো গল্প
এই তুমি কী দেবে আমায় সকাল দুপুর অল্প।
সকাল দুপুর আমারই থাক, বিকেল হবে তোমার
বলবো কথা ভালোবাসার পাবে সুখ বেশুমার;
সাদা ফুলের থোকা দেব বুক পকেটে তুলে,
যেয়ো বন্ধু আজকে না হয় দ্বিধা দ্বন্দ্ব ভুলে।
ভালোবাসার প্রজাপতি বসুক এসে ফুলে,
যেয়ো বন্ধু প্রেমের হাওয়ায় তুমি দুদ্যোল দোলে,
কত কথা কত গল্প ফুল কামিনীর সাথে,
তুমিও রও পাশে আমার হাতটি রেখে হাতে।
১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর প্রিয় ভাইয়া
ভালো থাকুন সর্বদা, ফি আমানিল্লাহ
২| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!
গুড গুড ১২ বছর অনেক দিন !!
কত শত মানুষ হারিয়ে যায়। প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায় শুধু খাঁটি মানুষেরাই থেকে যায় হৃদয়ে। তাই না?? হা হা
১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু ১২ বছর হয়ে গেল মাশাআল্লাহ
আসলেই কত মানুষ হারিয়ে যায় অকালে, মাসুম নামের একজন আকে কবিতা।লিখেছিল তাকেও খুজে পাওয়া যায় নি
৩| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
যুগপূর্তির শুভেচ্ছা।
আরও য়ুগ যুগ কামিনী ফুলের মতোই সৌরভ ছড়িয়ে যান!
১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর শ্রদ্ধেয় ভাইজান। ইংশা আল্লহ
দোয়া করবেন, ভালো থাকুন
৪| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
সোনাগাজী বলেছেন:
অভিনন্দন ও শুভেচ্ছা, ভালো থাকুন।
১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সর্বদা
৫| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
মিরোরডডল বলেছেন:
আমি না হয় অল্পকয়দিন আগে এসেছি কিন্তু বাকি সবাই তোমাকে একযুগ ধরে সহ্য করছে ??????
বল কি ছবিপু !!!!!
ছবির এই শুভ্র সুন্দর প্রিয় কামিনী ফুলগুলোর মতো আমার সহজ সরল প্রিয় আপুটা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ।
কিন্তু পোষ্টে শুধু আপুদের নিয়ে যে শ্রেণীবৈষম্য করেছো, ভাইয়েরা এখনই এলো বলে
আবারও অনেক অনেক শুভকামনা ছবিপু ।
তুমি একজন সরলতার প্রতীক ।
সবসময় এরকম থেকো ।
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই ক্যামনে কী । কীভাবে সহ্য করলো মানুষ
আপুদের কথাই মনে আসছিল কারণ আমরা আপুরা যে সংসার চাকুরী নিয়ে বিজি থাকি। আমার কষ্টের কথা মনে করে সবাই কষ্টকে অনুভব করলাম। ছেলেরাও কষ্ট করে , তবে মেয়েরা ধৈর্য নিয়ে কষ্ট সহ্য করতে হয়।
খুব সুন্দর মন্তব্য আপু। কৃতজ্ঞতা বোধ করছি
জাজাকিল্লাহ খইর
৬| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা ১০০০তম পোস্টের জন্য শুভেচ্ছা । আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুক এই কামনা । নিজের প্রতি যত্ন নিন আরও ছবি তুলতে হবে না !!
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। আমিন। যত্ন তো নিলাম দশদিন । আজ অফিসে কাজের ঝামেলায় দেখি ব্যথা বেড়ে গেছে। আল্লাহ জানে কপালে কী আছে। আল্লাহ ভরসা
ভালো থাকুন আপনিও
৭| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন আপু। আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুগ পূর্তির শুভেচ্ছা নিন সিনিয়র।
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৯| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯
শাহ আজিজ বলেছেন: মিষ্টি খিলাইবা না ??????
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খিলাইমু তো ।অফিসে আসেন দাওয়াত রহিল
থ্যাংকস এ লট
১০| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় আপুর জন্য অনেক অনেক অনেক উষ্ণ অভিনন্দন আর একরাশ নির্মোহ ভালোবাসা ❤️❤️❤️
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভুত ভাই। ভালো থাকুন পাশেই থাকুন ফি আমানিল্লাহ
১১| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
শেরজা তপন বলেছেন: ছবি দেখলাম
আপনার পিঠের ব্যাথায় ছুটিতে আছেন ও এডিট করা ছবির প্রতি চরম বিরাগ এই পর্যন্ত এসে থেমে গেলাম।
আপনাকে অভিন্দন! আপনি ছবি চমৎকার সবসময়। কবিতা কেমন সেটা বলার যোগ্যতা আমার নেই।
এত ব্যস্ততার মধ্য ছবি তোলেন আবার কবিতাও লিখেন এটা জেনে ভাল লাগল। ভাল থাকুন
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
এডিট এমন করে করে ওরা দেখলে মন খারাপ হয়। চরম ভাবে বদলে দেয় প্রকৃতি
অনেক ভালো থাকুন আপনিও ফি আমানিল্লাহ
১২| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগ আঁকড়ে ধরে রাখাদের মধ্যে আপনি একজন। কিছু ব্লগার এখনো ব্লগকে টিকিয়ে রেখেছে। একজন ব্লগার হিসেবে তাঁদেরকে শ্রদ্ধা জানাই।
এরপর অভিনন্দন জানাই ১২ বছর পূর্তিতে। অনেক সময়। অনেককিছুই দেখলেন।
সুন্দর সুন্দর ছবি আর কবিতা আপনাকে আলাদা ভাবে চেনায়। এই ব্লগকে সমৃদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুস্থ হয়ে উঠুন ছবি আপা।
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা শুরু থেকেই আছি। যেতে মন চায় না এখান থেকে। কত ব্লগেই তো ঘুরলাম কিন্তু সামুর মত কোন জায়গায় মজা পাইনি। তবে প্রথম আলো ব্লগে মজা হতো প্রচুর।
থ্যাংকস এ লট্ ভাইয়া
এত সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ভালো থঅকুন অনেক অনেক ফি আমানিল্লাহ
১৩| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি যে হারে পোস্ট দিচ্ছি তাতে মনে হচ্ছে আপনার মতো পোস্ট দিতে আমার আরও ৪৫ বছর লাগবে। কিভাবে এত কম সময়ে ১০০০ পোস্ট দিলেন!!!!!
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি যে হারে পোস্ট দিছি ইদানিঙকালে উফ
কত কত পোস্ট দিতে পারতাম সময়ই তো হয় না। দুইহাজার ছাড়াইতো
কম সময় বুঝি বারো বছর তো
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া জি
১৪| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: যুগপূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন!
আরও কয়েক যুগ আপনার পদচারণায় মুখরিত থাকুক আমাদের এ ব্লগ!
ফুলের ছবি এবং কবিতাগুচ্ছ সুন্দর হয়েছে। আপনার কথায় এবং লেখায় সারল্যের কথা অনেকেই উপরের মন্তব্যসমূহে বলে গেছেন। আমিও তাদের সাথে একমত।
পোস্টে প্লাস। + +
১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইজান
আপনাদের সুন্দর মন্তব্য আপনার চলার পথে অনুপ্রেরণা হয়ে থাককে ইংশাআল্লাহ
ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি।
১৫| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন আপনাকে।
- ছবিগুলি চমৎকার হয়েছে।
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৬| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন আপু
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৭| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২১
ভুয়া মফিজ বলেছেন: ১২ বছর এক জায়গায় থাকলে তো শেকড় গজানোর কথা। চেক করছেন?
পিঠে ব্যাথা মানে কি.........ব্যাক পেইন? আপনের দেখি হালুয়া টাইট!! আপনেরে না কইছিলাম ফ্লাইং কিক প্র্যাকটিস করতে? শুরু করেন, কোন পেইনই থাকবো না।
খালি আপা ব্লগার গো নাম দিলেন দেখি! ভাই ব্লগার গো নাম কি দুলাভাই আইসা দিব? এহেন বর্ণবাদী আচরণের মানে বুঝলাম না।
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: না শেকড় গজায় নি। ভালোবাসার জল কম ছিটিয়েছে মানুষ আমি তো জড় পদার্থ ছিলাম..... জল দিতে আপনারাই ভুলে গেছেন
ব্যাক পেইন না। একদিন অনেক কাজ করার পর কারে করে হবিগঞ্জ গেছি। সেখানে গিয়েও রেস্ট নেইনি। এই যে পিঠ ব্যথা শুরু হলো আর কমার নাম নেই। ব্যথারে বাড়তে দিয়েছি রেস্ট নেইনি। এখন আগের চেয়ে কম। কিন্তু এতদিন ধরে ব্যথা যায় না। ডাক্তার বললো মাংসপেশীর ব্যথা। রেস্ট নিলে কমে যাবে। কিন্তু রেস্ট তো সহজ বিষয় না
হাহাহাহা ব্লগার ভাইয়েরাও আমার প্রিয়, কিন্তু পোস্ট লিখার সময় উনাদের কথা মনে হইছে। আমার মতই সবাই বিজি থাকেন। কেউ অফিস করে সংসারের কাজে ব্যস্ত। অনেকেই আসেন না ব্লগে। যদিও আপনিও্র আগের মত আসেন না ব্লগ লিখেন না তবু্ও ফাক ফোকরে আপনাকে দেখতে পাই
থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন ফি আমানিল্লাহ
১৮| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
অভিনন্দন।
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
১৯| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
অভিনন্দন।
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
২০| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৮
অপ্সরা বলেছেন: খুব ভালো হয়েছে আপুনি! শুধু আপাদের কথাই বলবা। আপা আর আপা.....
কোনো ভায়ের নাম না বলে খুবই ভালো করেছো......
জাগো নারী জাগো বহ্নিশিখা ......
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আমরা আমরাই ..... ভাইয়ারা পঁচা
থ্যাংকিউ সো মাচ
২১| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৮
অপু তানভীর বলেছেন: একযুগ পার হয়ে গেল সামুতে ! আমিও আসতেছি আপনার পেছন পেছন !
অভিনন্দন !
২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ভাইয়া আসুন আমরা একসাথেই আগাই। থ্যাংকিউ সো মাচ
২২| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: পোষ্ট পড়িনি, টাইটেল পড়েছি।
হাজারটা পোষ্টের ভিতরে কতগুলি পোষ্টের কথা স্বরণ করে আনন্দ পান?
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া পোস্ট নিয়ে ভাবার সময় মনে হয় এই জীবনে পাবোও না, পাইও নি। কারণ এই জীবন হলো ব্যস্ততম জীবন। পোস্ট দিলে যদি আপনাদের ভালো লাগে সেটা সাময়িক আনন্দ। তবে পোস্টের কারণে কেউ কষ্ট দিলে সেটা মনে থাকে। আগের কিছু পোস্টে নূর ভাই নেগেটিভ মন্তব্য করতো । সেই পোস্টগুলোর কথা মনে হয় বারবার। ভাবি তখন আমি আসলেই লিখতে পারি কিনা কে জানে।
থ্যাংকিউ সো মাচ
২৩| ১৫ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৩৭
সোহানী বলেছেন: এই আমি ডুব দেই নাই। শায়মার সাথে আমিও আছি ।
শুভেচ্ছা স্বাগতম ১২ বছর+১০০০ পোস্টে।
তোমার পোস্ট মানেই মনটা ভালো লাগায় ভরে উঠা। আরো অনেক বছর থাকো এ প্রত্যাশায়।
আর হাঁ, পিঠ ব্যাথা!! দীর্ঘক্ষন একই পজিশানে বসে থাকলে এটা হবে। ergonomic chair, চেয়ারে একটা পিলো, কিছু ব্যায়াম, একটানা কম্পিউটারে কাজ না করে কিছুক্ষন পর পর ব্রেক নেয়া............... যা তোমাকে হেল্প করবে।
ছবিগুলোতে ভালো লাগা। কামিনী আমার প্রিয় একটি ফুল।
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারা থাকলে বেশী ভালো লাগে। অনেক সময় যদিও ব্যস্ততার জন্য পোস্ট পড়তে পারি না। তবুও ভাবি এই তো সবাই কাছেই আছি
আপু নতুন ডিপার্টমেন্টের্ চেয়ারগুলো উফ । আমি অভ্যস্ত হতেই পারতেছি না। নিজেও তো কিনে আনা যায় না । অফিস যা দেয় তাতেই বসতে হয়। হ্যাঁ এখন ডিউটি লিস্ট চেঞ্জ করাতে টেবিল ছেড়ে উঠতে পারি
জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন আপু
২৪| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৪
বাংলার এয়ানা বলেছেন:
যুগ পুর্তির অভিনন্দন।
ছবি সব সময়ে আপার প্রিয়।
জ্ঞানীর কদর এই দেশে কম তাই কমেন্ট ও লাইকও কম,
সময়-কাল হিসাবে ব্লগে আপনার থেকে ৬ মাস জুনিয়র বাট লিখার মানে আপনি আমার থেকে ১০০ বছর সিনিয়র,
আপনি নিশ্চয় ক্যানন গিয়ার ব্যাবহার করেন।
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খইর ভাইয়া
এগুলো স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তোলা। হ্যা ক্যানন ৬০০ডি ইউজ করি।
ভালো থাকুন এয়ানা
২৫| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি ছবি আপু
১২ বছর ধরে আপনা কে দেখি চিনি বিভিন্ন ব্লগ লেখা লেখিতে
এক সাথে ছিলাম। আপনি খুবি চমৎকার এক মানুষ কোন
কিছুতেই তুলনা করা যায় না। দোয়া সবসময় ভাল থাকবেন!
২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া। ইয়েস আমরা অনেক ব্লগে একসাথেই ছিলাম আছি এবং থাকবো
ভালো থাকুন পরিবাবর পরিজন নিয়ে ফি আমানিল্লাহ
২৬| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শুভ কামনা। ব্লগে আপনার অর্জন অসাধারণ। হ্যাপি ব্লগিং ছবি কবি।
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাগ
২৭| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: অভিনন্দন।
২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি ভালো থাকুন
২৮| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন আপু।
২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
২৯| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: অভিনন্দন।
জাস্ট গ্রেট।
ভালো থাকুন।
২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন
৩০| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৮
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
দীর্ঘ এক যুগ পার করার জন্য আপনাকে অভিনন্দন । আপনি অত্যন্ত সফলতার সাথে এতগুলো বছর এবং ১০০০ পোস্ট দিলেন এজন্য আপনাকে টুপি খোলা অভিবাদন ।
শরীরের ব্যথা বুথার যন্ত্রণা যে কি যার না হয় সে কখনো বুঝবে না । ঘাড় ব্যথায় অনেক কষ্ট করেছিলাম পরে থেরাপি নিয়ে ঠিক হয়েছি ।
ছবি আপা আপনি আমাকে সব সময় মনে রাখেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মনে আছে আমি বেশ অনেকদিন অনুপস্থিত থাকার কারণে আপনি আমাকে নিয়ে খুব সুন্দর একটি পোস্ট দিয়েছিলেন আর আজও আপনি আমাকে স্মরণ করলেন ।
আপনার সুন্দর ফটোগ্রাফি ও চমৎকার কবিতা আমার অনেক ভালো লাগে ।
করুণাধারা আপা ও ওমেরা আপাকে আমারও অনেক মনে পড়ছে ।
সব সময় ভালো থাকুন এই কামনা করি ।
২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এত সুন্দর মন্তব্য মাশাআল্লাহ। পৃথিবীতে মানুষ এইটুকু ভালোবাসা পাওয়া অনেক কঠিন ব্যাপার । বড্ড পরিশ্রমের মাঝে গেছে কয়েকটা মাস। ডিউটি লিস্ট চেঞ্জ করে কাজ কিছুটা কমিয়েছে। আর পিঠ ব্যথা অনেকটা কম আল্লাহররহমতে।
আমিও ভাবছিলাম থ্যারাপি নেব। তাসীনের বাপে আর নিয়ে গেল না। আপু আপনারা যারা আমার পাশে থাকেন আমার তাদের কথা খুব মনে পড়ে। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। সুস্থ ও নিরাপদ থাকুন এই দোয়া করি। আল্লাহর কাছে।
এই দু্ই আপা কই যে ডুব দিলো
৩১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৭
নিচু তলাৱ উকিল বলেছেন: আরও কয়েকযুগ চলুক এমনিভাবে। সতত শুভকামনা।
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ উকিল সাব
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন এই কামনা করি
৩২| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৫
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপু !!!
১২ বছর !!!! কত আনন্দ সুখ কষ্টের সময়ের সাক্ষী হয়ে থাকবে ব্লগ জীবন।
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। আগামী দিনগুলো যেন সবার সাথে এভাবে ভালোবাসার স্পর্শে থাকতে পারি
ফি আমানিল্লাহ ভালো থাকুন
৩৩| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ১২ বছর !!!!!!!!!!!!!!!!!!!! ১ যুগ !!!!!!!!!!!!!!!!!!!!!!! ১০০০ পোস্ট !!!! ওয়াও
অভিনন্দন ও শুভেচ্ছা,।
শুভেচ্ছা স্বাগতম ১২ বছর পূর্তিতে ও ১০০০ তম পোস্টের জন্য অভিনন্দন ।
চলতে থাকুক আরো কয়েক যুগ সামুর মাঝে আমাদের সাথে।
২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন পাশেই থাকুন
৩৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০১
ইসিয়াক বলেছেন: অভিনন্দন আপু।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৩৫| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:২০
ডঃ এম এ আলী বলেছেন:
যুগপুর্তী ও সহয্রতম পোষ্টের জন্য অভিনন্দন ।
ছবি রানীর গুনের কথা জানিনা কেমনে করিব বর্ণন,,
তবে মনে পরে ২০১৬ সনে নীচে উদ্ধৃত আপনার এই পোষ্টে
[lনাink|https://www.some whereinblog.net/blog/Chhobi/30122882|শোকরিয়া জানাই প্রভুর তরে]
আপনার গুণপনা নিয়ে হয়েছিল আমার কিছু কথন।
সম্ভবত আপনার কোন পোষ্টে সেটাই ছিল আমার
প্রথম কোন মন্তব্য ।
অসুস্থতাহেতু সাম্প্রতিক দিনগুলিতে ব্লগে নিয়মিত
না থাকার কারণে আপনার আনেক পোষ্ট আমার দেখা
হয়ে উঠেনি, সময় করে দেখে নিব ।
আমার জন্য দোয়া চাই ।
শুভেচ্ছা রইল
৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আপনার এ মন্তব্য আমার অনুপ্রেরণা অনেক। এরপর লিখতে ভয় পাই নাই ।
আমি অসুস্থ ভাইয়া। একটার পর একটা অসুখ এসে ধরতেছে
পিঠ ব্যথা ভালো হলো এখন একটা চোখে ভাইরাস ধরেছে (চোখ ওঠা না)
রক্ত পরীক্ষায় জানতে পারি হিমোগ্লোবিন ৭।৮ এসে পড়েছে
আমার জন্য দোয়া করবেন প্লিজ
৩৬| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
যুগপুর্তী ও সহয্রতম পোষ্টের জন্য অভিনন্দন ।
ছবি রানীর গুনের কথা জানিনা কেমনে করিব বর্ণন,,
তবে মনে পরে ২০১৬ সনে নীচে উদ্ধৃত আপনার এই পোষ্টে
শোকরিয়া জানাই প্রভুর তরে
আপনার গুণপনা নিয়ে হয়েছিল আমার কিছু কথন।
সম্ভবত আপনার কোন পোষ্টে সেটাই ছিল আমার
প্রথম কোন মন্তব্য ।
অসুস্থতাহেতু সাম্প্রতিক দিনগুলিতে ব্লগে নিয়মিত
না থাকার কারণে আপনার আনেক পোষ্ট আমার দেখা
হয়ে উঠেনি, সময় করে দেখে নিব ।
আমার জন্য দোয়া চাই ।
শুভেচ্ছা রইল
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কেমন আছেন ভাইয়া
কতদিন দেখছি না আপনাকে
আল্লাহ ভালো রাখুন
৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: পাঁচ পাপড়ি, হাতে সাদা কামিনী-
খুব সুন্দর! প্রথম দেখা রাণী!
আমার অত্যন্ত পছন্দ জলবিন্দুতে জলরবি
অতি চমৎকার লেখা, প্রতিটি জলছবি।
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তত্য সাইফুল ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: অভিনন্দন।