নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মানুষ না বলে কয়ে ওড়ে যায়=

২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪



©কাজী ফাতেমা ছবি

এইতো সেদিনই মানুষটা অনলাইন মাতিয়ে রেখেছিল
ব্লগে ছেড়েছিল স্বরচিত কবিতা ছন্দে ছন্দে,
কত কথা কত মন্তব্য এখানে সেখানে,
কত বাকবিতণ্ডা হয়ে যেত নিমেষেই!

মুরুব্বি বলে কেউ করতো সম্বোধন
কত সম্মান কত শ্রদ্ধায় রাখতো তাকে একেকজন,
বাকবিন্ডায় তাকে রেগে যেতে দেখিনি,
প্রখর মেধা ছুঁয়ে তিনি দিতেন উত্তরের প্রতিউত্তর।

আমাদের প্রিয় ব্লগার নুরু ভাই,
তিনি মনীষীদের জীবন নিয়ে লিখতেন,
সেলিব্রেটিদের জন্মদিনের শুভেচ্ছা জানাতেন
প্রয়াতদের স্মরণে ব্লগের পাতায় তুলে আনতেন
তাদের জীবন কাব্য শব্দে শব্দে।

তিনি লিখতেন ছড়া কাব্য, লিখতেন মজা দেই মজা লই
এইতো সেদিনই ২৭ সেপ্টেম্বর রাত এগারোটা পঁয়তাল্লিশে
তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন সালাম দেয়া নেয়ার সঠিক নিয়ম,
এমন করেই নুরু ভাই
ভদ্র মার্জিত রুচিশীল পোস্ট আর মন্তব্যে মাতিয়েছেন ব্লগ পাড়া।

তিনি অভিমানিও ছিলেন বটে,
মনের রাগ মনে পুষেই সহসা হয়ে যেতেন উধাও,
তাকে স্মরণ করতেন ব্লগবাসীরা,
অভিমান দূরে ছুঁড়ে ফেলে আমাদের ভালোবাসায়
তিনি ফের চলে আসতেন আমাদের মাঝে,
এমনই ছিলেন আমাদের নুরু ভাই, তিনি যেন খোকা বাবু

অভিমানি নুরু ভাই,
দেহে পোষা অসুখের কথা বলেন নি,শুনতে পাইনি সে অস্ফুট সুর
আর্থিক সংকটের খোঁজও যে পাই নি কেউ
মৃত্যু যন্ত্রণায় ছটফট করার বেলায় ছিলাম না কেউ তাঁর পাশে।

বড় দুঃখ মন ছুঁয়ে আজ, হয়তো হায়াৎ এটুকুনই তাঁর,
তবুও আক্ষেপ যদি সাহায্যের হাত দিতে পারতাম বাড়িয়ে
আহা যদি নুরু ভাইয়ের শেষ হাসিটা দেখতে পেতাম
বসতে পারতাম পাশে তাঁর দু'দন্ড,
হলো না কিছুই, নিয়তি বুঝি এই!

আজ তিনি এখানে নেই আর, অনন্তযাত্রায় বাড়িয়েছেন পা
আমরা বড় শোকাহত, ব্লগ পরিবার তাঁকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা
তাকে রাখছি ঠোঁটে ঠোঁটে দোয়ায়,আল্লাহ তাঁকে জান্নাত করুন দান,
অদৃশ্য জগতে তাঁর জীবন যাপন হোক শান্তিময়।


(নুরু ভাই তার মেয়ের বিয়ের ছবিগুলো আমাকে দেখিয়েছেন ইনবক্সে, লাস্ট তিনি ঈদ মুবারক জানিয়েছিলেন, উত্তর দেয়া হয় নি আর :( )

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: যে মানুষটি অন্যের মৃত্যুদিন তুলে আনতেন ব্লগে আজ নিজেই খবর হয়ে হেডলাইনে চলে এলেন ।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাবতেই অবাক লাগে। চিন্তার মাঝেও ছিল না নূরু ভাই চলে যাবে এত তাড়াতাড়ি। আল্লাহ তাকে ভালো রাখুন

২| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আল্লাহ নুরু ভাইকে জান্নাত দান করুন।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ছুম্মা আমিন

৩| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবিশ্বাস্য নুরু ভাই আর আমাদের মাঝে নেই।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভাইয়াটাকে জান্নাত দান করুন

৪| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫২

সোহানী বলেছেন: খুব খারাপ লাগছে ছবি। উনি সত্যিই একজন ব্লগঅন্তপ্রান ছিলেন।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও খবরটা শুনে খুব কষ্ট লেগেছে। ভাবতেই পারিনি নূরু ভাই চলে যাবেন এভাবে
আল্লাহ তাকে ভালো রাখুন

৫| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা ব্লগার নুরু ভাই।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে ঠাঁই দিন

ধন্যবাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১৩

নেওয়াজ আলি বলেছেন: সত্যিই শোকার্ত আমরা।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে স্থান দিন আমিন

৭| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:০৮

জুল ভার্ন বলেছেন: আমাদের কষ্টগুলো নুরু ভাইয়ের জন্য দোয়া- আল্লাহ রাব্বুল আল আমীন তাকে বেহেশত নসীব করুন।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তার জন্য অনেক দোয়া। আল্লাহ তাকে জান্নাতে ঠাঁই দিন
আমিন

৮| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি খারাপ লাগতেছে লিটন ভাই বলে ডাকতেন
আর এই ডাক শুনতে পাবো না
মহান আল্লাহ্ জান্নাত বাসি করুন আমিন----

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( আমিন
আল্লাহ তাকে ভালো রাখুন

৯| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন, আপনার মত আমরাও শোকাহত।

মানুষ আসলেই এমন। না বলে কয়ে এমনকি একসাথে থাকা অবস্থায়ও কখন যে চলে যায় টেরই পাওয়া যায়না । এই আমাদের জীবন । মানব জীবন।

নুরু ভাইয়ের মহাপ্রয়ানে দয়াময় মহান আল্লাহপাকের নিকট চাওয়া, তিনি নুরু ভাইকে ক্ষমা করে দিন এবং কবরে-হাশরে-মিজানে-ফুলসেরাতে নুরু ভাইয়ের প্রতি রহমত ও মাগফেরাত নসীব করুন। সাথে সাথে নুরু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আরো চাওয়া, শেষ বিচারের দিন নুরু ভাইকে সকল নেক আমলে বরকত প্রদান করুন এবং সবশেষে তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার পরিবার-পরিজনদেরকে হেফাজত করুন এবং তাদেরকে এ শোক কাটিয়ে উঠার তওফিক প্রদান করুন।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা শোকাহত সত্যিই । ভাবতেই খারাপ লাগছে নূরু ভাইয়ের পোস্ট আর দেখবো না

আল্লাহ নূরু ভাইকে পরপারে ভালো রাখুন ফি আমানিল্লাহ

১০| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০৮

শাওন আহমাদ বলেছেন: দীর্ঘশ্বাস...

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা দীর্ঘশ্বাস
আল্লাহ তাকে ভালো রাখুন

১১| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নুরু ভাইয়ের জন্য খুব কষ্ট লাগছে।

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের নূরু ভাই আল্লাহর কাছে ভালো থাকুন

১২| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জ্ঞাপন করছি

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা জানাই। ভালো থাকুন নূরু ভাই :(

১৩| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

ওসেল মাহমুদ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন। মহান আল্লাহপাকের নিকট চাওয়া, তিনি নুরু ভাইকে ক্ষমা করে দিন এবং কবরে-হাশরে-মিজানে-ফুলসেরাতে নুরু ভাইয়ের প্রতি রহমত ও মাগফেরাত নসীব করুন , আমীন !

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমিন

আল্লাহ নূরু ভাইকে জান্নাত দিন

১৪| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতায় হৃদয়স্পর্শী এক শোকগাথা গেঁথেছেন। গভীর আন্তরিকতা এবং সহৃদয়তার ছোঁয়া লেগে আছে কবিতার প্রতিটি পংক্তিতে। প্রয়াত সহ-ব্লগারের প্রতি আপনার এমন শ্রদ্ধা-ভালবাসা মিশ্রিত শ্রদ্ধাঞ্জলি পড়ে আমি মুগ্ধ হ'লাম।
কবিতায় অষ্টম ভাললাগা। + +

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে শ্রদ্ধা জানাই। ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া করি

আল্লাহ নূরু ভাইকে জান্নাতে ঠাঁই দিন

আমিন

১৫| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৯:০৬

মনিরা সুলতানা বলেছেন: আপু অনেক যত্নে সহ ব্লগারের জন্যে শোকগাঁথা লিখেছন।
আল্লাহ নুরু ভাইকে বেহেশত নসিব করুন।

২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু। ভালো থাকুন ভালোবাসা নিন

আমিন
নূরু ভাইয়ের জন্য আজীবন শ্রদ্ধা রইল

১৬| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৩

নতুন নকিব বলেছেন:



তার জন্য আজ ব্যথিত অন্তরের একটাই প্রার্থনা, আল্লাহ তাআ'লা যেন তাকে জান্নাতবাসী করেন।

সত্যিই তিনি অভিমানী ছিলেন। আপনার কথাটা সঠিক। অভিমান তো তার ছিলই। তবে অভিমানের বাইরেও আমার কাছে মনে হয়েছে, তিনি প্রচন্ড রকম আত্মসম্মানবোধসম্পন্ন একজন মানুষও ছিলেন। সে কারণেই হয়তো নিজের কষ্ট ব্যথাগুলো কাউকে বলতেন না বা বুঝতে দিতেন না।

কবিতায় সহব্লগারকে স্মরণ করায় আন্তরিক কৃতজ্ঞতা। +

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের অভিমানি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন

জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.