নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=আপনাকে মনে পড়ে আম্মা=
কী করে কেটে গেলো ছয়টি মাস, স্মৃতিগুলো আপনার ধূসর হতে শুরু
কেমন আছেন আম্মা! আপনি ওপারে আঁধার গোরে?
আপনি নেই, তবু থেমে নেই জীবন, পথ চলা- যেমন ছিলো তেমনি আছে বৃক্ষ তরু
আমি কেবল আপনাকে স্মরণে পড়ে যাই অলীক ঘোরে।
আপনি কী জানেন, আপনার নাতীরা পরীক্ষা দিচ্ছে, আপনাকে করছে স্মরণ
সূরা পড়ে ফুঁ দিয়ে ওদের অন্তর করতেন শান্তি,
দীর্ঘশ্বাস ছাড়ি, মানুষ সত্যিই চলে যায় ওপারে, হৃদয়ে বাড়ে কষ্ট ক্ষরণ
আপনি অথৈ শান্তির ঘুম কোমায়, ঘুমেরও বুঝি নেই ক্লান্তি।
আপনার নাতীরা পড়ে থাকে ঘরে, আগের মত কেউ বলে না ওদের হয়নি এখনো খাওয়া
কেউ ডেকে জিজ্ঞেস করে না, তোমরা খেয়ে নিয়েছো গোসল সেড়েছো!
মাথার উপর শান্তির ছাতা ছিলেন আপনি, ওদের ভালোটাই ছিলো আপনার চাওয়া,
অফিস হতে ফিরলেই বলতেন ওদের খাওয়া হয়নি, ভাত বেড়েছো?
কতটা অসহায় ছিলেন তখন, বার্ধক্য আলিঙ্গনে নিয়েছিলো বেঁধে,
মনের বল যতটুকু ছিলো, নিমেষেই হতে থাকলো উধাও,
কত শখ ছিলো আপনার, ছেলেদের
আপনি আবার ওদের খাওয়াবেন , দিবেন রেঁধে
হাহাকার বুকে জমা হয়তো আপনার সন্তানদের বুকে, আপনি এখানে নেই আর
আছেন অন্য কোথাও।
কী জবরদস্ত দেহ ছিলো, এক হাতে সামলিয়েছেন সংসার আট মেয়ে ছেলে
সংসার ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে চলেছেন জীবনের বহু ক্রোশ পথ
কিন্তু ধীরে ধীরে ক্ষমতা মিশে যায় ধুলোয়, প্রৌঢ় হতে বৃদ্ধ,
জীবন আপনার ক্রমেই এলেবেলে,
যেপথে এসেছিলেন শক্তি নিয়ে দেহে ধীরে, সেই শক্তি ক্ষয়ে যায় কালের চাকায়
নিথর দেহ, তাই নিয়েই রওনা হলেন ওপথে।
কত কিছু ভেবে নিয়েছি, আপনি চলে গেলে কী হবে, জীবন হয়ে যাবে বিবর্ণ,
অথচ দেখেন যেমন ছিলাম তেমনি আছি কিন্তু আপনাকে খুব মনে পড়ে
আপনার স্মৃতিগুলো ঘরের দেয়ালে ছাদে হয় নিত্যদিনই ঘূর্ণ;
আম্মা আপনি কেমন আছেন! আপনার চিরস্থায়ী ঠিকানা সেই মাটির ঘরে!
আপনার জন্য দোয়া করি নিত্য, আল্লাহ যেনো আপনাকে করেন জান্নাতবাসী
শান্তির ঘুম হোক আপনার কষ্টহীন, চিন্তা ভাবনাহীন হোক জীবন
আমরাও একদা চলে আসবো সময় হলে, কারো থাকার তো সাধ্যি নেই আম্মা
একদিন পরতেই হবে অযাচিত মৃত্যুর ফাঁসি,
একদা সব সুখ ঐশ্বর্য বিত্ত বৈভব সম্মান হাসি কান্না আর অহম ঈর্ষা ফেলে এখানে
ছাড়তে হবে এই সুন্দর ভুবন।
(২৫-১১-২০১৯)
০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শাশুড়ি আমার বাচ্চাদের বড় করেছেন নিসজচিন্তে অফিস করেছি।।আল্লাহ তাঁকে জান্নাত দিন। থ্যাংকিউ
২| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ২:৫২
স্প্যানকড বলেছেন: আল্লাহ আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন। আপনিও ভালো থাকবেন খুব।
০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: শাশুড়ি মারা গেছেন। আমার আম্মা আলহামদুলিল্লাহ ভালো আছে
জাজাকাল্লাহ খইর ভালো থাকুন
৩| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৭
শেরজা তপন বলেছেন: উঁনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মর্মস্পর্শী কবিতা!
০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন আপনিও ভাইয়া ফি আমানিল্লাহ
৪| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ আপনার শাশুড়িকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: "আমিও মাকে হারিয়েছি গত বছর । মা ছিলেন একরোখা পাগলি আমার । ইনজেকশন ভয় পেতেন । কিছুতেই করোনা টিকা নিবেন না । শিং মাছ দিয়ে ভাত খাবেন । খুব ভোরে বাজারে গিয়ে শিং মাছ , চিংড়ি মাছ কিনে নিয়ে এলাম । দুপুরে রান্না করা হলে মার জন্য নিয়ে যাবো । ১১ টার সময় মা চলে গেলেন । আল্লাহ্ তুমি আমার মাকেসহ সকল মাকে জান্নাতুল ফেরদৌস দান করো । "
উপরের মন্তব্যটা মুছে দিন । পোস্টদাতা নিজেই যখন পালিয়ে গেছে তখন আর মন্তব্য রেখে কি লাভ ।
১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি ছগিরো
আল্লাহ মা বাবাদের ভারো রাখুন। ধন্যবাদ আপনাকে
হ্যা সেটাই বুঝতে পারলাম না। মনে হয় তাদের মধ্যে সমঝোতা হয়েছে
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
স্প্যানকড বলেছেন: দুঃখিত বুঝতে পারিনি। ভালো থাকবেন খুব। আপনার শাশুড়ীকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।
১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
থ্যাংকিউ সো মাচ স্প্যান ভালো থাকুন
৭| ১৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮
ছআড়জ বলেছেন: The https://drive-mad.org features a wide range of levels, each with its own set of obstacles and challenges. From steep hills to narrow bridges, you'll need to use all your driving skills to make it to the end.
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইহা কী
৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:০৭
2048 cupcakes বলেছেন: This is the wisdom I spent my thirties searching for! https://webecomewhatwebehold.io If only I could have learned it sooner!
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কি রে ভাই
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৫
নেওয়াজ আলি বলেছেন: মাকে জীবনের কখনোই কখনোই ভুলা যায় না। যাবেও না।