নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কার্তিকের জলে পা ডুবিয়ে বসতে চাই=

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৮



©কাজী ফাতেমা ছবি

হিম জলে পা ডুবিয়ে বসে থাকতে চাই নিরিবিলি,
জলের সাথে কিছু গোপন গল্প হবে আমার,
আর সময়কে দেখাবো বুড়ো আঙ্গুল,
সময় ভেবেছে সে আমার উচ্ছলতাগুলো কেড়ে নিয়ে
ঠেলে দিয়েছে বিষাদের ভাগাড়ে!

উফ্ আমি সুখ অনুভব করে মনের বাড়ি তুলতে পারি
সুখের তুমুল তুফান, আমি হাসতে জানি ব্যথা লুকিয়ে,
আমি দুনিয়ার লোক করি না পরোয়া,
চাই কেবল করুণাময়ের কৃপা!

জলের আয়নায় সুখের মুখোচ্ছবি দেখতে চাই,
দাঁত না বের হোক, মৃদু হাসির ফোয়ারা যেন দেখতে পাই,
চোখের ভাষা পড়তে চাই জলের দিকে মুখ করে,
দৃষ্টিতে থাকুক মহান রবের সৃষ্টির যত সৌন্দর্য।

আমার কিছু চাই না, সুস্থ দেহ চাই
চাই স্বচ্ছ জলের মত টলমলে আর শুভ্র মেঘের মতন মন
তুলতুলে মনের বাড়ী বিরাজ করুক নরম অনুভূতি,
যে অনুভূতি দিয়ে আমি মানুষের দুঃখবোধগুলো দেখতে পাই অনায়াসে।

সান বাঁধানো ঘাটে দু'দন্ড বসে থাকার ইচ্ছেগুলো ঝড় তুলে মনে,
সময় দেয় না আমায় সুযোগ,
ব্যস্ততা'রা দেয় না অবসর, তবুও ইচ্ছেদের করি বুকে লালন,
একদিন ঘাস ছুঁয়ে থাকবে পা, জল ছুঁয়ে থাকবে মন,
সুখের শিহরণ দেহের তারে তারে তুলবে সুখের কাঁপন।

জল যেদিন পা ছুঁবে, কণ্ঠে উঠবে কেবল রবের গান,
করুণাময়ের শোকর গুজার করেই কেটে যাবে আমার আবেগী ক্ষণ
আলহামদুলিল্লাহ্ বলে উঠবো যখন জলে উঠবে ঝলমলানি ঢেউ
সে ঢেউয়ে রেখে দেব আমার বিগত দিনের বিষ পোষা মন,
আমি বর্তমান ভালোবাসি... বর্তমান হোক সুখ ছোঁয়া খঞ্জন পাখি
আমি উড়তে চাই প্রভুর সৃষ্টির সৌন্দর্য ছুঁয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০১

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,



বাহ... বেশ কবিতা হয়েছে!
জলে পা ডুবিয়ে বসে থাকার কথা বলেছেন দেখে "অন্ধবধূ" কবিতার এই লাইনদু'টি মনে পড়লো -----
" তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে
যেন দুটো প্রানের কথা বলে..."

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা! +

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া অনেক ভালো থাকুন

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশিউর ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাললাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর মাইদুল ভাইয়া
ভালো থাকুন

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: স্ছচ পরিষ্কার জলের মত চমতকার কবিতা ।
ভাল লাগলো বোন।

আরো ভাল লাগল শান বাধানো দুটি ঘাটলার ছবি ।
পাশাপাশি দুটি ঘাটলার ছবি দেখে জানবার মুনচায় ;) এদের একটা কি পুরুষ আর একটা কি মহিলা (মানে আলাদা আলাদা লিংগের ব্যবহারের জন্য নাকি অন্য কোন কারনে)। এ শুধুই মজা করলাম, কিছু মনে ন করি।

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া। এরা কোন লিঙ্গ জানতে হবে ফিরে যেতে হবে সভ্যতা হতে সভ্যতার পিছনে। রাজ্জা বাদশারা ক্যারে একটা না দুইটা না এই পুকুরের তিনটা ঘাট বানায় রাখছে। ক্যারে বানাইছে তাহারাই জানেন।

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.