নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=জীবন গদ্য=
অবহেলার লেখাগুলোতে প্রতিনিয়তই লিখে যাচ্ছি জীবন কাব্য। প্রতিটি লেখাতেই জীবনী লিখে রাখছি যেন, কবিতায়-গল্পে; তবুও কত কথা থেকে যায় অগোচরে-মনকাননের কুঠুরিতে। মাটির কণায় কণায়, পথের ধুলোয়, ভরা নদীর বাঁকে অথবা
মেঘের অন্তরে, গাছের পাতায়, শরতের শুভ্র মেঘে লিখে যাই অদৃশ্য কালি দিয়ে জীবনী, সুখ দু:খ, আনন্দ-বেদনাকাব্য।
কখনো লিখি চড়ুইয়ের চোখে, কাকের ঠোঁটে, কোকিলের গানে, জুঁই-বেলীর পাঁপড়িতে, অদৃশ্য নেত্র ঝর্ণার কপোলে অযাচিত সব দেনা-পাওনার হিসাব লিখে রেখে যাচ্ছি যেন। যখন কিছুই করার থাকে না, নীলের মাঝে ডুবে যাই-যাচ্ছি, তখনো লিখে রাখি জীবন কাহিনী, অগ্রহায়নের দূর্বার শিশিরে,ঘাসের ডগায়, ঝরা শিউলী ফুলের কমলা বোঁটায়, অথবা ঝরা বকুলের মালায় গেঁথে রাখি জীবনের ঝরে পরা পল।
চোখের কোণে বেয়ে যখন জল গড়ায়, ধীরে ধীরে বাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম....সেই ক্ষণের জীবনী লিখি নদীর বুকে,
বালুচরের পদচিহ্নে আঁকি জীবনের না বলা প্রহরের ছবি। সংসারের হাজার ব্যস্ততার ফাঁকে যখনই জীবন গুটিয়ে যায়
কান্নার সাগরে, মনপেন্সিল দিয়ে লিখে যাই জীবনের কিছু কথা সাগরের নীল ঢেউয়ে ঢেউয়ে, গর্জনে গর্জনে বিরহগাঁথা লিখি
আনমনেই। বিষন্নতা যখন আমায় ধরে রাখতে চায় আঁকড়ে, তখন বারান্দার গ্রীলে হাত রেখে চোখ দিয়ে লিখে যাই যে
ঐ দূর নীহারিকায়, নক্ষত্রের উজ্জ্বল আলোক রেখায়,অথবা চাঁদের বুড়ি পাশের পাথরে খোদাই করে লিখে যেতে থাকি
জীবনের উপ্যাখ্যান।
যখন থেমে থাকে সময়, স্থবিরতা জীবনে এই মুহুর্তেও লিখি জীবনের কিছু না বলা কথা, তখন লিলির পাপড়িতে, প্রজাপতি অথবা ফড়িংয়ের ডানায়, দূর থেকে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীতে, জানালার পর্দায় অথবা শ্যাওলা পড়া কার্ণিশে লিখে রাখি জীবন কাব্য।
জীবনে যখন জড়তা পেয়ে বসে, চোখে দেখি সরষে ফুল তবে জীবনী লিখি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শ্লোকে, বস্তির ঐ
মলিন বসনের শিশুটির চোখে, চলন্ত যানের চাকায় চাকায় স্বপ্নের গোলাপী ডায়েরীতে, অথবা যার মন পেতে আকূল হই
তার বুক পকেটে, তার চকচকে চোখের মণিতে অথবা তার হাতঘড়ির কাটায় কাটায়। অদৃশ্য জীবনী কেউ পড়বে না
জানবে না কেউ অযাচিত দু:খী মানুষগুলো জীবন কাহিনী কেউ পড়বে না, জানবে না কেউ কি ঘটে যাচ্ছিল জীবনে।
প্রতিটি মানুষের জীবনেই একটা অদৃশ্য কাহিনী লিখা হয় যায় ধুলায়, আকাশে, বাতাসে নদীতে পাখির সুরে অথবা
সাগরের নীল জলে। প্রত্যেকেরই আছে জীবনের অল্পস্বল্প না জানা গল্প। সুখ দু:খ আনন্দ অথবা বেদনার কাহিনীও হতে পারে। হতে বিরহ ব্যথার ইয়া বড় এক ছন্দহীন কাব্য।
(১৪/১২/২০১৪)
১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য আহা
ভাইয়া অনেক দিন পর দেখলাম আপনাকে । কেমন আছেন?
আপনার পোস্ট পড়তে যাবো এখন। নিয়মিত পোস্ট দেবেন। কারণ ব্লগে পোস্ট আর মন্তব্যের খরা চলছে
২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৩
সাইফুলসাইফসাই বলেছেন: সে কবেই শুরু করেছি এখনও-
লেখছি; কয়টা আর হলো আদৌ...
কত ঝড় এলো, তছনছ করলো
কী লাভ, সবকিছুই হলো এলোমেলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রতিটি মানুষের জীবনেই একটা অদৃশ্য কাহিনী লিখা হয় যায় ধুলায়, আকাশে, বাতাসে নদীতে পাখির সুরে অথবা
সাগরের নীল জলে। প্রত্যেকেরই আছে জীবনের অল্পস্বল্প না জানা গল্প। সুখ দু:খ আনন্দ অথবা বেদনার কাহিনীও হতে পারে। হতে বিরহ ব্যথার ইয়া বড় এক ছন্দহীন কাব্য। - সত্য, মহা সত্য কথা। +++