নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সময় চলে যায় সময়ের পথে=

২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭



©কাজী ফাতেমা ছবি
=চলে যায় ক্ষণ=
কিছু মায়া আঁচলের গিঁটে রেখে, হেঁটে যাই ব্যস্ততার পথে
কিছু মমতা মনে জমিয়ে রাখি,
হাঁটতে গেলেই আনমনা হেসে উঠি, সরে যাই ও পথ হতে
কিছু সুখ পাওয়া এখনো রয়ে যায় বাকি।

মুঠোয় পুরে রাখি স্মৃতি, মমতার আঁচলে বাঁধা সুখ
ভুলে থাকি কষ্টগুলো, শব্দের সাথে খেলে খেলে
দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটি পথ, চোখে জল, তবু সুখে ভরা বুক
উড়ি আপন সীমানায় স্বস্তির ডানা মেলে।

দিনভর ব্যস্ততায় মমতা ভুলি, ক্লান্তি এলেই স্মৃতি খুলি
হিসেবের গড়মিল দিন চলে যায়, হয় না আর গুনা
সকাল গড়িয়ে দুপুর, দুপুর চলে গেলেই চোখ হয় রঙতুলি
আঁকি নীড়ে ফেরার ডানা, হয় আবার সুখ স্বপ্ন বোনা।

একঘেঁয়েমী কাটে না আর, হিসেব কষে আর হয় না বেঁচে থাকা
শুধু অপেক্ষার প্রহর গুনা, কখন আসে সেই মহেন্দ্র ক্ষণ
যে ক্ষণ নিয়ে যাবে আমায় মমতার আঁচলে,
কেমন যেনো লাগে ফাঁকা, আশা হয় গুঁড়েবালি,
হই না তখনো নিরাশ যতই ঘুণপোকা আশাদের করে ভক্ষণ।

সন্ধ্যের ছায়ায় নেমে পড়ি, মেদ ঝরানোর যুদ্ধে, হাঁটি আর ভাবি
এখনো সেই প্রজাপতি মন, সুখের ছোঁয়ায় উড়তে প্রস্তুত,
মন বড় কোকিল সময়ে ফিরে যেতে চায়,
ও মন তুই কবে বদলাবি?
ফিরে এসে রান্নার মসলার ঘ্রাণের আবেশে, খুঁজি সুখ।

রাত বারোটায় বিছানাতে শুলেই,
আরামে নেতিয়ে পড়ে বালিশে মুখ গুঁজি
স্বপ্ন ছুয়েঁ যাক চোখ খুব করে চাই,
ঘুমগুলো উড়ে যায় আত্মজদের খুঁনসুঁটিতে
চোখ বুজে তাকাতেই শুনি,
আযানের সুর-আমি মনে প্রাণে তখন রহমত খুঁজি
কেটে যায় জীবন কিছু সুখ বেশী দুঃখতে,
ওদের আনন্দ গান হাসি লুটোপুটিতে।
(২০/১২/২০১৮)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালো লাগলো।

২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




সময় চলে যায় সময়ের পথে
সবকিছু পিছে ফেলে যেতে যেতে....
চলে যায় ক্ষণ!

এ তো জীবনেরই অংশ। হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বিরাগ পিছে ফেলেই তো সময় বহমান নিত্য নতুনের পথে - অনন্ত যাত্রায়!

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনন্য মন্তব্য ভাইয়া
আপনার মন্তব্য পেলে খুবই ভালো লাগে। আমার লেখা হয় স্বার্থক

থ্যাংকিউ সো মাচ
ভালো থঅকুন অনেক অনেক

৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন:
"মুঠোয় পুরে রাখি স্মৃতি, মমতার আঁচলে বাঁধা সুখ
ভুলে থাকি কষ্টগুলো, শব্দের সাথে খেলে খেলে
দীর্ঘশ্বাস ছেড়ে হাটি পথ, চোখে জল তবু সুখে ভরা বুক
উড়িয়াপন সীমানায় স্বস্তির ডানা মেলে।"
চমৎকার। এককথায় অনবদ্য।++
আপু এমনি কবিতা আরো লিখুন।

২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য মাশাআল্লাহ। অনুপ্রেরণার জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সুন্দর থাকুন
গল্প লিখুন প্লিজ

৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় বেদনা মাখা আছে।

২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.