নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=গলা ছেড়ে যতই চিল্লাও, পরিণাম ভয়াবহ=

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯



©কাজী ফাতেমা ছবি

সভার মঞ্চে দাঁড়িয়ে দিয়ে যাও নীতি কথার ভাষণ,
জনতা জেনে গেছে, দূর্নীতির নদীতে ডুবে আছো..... করছো কুশাসন;
মাইক হাতে পেলেই হলো, শুদ্ধ কথার ছাড়ো হুংকার,
কাজ ফুরোলেই পাজি, জনতা জানে তোমার মনে কী অহংকার।

তোমরাই তো তেলের ড্রামে নেতারব ভাসাও
বুকে অন্য কিছু, ঠোঁটে মিথ্যে বুলি বলে তারে সুখে হাসাও,
ক্ষমতার হাত ছুঁলেই ভুলে যাও পিছনের সত্য ইশতিহার,
কী করে ভুলো শপথ?
বলেছিলে দুর্নীতি করবে পরিহার!

গলা ছেড়ে যে কথা দিয়েছিলে গরীবের বন্ধু হবে!
অনাহারীর পাশে নিত্য রবে!
ভুলে গিয়ে ক্ষমতাকেই করলে আপন,
গরীব গরীবই থেকে গেলো.......
আর তোমাদের বিলাসী জীবন যাপন।

মাইক হাতে সত্যকে ফাটিয়ে দাও কথায় কথায়,
অথচ মন তোমাদের বাঁধা টেন্ডারবাজির সুতায়;
কোথায় টাকার খনি, কুঁড়তে দিনকে করো রাত,
রবের কাছে ক্ষমতা চাও, তিনি তা দিয়ে পরীক্ষা করেন খুলে তোমাদের বরাত।

শয়তানী মন, ক্ষমতা হাতের মুঠোয় তাই যা ইচ্ছে ছাড়ো মন্দ বুলি,
পরিণাম ভয়াবহ তা কী বুঝতে পারছো কেউ কেউ,
ফেঁসে গিয়ে এখন শূন্য তোমাদের জীবন ঝুলি,
তবুও কী ফিরে আসো ন্যায়ের পথে, আসো না আর ফিরে
মোহ ভাবনা আর দুনিয়ার আসক্তি, ধন সম্পদ থাকে তোমাদের ঘিরে।

গলা ছেড়ে যতই ছাড়ো হাক,
চলে যেতে হবে চিরতরে আসলে রবের ডাক,
ভালোটুকুই তো পারবে নিয়ে যেতে সঙ্গে,
মন্দটুকুর পরিণাম ভোগ করতেই হবে, অনন্ত জ্বালা তখন সারা অঙ্গে।

যা বলো সত্য বলো, অটুট থাকো ইশতিহারে যা বলেছো অতীত বেলা;
মিথ্যে বলে ক্ষমতায় রাখলে পা, সত্য কথার করলে হেলা
একদা সকল ভেসে যাবে বদনামের জলে, তুমি হবে নিঃস্ব,
তোমার মিথ্যে প্রকাশ হবে একদিন...... দেখবে বাঁকা চোখে বিশ্ব।

লেখাটা কপি করা হয়েছে

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: একদম পিউর দেশী মোরগ।
এটা কেটেকুটে রান্না করে খেলে দারুন ভালো লাগবে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাঙালী খালি খাইতেই চায়। একটা পাখি দেখলেও বলে ইশ রানলে মজা লাগতো

ধন্যবাদ রাজীব ভাইয়া

২| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২০

ইসিয়াক বলেছেন:




অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মিথ্যার জয় সর্বত্র।এর থেকে পরিত্রাণের উপায় আছে কি কোন?
# মোরগটা বেশ হৃষ্টপুষ্ট। ছবিটা দেখে বেশি করে ঝাল দিয়ে রান্না মোরগের মাংস আর ছিট(ছিটে রুটি)রুটি খেতে মন চাচ্ছে। :(

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আমাদের বাড়ীতে বেড়াতে আসলে খাওয়াবো নে

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কবিতাটা। নেতারা সৎ হলে এই ধরণের ওয়াদার বরখেলাপ করতো না।

কিন্তু চোরায় না শোনে ধর্মের কাহিনী। তাই এরা চুরি আর দুর্নীতি করেই যাচ্ছে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমন যেন যে যার জায়গায় স্বার্থপর হয়ে বসে আছে
দেশ দুনিয়া মানুষকে নিয়ে কেউ ভাবে না

ক্ষমতা পেলেই চোর হয়ে যায় সবটি

ধণ্যবাদ ভাইয়া জি

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০০

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা,
যারা অসৎ অন্যায়ের ধান্দায় সবসময় থাকে তারা কখনোই আর ভালো হয় না , শুধু অভিনয় করে মানুষদের সাথে ।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষ পর্যন্তই ক্ষমতা আঁকড়ে ধরতে চায়।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকবেন

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: এখানে যা প্রতিদ্ধনিত হয়েছে সবই সত্য, কিন্তু চোরে কি ধর্মের কাহিনী শোনে?

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: এ যে ক্ষণিকালয় সবাই যায় চলে ফিরে নাকো আর।

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ তো বুঝে না। থ্যাংকিউ সো মাচ ভাইয়া

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

সোনালি কাবিন বলেছেন: ক্ষণিকের দুনিয়া, তাও আমরা সদুপদেশ শুনতে চাই না বা মানতে চাইনা , এটাই করুণ বাস্তবতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.