নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফুল ফুল আর ফুল.....ভালোবাসি ফুল-২

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

০১। ভেজা মিষ্টি গোলাপ


অনেকদিন ফটো পোস্ট করা হয় না। নতুন ডিপার্টমেন্টে সমস্যা আর সমস্যা। এডিটের সফটওয়্যার নাই । ভাল্লাগে না আর। এই ফটোগুলো মোবাইলে নিয়ে গিয়ে আবার ডেস্কটপে নিলাম। ইমগোরে আর ছবি আপলোড করলে ছবি পোস্ট দিলে দেখা যায় না। https://imgbb.com.... এখানে গেলাম দেখি পিসি থেকে আপলোড হয় না। এত স্লো করে রাখছে নেট। আবার মোবাইলে গিয়ে আপলোড করে লিংক এনে পিসিতে রাখলাম । হাহাহা বিরাট ঝালেমা হই গেল। যাই হোক এবারের ফুলগুলো আমাদের গ্রামের বাড়ী থেকে তুলেছিলাম। শত শত ছবি পিসিতে মোবাইলে সময়ের কারণে আর দেয়া হয় না।

ফুল সবাই ভালোবাসে আমিও তার ব্যতিক্রম নই। অন্যান্য ছবি কমই তোলা হয় যত না ফুলের ছবি তুলি। আশাকরি আপনাদের ভালো লাগবে।

০২। আমাদের লজ্জাবতী কন্যা। উনাকে আবার ছোঁয়া যায় না । উনি পাতার ঘোমটা পরে নেন।



০৩। লজ্জাবতী



০৪। সোনালু ফুলের পাপড়ি



০৫। বৃষ্টি ভেজা রক্ত জবা ফুল



০৬। ব্যাঙের ছাতা সূর্যের মাথায় ধরছিলাম



০৭। জারুলের ঝরে পরা পাপড়ি



০৮। ধুন্দল ফুল



০৯। হলুদ কসমস



১০। সাদা নয়নতারা



১১। সুন্দরী কসমস কইন্যা। এটা অপু ভাইয়ার জন্য



১২। আহা আমার প্রিয় বেলী



মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার!

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভূত । ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

ফুয়াদের বাপ বলেছেন: আহা! কী অদ্ভূত সুন্দর ফুলগুলো। আমাদের চারপাশে কত-শত জানা-অজানা এমন ফুল ফুটে থাকে। ফুল প্রকুতিকে অসম্ভ্যব দৃষ্টিনন্দন সুন্দর করে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফুয়াদের আব্বা। আসলেই । আমি এসবের প্রতিই নজর দেই বেশী। গ্রামে গেলে ছবি তুলি পথে ঘাটে হেঁটে হেটে

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: সুন্দর সুন্দর সব ফুলের ছবি। বেশ ভালো লেগেছে ছবি গুলো। পোস্টে প্লাস।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপুনি
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি বগ্ল। লজ্জবতীকে লজ্জা দিতে ভালো লাগে তাই দেখলেই হাতের ছোঁয়া দিতে ভুলি না । যেনো ছেলে মানুষী ।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও এমন করি। আমাদের মনগুলো তো বুড়ো হয় না আলি ভাই

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন অনেক অনেক

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৫

ইসিয়াক বলেছেন:


এক ছাত্রের দেয়া বীজ থেকে লজ্জাবতীর চারা করেছিলাম গত বছর।পরিণত হয়ে দারুণ ফুল ফুটিয়েছিল।
কি যে সুন্দর, মায়া মায়া। একটা কবিতাও লিখেছিলাম সেই ফুলগুলো দেখে।তবে বীজ যা হয়েছিল চারা হয়নি কেন হয়নি কে জানে?


ফুল মাত্রই সৌন্দর্য। দৃষ্টিনন্দন।
চমৎকার পোস্ট।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাছটা মরলো কেন। ঠিকমত যত্ন নেননি। নিজের বাগানে ফুল দেখলে মনটাই ফুরফুরে হয়ে যায়। আলহামদুলিল্লাহ

থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭

ইসিয়াক বলেছেন:






৮ নম্বর ফুলটা কি ধুন্দল না কাঁকরোলের? আমার কিন্তু কাঁকরোলের ফুল মনে হচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া হতে পারে। আমার মনে নাই আসলে কোন গাছের কোন ফুল

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

সোহানী বলেছেন: আমার পিসিতে ভর্তি সব ছবি। পোস্ট করবো করবো করে আর করা হয় না............

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু একে একে দিয়ে দিন প্লিজ। আমরাও দেখি
অনেক ধন্যবাদ সোহানি আপু

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ফুল আমিও ভালোবাসি। তার চেয়ে বেশি ভালোবাসি শিশুদের।
ফুল নিয়ে বিলাসিতা করার মতো অবস্থা আমাদের দেশের মানুষের নাই।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ফুল শিশু আর মানুষকে ভালোবাসি। ফুল নিজ আঙ্গিনায় লাগাতে পারলেই মন ভালো হয়ে যাবে।

ফুল বাগান কী আপনার বাড়ীতে আছে ।

ধন্যবাদ আপনাকে

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৩

অপু তানভীর বলেছেন: আমার ফুলটুল খুব একটা পছন্দ না । ফুলের ভেতরে সব থেকে বেশি পছন্দ হচ্ছে ফুলকপি । কী চমৎকার তরকারি খাওয়া যায় । আমার পছন্দ ফল ! :D

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুল পছন্দ না এইডা কী বললেন ভাইয়া? কন্যাকে উপহার দিতে হলেও তো ফুল লাগবে। ভবিষ্যতেও ফুল লাগবে । ভাবী খুশি হবে ফুল দিলে। আর ফুলকপি আমারও পছন্দ । বড়া বানিয়ে খাইয়েন দারুন মজা।

থ্যাংকিউ সো মাচ

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:০৩

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল ফুলের ছবি

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রোকসানা আপু
ভালো থাকুন

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: আমিও রাস্তায় বের হলে কেবল ই ফুলের ছবি তুলি, বাচ্চারা বিরক্ত হয় যদিও।
আপনার ছবিগুলো সুন্দর , ব্যাঙের ছাতা সূর্যের মাথায় এইটা অনেক সুন্দর হইছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার খোকারাও বিরক্ত হয়। খালি কয় মা আসো তো
হাহাহা আমি পিছনে হাঁটি তাদের

থ্যাংকিউ সো মাচ আপুন ভালো থাকুন

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১০

নীল আকাশ বলেছেন: ২ নামবার ফুল কি ভুল হয়েছে দিতে?

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া দুই নম্বরে তো লজ্জাবতী ফুল আছে

থ্যাংকিউ সো মাচ

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ব্যাঙের ছাতার ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আপনার তোলা ছবি দেখতে চাই

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: ২ আর ৩ এর ফুল একই রকম লাগছে।
সেইজন্য বলেছিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা ফুল কাছে থেকে আরেকটা একটু দূরে । দুটোই দিলাম তাই। ধন্যবাদ আবার আসার জন্য

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: মন ভাল করা চমতকার ফুলের জন্য ++++++++

সব ফুলের সেরা ফুল :P ব্যাঙের ছাতা ফুল । ব্যাপোক ভাল লাগল উনাকে অনেক অনেক দিন পর দেখে।

আর ধুন্দুল ফুলটা মনে লয় :( কাকরোল ফুল।
জানিনা , হাচা কিনা?

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহা আসলেই তো ফুলের মাঝখান দিয়া এটা কী দিলাম। ব্যাঙের ছাতা ফুল। মনেই নাই আমি ফুলের ছবি দিচ্ছি।

হ্যাঁ এটা কাকরোল ফুলই মনে হয়। আমার মনে নাই আসলে।

থ্যাংকিউ সো মাচ ভাইয়া

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাতার কোলে ফুল ঘুমিয়েছে দারুন অনুভূতি
আসিফ আরো সুন্দর দিন সুন্দর রাত সুন্দর স্মৃতি।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। থ্যাংকিউ সো মাচ ভাইয়া।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৭

রায়হান চৌঃ বলেছেন: ফুল... সে যে কোন গোত্রের ই হোক না কেন, সবসময় ই অসাধারণ সুন্দর...... খুব ভালো লাগে।
আপনার ছবি গুলো ও আনেক সুন্দর হয়েছে।
প্রথম ছবির গোলাপ গাছ টা যত্নের অভাবে জংলি গাছ টা টিকে গিয়ে মূল কলম টা নষ্ট করে ফেলেছে :(
আর ৮ নাম্বার টা ধুন্দল নয় বরং মনে হচ্ছে এটা কাকরল এর ফুল.... ভালো থাকবেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.