নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দুষ্টুমির সেই প্রহরগুলো আজও আমায় ডাকে=

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৯



©কাজী ফাতেমা ছবি
চোখ দুটোকে নাকের কাছে
এনে দিয়ে দেখি,
ট্যারা আমি মুখ'টা কেমন
নাক বোচা কী মেকি!

শ' দুষ্টুমি মাথার ভিতর
দিন দুপুরে খেলে,
রুপ পাল্টিয়ে দুষ্টুমিরা
মনে ডানা মেলে!

বিড়ালের ডাক চুপিচুপি
সুর তুলেছি গলায়,
কেউ বুঝে না বিড়াল নয় সে
আমার ছলাকলায়!

কখনো যাই ভিলেন হয়ে
হাসি গলা ছেড়ে,
দুষ্টুমিতে উঠবে না কেউ
আমার সাথে পেড়ে!

কে করেছো এমনতরো
দুষ্টুমি শ' হাজার,
ছেলেবেলায় বসিয়েছো
মনে রঙের বাজার?

বৃষ্টির জমা জলে কে কে
লাফিয়েছো বেদম,
নষ্ট জামায় ফিরতে ঘরে
বাড়িয়েছো কদম?

ট্যারা চোখে আয়নার দিকে
তাকিয়েছো কে কে?
দুষ্টুমির রঙ দিয়ে কে কে
সুখ রেখেছো এঁকে!

হায়রে আমার ছেলেবেলা
দুষ্টুমিতে ভরা,
মন জমিনে পারেনি আর
আসতে চৈত্র খরা।
(২৭-১২-২০২১)

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


আপনি কি জন্মের পর থেকেই কবিতা লেখেন?

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সম্ভবত এইট নাইনে থাকতে চেষ্টা করতাম ।

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৫

ফুয়াদের বাপ বলেছেন: নো চিন্তা ডু ফুর্তি
দে ঝাঁপ দরিয়ায়
হাডুডু-দারিয়াবান্ধা
কে খেলবি দৌড়ে আয়।

ছড়ায় শিশু স্মৃতিচারন ভালো লিখেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখেছেন।

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: :-B
ভাবছি আজি দুষ্টুমিটা কেন গেল ছেড়ে
কোলের সন্তান পাজি এসে নিয়ে গেল কেড়ে

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । কিন্তু এখনকার বাচ্চারা মজার দুষ্টুমি করতে পারে না। সবাই ঘরের কোণেই বসে থাকে

ধন্যবাদ আপনাকে

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অসাধারণ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২০

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.