নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যদি না লিখি আমি=

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬



আগের লিখাগুলো মাঝে মাঝে সম্মুখে চলে আসে। ভালো লাগে আগের অনুভূতিগুলো ছুঁয়ে দেখতে।

©কাজী ফাতেমা ছবি

ভোরের এই স্নিগ্ধ আলোয় যদি না লিখি কিছু
এমন বৃষ্টি ভেজা ভোর হাসবে না আর ঝলমলিয়ে;
পাতার ফাঁক গলে এক চিলতে রোদ্দুর পড়বে না আর
আমার থাই জানালার শার্শিতে,
ফাগুন আকাশ হয়ে যাবে গ্রীষ্মের তীক্ষ্ণ আলোর আকাশ
দুলবে না আর রঙধনু রঙ পর্দা ফাগুন হাওয়ায়
আম গাছের আগাছা'রা তুলবে করুণ সুর
পাখিদের কলকাকলি যাবে থেমে, শুধু কাক ছাড়া।

সবুজ পাতা'রা মলিন বদনে চুপসে যাবে, নিথর
যদি না লিখি চোখের পাতায় সেঁটে থাকবে ঘুম
অলস পাখি'রা ওড়ে বসবে দেহে আরাম স্পর্শ নিয়ে।

ঐ যে কলাপাতা ঝাঁড়,
তাদের পাতাগুলো বিষাদে পড়বে নুয়ে
দূরের মরা ঘাসের ধুঁধুঁ বালির মাঠে ঝরবে না আর
ফাগুন হাওয়ায় হলুদ কমলা বাসন্তি পাতা'রা,
ছন্দ হারাবে ঝরা পাতার কাব্য।

এমন মিষ্টি সকালে যদি একটুও না লিখি
বাজবে না আর ঘন্টা কলরবের ঐ পাঠশালায়
শিশুরা ব্যাগ কাঁধে নিয়ে ফিরে আসবে নীড়ে।

আজ লিখি নাই বলে আকাশ কাঁদছে
কালো মেঘের দঙ্গল চেপে বসেছে আকাশের বুকে।

মৌ পোকারা গাইছে না গান, গাছে গাছে পাখিরা চুপটি নিরব
ফেরিওয়ালার নেই গলাফাঁটা হাক, রোদ্দুর নিভে গেছে;
বিষণ্ণতায় ছেয়ে গেছে চারিদিক আজ লিখিনি বলে।

যদি না লিখি একটি ভোরে তবে ভাঙ্গবে না কারো ঘুম
দিবস হয়ে যাবে রাত্রি, সূর্য'টা ঠাঁয় বসে থাকবে পূর্বাশায়।

যদি না লিখি, বদ হজম হবে পেটের খাবার
বুকে জমবে রাজ্যের দীর্ঘশ্বাস, নিঃশ্বাসে বের হবে বিষ ধোঁয়া
দিবসজুড়ে হাঁসফাঁস কাটবে মলিন বদনে
তার চেয়ে ঢের হবে আমি লিখে ফেলি
ছন্দহীন গদ্য নিরস মাত্রা তাল লয় ছাড়া একটি অকবিতা
তোমাদের সময় নষ্ট করে আমি সুখি হব এবেলা।
(০৭-০৩-২০১৭)


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তা-ই বলি যদি না-ই লিখি....

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৫

জুল ভার্ন বলেছেন: যদি না লিখি বাদ, নিয়মিত লিখুন। +

২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি লিখা বাদ দিতে চাই না কখনো। যদিও লিখতে গিয়ে অনেক বাধা বিপত্তি পাই

ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভালো থাকুন

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সহজ সরল লেখা।

২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরু ভাইয়া ভালো থাকুন

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কেন হে কবি মনের এমন বৈরাগ্য?

২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের কবিতা। থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৩

কবিতা ক্থ্য বলেছেন: আপুনি,
আপনি না লিখলে- আমরা পড়ব কেমন করে?
লিখা চালিয়ে যেতে হবে।

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ লিখবো আপু
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: লেখালেখির দরকার আছে।

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে রাজীব ভাই
শুভ নববর্ষ। মেয়ে দুটোকে ভালোবাসা দিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.