নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ডিসেম্বর মানে ভাবনার বুকে ডুব সাঁতারের খেলা
ডিসেম্বর মানে অঙ্ক কষা, কী পেলাম কী হারালাম
ডিসেম্বর মানে হৃদয় ছোঁয়া কিছু কথন, কিছু সম্মান
কিছু বিষ বুলি, কারো বাকা ঠোঁটের হাসি।
ডিসেম্বর মানে অনুভূতির দুয়ারে স্মৃতির কষাঘাত
কিছু প্রিয়জন হারানোর বেদনা, কাউকে কাছে পাবার আকূতি
ডিসেম্বর মানে বিয়ের আসর, সাজগুজ রমনী
বিরিয়ানির ঘ্রাণ হাওয়ায় হাওয়ায়।
ডিসেম্বর মানে কিছু সুখ অনুভবে অনুধাবন করে
নতুন আলোর অপেক্ষা;
ডিসেম্বর মানে প্রতিজ্ঞা, আসুক নতুন আলোর ভোর
নয় অগুছালো কর্ম আর,
ডিসেম্বর মানে গুছানোর তালিকা হৃদ দেয়ালে সেঁটে রাখা।
ডিসেম্বর মানে সুখের অপেক্ষার অবসান,
ডিসেম্বর মানে প্রতিক্ষা, যদি আসে নতুন আলোয় কিছু সুখ
ডিসেম্বর মানে পুরাতনের বিদায়ে মনে অদ্ভুত কষ্ট অনুভব
বয়স চলে যাওয়ার আক্ষেপ,
বুকের বাড়ী দুমড়ে মুচড়ে ভেঙ্গে যাওয়ার আওয়াজ কান পেতে শোনা।
ডিসেম্বর মানে নতুন অধ্যায় শুরুর অপেক্ষা
কিছু উৎকণ্ঠা কিছু অস্বস্তির বিদায়
ডিসেম্বর মানে আকাশজুড়ে আতশবাজির দামামা
শহরের বুক আলোর রোশনাই;
ডিসেম্বর মানে হতাশায় ডুবে থেকেও ঠোঁটে বুলি আওড়ানো
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার।
ডিসেম্বর মানেই ছুটি কাটানো, সমুদ্দুরের জলে লুট্পেটি
ডিসেম্বর মানেই অপচয়ের পাহাড়,
ডিসেম্বর মানেই শীতের কাপড় তুলে দেয়া গরীবের হাতে
আর ভার্চূয়ালে সেলফির ফানুস উড়িয়ে দেয়া;
ডিসেম্বর মানেই পুরাতন স্মৃতি বুকে নিয়ে সম্মুখে এগিয়ে চলা।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই। এই মাস কেন প্রিয় গো বইন
থ্যাংকিউ সো মাচ আপু
হ্যাপী নিউ ইয়ার।
আপনার সময়গুলো কাটুক প্রাণবন্ত
২| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ ভাইয়া জি
৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৩
হাসান জামাল গোলাপ বলেছেন: শুভ হোক নতুন বছর।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ হউক নতুন বছর
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: অন্তত আমার জন্য নতুন বছর ভালো হবেনা- নিশ্চিত জেনেও সবাইকে ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ ভালো হবে
আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে শান্তি দান করুন
৫| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬
নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ইংরেজী নববর্ষ
ভালো থাকুন ভাইয়া
৬| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: কবিতার শিরোনামটা ডিসেম্বর দিলেই ভালো হতো।
০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ডিসেম্বর দিলেও মানাতো। নতুন বছরের শুভেচ্ছা আপনাকে
পরিবার নিয়ে ভালো থাকুন
৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৭
করুণাধারা বলেছেন: ডিসেম্বরের মানে অনেক কিছু বলেছেন, সবচেয়ে ভালো লেগেছে
ডিসেম্বর মানেই পুরাতন স্মৃতি বুকে নিয়ে সম্মুখে এগিয়ে চলা।
দীর্ঘশ্বাস!! ডিসেম্বরে চলে গেছে, আরেক ডিসেম্বর জীবনে আসবে কি!!
নতুন বছরের শুভেচ্ছা রইল।
০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে নতুন বছরে সুস্থ ও নিরাপদ রাখুন
আপনাকেও শুভেচ্ছা প্রিয় আপু
জাজাকিল্লাহ খইর
৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:১০
খায়রুল আহসান বলেছেন: ডিসেম্বর আমারও সবচেয়ে প্রিয় মাস!
ডিসেম্বর মাসের অনেকগুলো মানে উল্লেখ করেছেন। সবগুলোই বোধকরি বাস্তব অভিজ্ঞতা এবং আপন জীবন দর্শনের আলোকে। তার মধ্যে পঞ্চম স্তবকের শেষ দু'লাইন বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরেও আপনাকে বলছিঃ "হ্যাপী নিউ ইয়ার"!
০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ প্রিয় ভাইয়া। জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে
তবে পুরাতন চলে গেলে
অনেকের জীবনে আসেনা
নতুন আলো
তাইতো কবি গুরু বলেছেন
পুরাতন চলে গেলে
ফিরিবার পথ নাহি;
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু, বিদায়।
ইংরেজী নববর্ষে শীতল ভোরের শিশির সিক্ত
নববর্ষের ফুলেল শুভেচ্ছা রইল
০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয়
সময় মানুষ শান্তি সবই এই পথের পথিক
সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৭
মিরোরডডল বলেছেন:
ডিসেম্বর আমার সবচেয়ে প্রিয় মাস