নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ সারাদিন কুয়াশায় আচ্ছন্ন ঢাকা=

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১১

০১। কুয়াশায় ঢাকা মতিঝিল এলাকা



কিছু ছবি বারান্দা থেকে তুলেছি। কিছু ১৫ তলা থেকে।

এই শীত মেয়েবেলার শীত।যখন আমরা তিন চারটা জাম্পার, হুডি আর হাত পা মোজা পড়তাম আর উঠানে খড়ের আগুনে বসে আগুন তাপাইতাম, কখনো পা ধরতাম আগুনে কখনো হাত। রোদ উঠলে পাটি বিছিয়ে ডুবার পাড়ে বসতাম সবাই। আর খেঁজুরের রস খেতাম। আর আম্নার হাতের চিতই পিঠা দিয়ে কচু শাক অথবা ভর্তা খাইতাম। বিরুন ভাত আর ডিম ভূনা খাইতাম। খাওয়েনের কিছু না পাইলেও ছোডো বেলার শীত পাইলাম। তাই বলাই যায়, আমি পাইলাম ইহাকে পাইলাম।

আজ সারাদিন সূর্যই উঠেনি। বিকেল পর্যন্ত কুয়াশা ছিল। এমন দিনে কোনো কাজ করতেই ইচ্ছে করেনি। বিছানায় লেপের নিচেই ছিলাম। গোসলটা কোনমতে করছি।

০২। এটা বারান্দা থেকে (০৮ তলা)



০৩। আমার নয়ন তারা আর কুয়াশা আকাশ



০৪। ঐ দেখা যায় আবছা কমলাপুর রেল স্টেশন।



০৫। বড় বড় বিল্ডিং ঢেকে আছে কুয়াশায়



০৬। বাড়ীর মালিকের ফুল বাগান। সেখানে ঢুকা যায় না। তালা মারা।



০৭। কুয়াশার বিভ্রম



০৮। স্টেশনের ভিতরের ছবি



০৯। স্টেশনও দেখা যাচ্ছে না



১০। কয়েক বছরের মাঝে এবার বেশি শীতের দেখা পেলাম



১১। ঐ বড় বিল্ডিং আবছা দেখা যাচ্ছে



১২। বাংলাদেশ ব্যাংককেও গিলে ফেলার পায়তারা করছে কুয়াশা।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫

জ্যাক স্মিথ বলেছেন: শীতের ঢাকা সে এক অন্যরকম আমেজ, শৈতপ্রবাহ থাকবে আরও কয়েকদিন।
চমৎকার সব ছবি তুলেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ আল্লাহর রহমতে রোদ উঠেছে।

সুন্দর মন্তব্যের জন্য থ্যাঙকিউ সো মাচ জ্যাক
ভালো থাকুন

২| ০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: এবার আমি অনুভব করেছি শীত এবার অনেক বেশি।

০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ একটু কম লাগতেছে । খানিক রোদ উঠেছিল। তবে কয়েক বছরের মধ্যে এবার শীত পড়েছে বেশী

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আপু শীত স্পেশাল ভালো লেগেছে। খুবই সুন্দর ছবিগুলো।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছুক্ষণের জন্য নগরীতে রোদ উঠেছিল।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ দুইদিন যাবত শীত কমেছে । ভালোই লাগছে এ পরিবেশ
থ্যাংকিউ সো মাচ

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এতো শীত পড়েছে আর ভালো লাগছে না আমি এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারি না । এরপরও গতকাল বের হয়েছিলাম এতো ট্রাফিক ছিলো তখন ভাবলাল আমাদের দেশের মানুষ সবই সহ্য করতে পারে ।
ছবি আপার ছবিগুলো খুব সুন্দর হয়েছে ++

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও বেশী ঠান্ডা সহ্য হয় না। শুক্র শনি কোথাও বের হইনি।

জ্যামের কথা আর কী বলবো। সব সময় জ্যাম খেয়ে ফেলে

থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৬

হাসান জামাল গোলাপ বলেছেন: ছবিগুলোতে এক ধরণের মায়া মেখে আছে।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর গোলাপ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৩

হাসান জামাল গোলাপ বলেছেন: ইন্শাল্লাহ বোইন। দোআ রাইখেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মহান রব আমাদের সুস্থ ও নিরাপদ রাখুন।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৩

জুল ভার্ন বলেছেন:

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর । এখন কী সরিষা ফুলের মৌসুম। তাহলে গ্রামে ছবি উঠানো যাবে

থ্যাংকিউ সো মাচ ভাইয়া

৯| ২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো দেখে শীত অনুভব করছি। এই সন্ধ্যা্রাতেই লেপের নীচে ঢুকতে ইচ্ছে করছে। সেই দিনটি সত্যিই ঘন কুয়াশাচ্ছন্ন দিন ছিল, সকাল থেকে রাত অবধি।

মুক্তা নীল বলেছেন: .... ছবি আপার ছবিগুলো খুব সুন্দর হয়েছে ++ - তিনি সঠিক বলেছেন।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে খুব শীত। এই কয়দিন ছিলাম গ্রামে। রাতের ঘুম খুব আরাম। সকালে যা খাই তাই ভালো লাগে। রোদ উঠলে সবাই রোদে বসি কী আরাম । আর কাল ঢাকা এসে দেখি কী গরম। ফ্যান ছাড়া লাগছে।

থ্যাঙকিউ সো মাচ ভাইয়া জি ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.