নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=সেই কৈশোরের প্রেম=
উত্থাল তরঙ্গ সুর বুকে সেদিন বেজেছিল
ডানা মেলা পাখি যেনো আমি
সব কিছু ভাল লাগে,
হাঁটতে
বলতে
শুনতে
গাইতে
হাসতে....
কেবল ভাল লাগার দিন ছিল
কেবল সুখে থাকার দিন ছিল
কেবল বুকে সুখ কলকল প্রেম ঢেউ ছিল
কেবল স্বপ্ন দেখার দিন ছিল, রাত ছিল।
সে এসেছিল সেদিন, মন দুয়ারে দিয়েছিল হানা
আহা তখন তারে কেবল ইচ্ছে হয়েছিল
দেখতে
বলতে
পাশে চলতে
সাথে হাসতে
সুরে সুর মিলাতে!
সখি ভালবাসা তারেই কি কয়!!
মন ভর্তি সুখ,
মনের দেয়াল বেয়ে থিরথির নামে প্রেম ফোয়ারা,
বন্ধ চোখে দেখি তারে
চোখ খুললে দেখি তারে
একা থাকার বাহানার সুর বাজে বুকে
তাকে ভাবার সুর বাজে বুকে
কি এক অস্থির মুহূর্ত ছিল...।
ভালবাসা বুকে নিয়ে কত নিশি হয়েছিল পার
অথচ সে জানতেই পারে নি ভালোবাসি তারে কত
এক সমুদ্দুর ভালোবাসা সাত নদী প্রেম
ভেঙ্গে চুঁড়ে স্বপ্নগুলো সভ্যতার দেয়ালে ইতিহাস হয়...
দীর্ঘশ্বাস আর কত জল গড়িয়েছিল কপোল বেয়ে
কেউ জানে নি, কেউ বুঝে নি, না সে জেনেছিল!
মনের কিনারে আজও ঢেউ উঠে সে প্রেমের
কোথায় যেনো শুনি ভাঙ্গনের সুর
যে সুরেরা আর ফিরে আসে না বুকের গহীনে
আসে না প্রেম আর
আসে না ভালোবাসা
আসে না সুখ ঢেউ
আসে না ফিরে কিছুই।
(১২_০১-২০১৮)
১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী জানি তখনকার অনুভুতি এগুলো। স্মৃতিতে ভেসে উঠলো
থ্যাংকিউ সো মাচ সাইফুল
২| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫০
নীলা(Nila) বলেছেন: খুবই ভালো লাগলো। আর প্রেম আসুক বারবার জীবনে, প্রেম থাকলে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ নীলা আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫
সোনাগাজী বলেছেন:
কিশোরী মেয়েরা প্রকৃতির বিস্ময়।
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মনে হয় এই সময়টা স্বপ্নময় । কল্পনায় সেই দিনগুলোর কথা ভাবি আর হাসি
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:২৭
স্প্যানকড বলেছেন: খাইছে এতো প্রেম কেমনে সামাল দিছেন। কেউ কথা রাখেনি ! হা হা হা...
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহই জানেন হাহাহাহা। কথা রাখবে কেমনে আমি জানাইছি নি কোনো
থ্যাংকিউ সো মাচ
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: হাসতে, গাইতে, শুনতে, বলতে-- এসব গুরুত্বপূর্ন কিছু না। এগুলো সকলেই পারে।
আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে।
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি । আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে। খালি ব্লগিং আর বই পড়লেই হবে না।
থ্যাংকিউ সো মাচ
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: আপনার এই সুখ সুখ কবিতাটি পড়তে বেশ ভালোই লাগছিল। কিন্তু শেষের দিকে এসে ভাঙ্গণের শব্দ শুনে একটু খারাপও লাগল। যাই হোক, এই সব সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। উভয়ের সাথেই এ জীবন বাঁধা, তাই এদুটকে নিয়েই আমাদের চলতে হবে।
কবিতায় প্লাস। + +
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ঠিক বলেছেন
এইতো আমাদের জীবন
খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ
৭| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। এই কবিতা পড়ার পর একটা গানের কথা মনে পড়লো।
প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: গানটি শুনিনি মনে হয়।
থ্যাংকিউ সো মাচ
সাচু ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬
চারাগাছ বলেছেন:
মুগ্ধতা নিয়ে পড়লাম।
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
আপনার বাড়ী গিয়ে দেখি এখনো পোস্ট করেননি। আপনাকেস্বাগতম ব্লগে। আশাকরি সুন্দর পোস্ট পাবো
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৭
চারাগাছ বলেছেন:
আপনি ঘুরে এসেছেন দেখে একটা পোষ্ট করেছি।
১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট পড়েছি চারাগাছ
ভালো থাকুন
১০| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
প্রেমে ভাঙ্গনের হারানো সুর
খুবই বিষাদমাখা কবিতা ।
কৈশোর পেরিয়ে অনেকটা পথ
হয়েছে চলা, তার পরেও মিলেনি তা
অন্তরে বাহিরে ভিষম জ্বালা
কবিতায় হয়েছে তা বলা ।
এবংবিদ কারণে মানবাত্মার চেয়ে
পরমাত্মার সাথে প্রেমে মজাই ভাল
তাইতো এক বিখ্যাত পারসিক
কবির কথামালা ধার করে বলি
( কথার মধ্যে পারসি , উর্দু, আরবী
ও বাংলা শব্দের সমাহার রয়েছে)
প্রেম নগর কা রাহা কঠিন হ্যায়
ছাম্বল ছাম্বল করে চালা করো
তন-মন আপনা রাসুলকা সামঝো
রাসুল বচনকা পালন করো।
আল্লাহ নবির নাম দিলমে জপো ভাই
ওহি আগুন দ্বিলমে জ্বালা করো ।
ছুমমুন বুকমুন ওম ইউন হো কার
খুদী কো আপনা ফানা করো।
মন্দিরমে গিয়ে মুর্তী না পূজোঁ
মসজিদমে গিয়ে সেজদা করো,
মাওলা মিলন কা রাহা নিরালা
প্রেমকা মালা জপা করো।
সে প্রেম হারাবেনা কোন কালে
হাতে নাতে ফল পাবে
ইহকালে ও পরকালে ।
শুভেচ্ছা রইল
১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে অসহ্য সুন্দর একখান কবিতা।
আল্লাহর প্রেম মনে গাঁথলে
সে প্রেম যায় না হারিয়ে
থ্যাংকিউ সো মাচ এত সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য । সেই কবিকেও ধন্যবাদ ।
ভালো থাকুন ভাইয়া
১১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২২
মোস্তফা সোহেল বলেছেন: প্রেম কি আসে হারিয়ে যাওয়ার জন্যই।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস প্রেম হারিয়ে যায়। যে প্রেম হারায় সে প্রেম হয়তো তার জন্য না
থ্যাংকিউ সো মাচ
১২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন! +
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন
১৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
পাগলাগুড়ু বলেছেন: অসাধারণ শব্দ খেলা।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পাগলা
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর- দুলে উঠল হৃদয় তবে ভয়
প্রেমের জন্য এতো এতো ক্ষয়!