নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» শীতকালের ছবি

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৫

০১। বাঁশের পাতায় শিশির আটকে আছে


এগুলো আগের শীতের। এবার এখনো শীতে যাওয়া হচ্ছে না গ্রামে। শীতের ঋতু গ্রামে বড় ভাল্লাগে। সকালের গরম ভাতের সাথে বিভিন্ন শাক সবজি। পুটি মাছের ঝোল। তাছাড়া পিঠা কিন্তু এখনো গ্রামে তৈরী হয়। বাড়িতে গেলে আম্মা পিঠা তৈরী করেন নানা জাতের। আর বিন্নি ভাত ডিম ভূনা সে তো আছেই।

গ্রামে শীত অন্য রকম আমেজ নিয়ে আসে। সবাই রোদে বসে গল্প করা হয় যদিও আগের মত কেউ অবসর নেই । ব্যস্ততার ভিড়ে আমাদের ছোটবেলার শীত ঋতু হারিয়ে গেছে। তবুও শীত ভাল্লাগে যদিও গোসল করতে কষ্ট ভীষণ। এমন কুয়াশা ঘেরা সকালে আমিও একদিন একা হেঁটে হেঁট যেতাম প্রাইভেট পড়তে অথবা স্কুল কলেজে। এমন শীত কুয়াশা দেখলে ছোটবেলা ইয়াদ হয়।

০২। সরিয়া ফুলে শিশির


০৩। সরিষা ফুল


০৪। মেজটা গাছে শিশির ঝুলে আছে


০৫। গ্রামের গাঁদা


০৬। ঘাসে ঘাসে শিশির বিন্দু । কী স্নিগ্ধতা ছড়িয়ে আছে মাশা আল্লহ


০৭। শীতের দিনে ক্ষেতে কৃষকদের কর্ম পরিবেশ এমনই ।


০৮। কুয়াশার জন্য সামনের কিছুই দেখা যাচ্ছে না


০৯। কুয়াশায় ঘেরা চারিদিক একটি গাছ কেবল একলা দাঁড়িয়ে


১০। বাবুটা খড় আনতেছে জ্বালাবে বলে



মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
১, ৭ ও ৮ নং ছবি ভালো হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া ভালো থাকুন

২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি। এই অধমেরও কিছু ছবি আছে যা মোবাইল থেকে লোড নিচ্ছে না। চমৎকার ছবি। এই অধমেরও কিছু ছবি আছে যা মোবাইল থেকে লোড নিচ্ছে না।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবার গিয়ে মাকড়শার জাল পেলাম না। কুয়াশাও কম ছিল :(

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ছবি তোলা বরাবরই ভাল হয়।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সোহেল ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



আমি শীতের দেশে থাকি, এসব ছবি আমার জন্য তেমন কিছু নয়।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্লিজ মাঝে মাঝে শীতের ছবি দিয়েন ব্লগে আমরা দেখতে পারবো
ভালো লাগবে
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

ইসিয়াক বলেছেন:






সুন্দর।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই
ভালো থাকুন

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৬

নেওয়াজ আলি বলেছেন: যারা গ্রামে বাস করে তাদের এখন জীবন জীবিকা কঠিন হচ্ছে চালানো। তারপরও শীতের সকালে পিঠার আমেজ থাকে ঘর ঘর।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক কঠিন এখন। এবার বাড়ীতে যাওয়ার পর চারিদিক থেকে মানুষ সাহায্যের জন্য আসছে। কতজনকে আর দেয়া যায়। খুবই বিব্রতকর অবস্থায় পড়েছিলাম।

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৯

কামাল১৮ বলেছেন: প্রতিটা ছবিই ভালো

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই
ভালো থাকুন

৮| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫২

িসজার বলেছেন: ছবিগুলো সুন্দর। গ্রাম বাংলার চিরায়ত শীতের আমেজ স্মৃতিতে আজো অম্লান!

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন। বাড়ীতে রাতে ঘুমোতে কী আরাম । কাল ঢাকা এসে ফ্যান ছাড়া লাগছে।

থ্যাঙকিউ সো মাচ
ভালো থাকুন

৯| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শীতের ছবি ভাল হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া ভালো থাকুন

১০| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ বাবু ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: শীতকালের ছবিতে আসল ছবিটাই নেই। পিঠার ছবি। নানান রকম পিঠার ছবি।
কম্বল বিতরেনের ছবি। রাস্তায় শীতে কষ্ট পাওয়া মানুষের ছবি।

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন গ্রামেও পিঠা বানায় না। তবে এই কয়েকদিন বাড়িতে ছিলাম। কিছু পিঠা বানানো হইছিল তার ছবি ফেবুতে দিছি।

আর কম্বল বিতরণ মনে হয় শেষ আগেই। রাস্তায় শীতের মানুষ দেখি না। কারণ ঢাকা শহর ঘুরি না। পারলে আপনি তুলে আনুন
এনে এখানে পোস্ট করুন

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.