নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শোকর গুজার করি প্রভুর=

২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯



©কাজী ফাতেমা ছবি

শোকর গুজার ক‌রে প্রভুর যায় না করা শেষ
মহান র‌বের নিয়ামত নি‌য়ে বেঁচে আ‌ছি বেশ,
এক‌ফোঁটা জল, এক বেলার আহার
তাঁর দেয়া চো‌খে আ‌লোর রঙবাহার
সু‌খে আ‌ছি বেশ আ‌ছি বেঁচে আ‌ছি আলহামদু‌লিল্লাহ
‌তোমার ত‌রেই প্রাণ স‌ঁপি ও আমার আল্লাহ্।

‌‌নিঃশ্বাস নি‌য়ে ছে‌ড়ে দি‌য়ে বে‌ঁচে থাকার বাহানা
তু‌মিই দি‌লে ও মাবুদ গো এ নয়‌‌ অজানা,
সুস্থ থাকার বেলা আর অসুস্থ য‌দি রই
তোমার ‌শোকর গুজার ক‌রি প্রভু অকৃতজ্ঞ যে নই।

এটুকু চাই, ধৈর্য‌্য দি‌য়ো, দি‌য়ো সহনশীলতা বা‌ড়ি‌য়ে,
কষ্ট এ‌লে ‌নিরাশার জ‌লে না যেন যাই হা‌রি‌য়ে
বিপদ এ‌লে না হই যেন দি‌শেহারা,
কার কা‌ছে চাই মাবুদ ব‌লো তু‌মি ছাড়া,
কষ্ট য‌দি দাও জীব‌নে, কর‌তে পা‌রি যেন সহন,
‌বিপদ য‌দি পাহাড় সম হয়, পা‌রি যেন কর‌তে বহন।

সুস্থ থাকার বেলা যেন তোমায় না যাই ভু‌লে
‌তোমার দয়া তোমার রহমত বু‌কে যেন রা‌খি তু‌লে
চাই করুনা তোমার প্রভু
নূরালোয় ভ‌রো আমার মনের বিঁভু,
তোমার দয়া আমায় ছে‌ড়ে না যেন কভু পালায়,
শয়তা‌নের কুমন্ত্রণা আর যেন না আমায় জ্বালায়।

অসুস্থ হই য‌দি, সাহস যেন রা‌খি ম‌নে
হতাশারা যেন না আ‌সে আর মন উ‌ঠো‌নে;
ভরসা যেন ক‌রি তোমার, দি‌য়ো ধৈর্য‌্য আমায় তু‌মি
প‌বিত্রতায় ভ‌রে দি‌য়ো আমার বু‌কের ভু‌মি।
‌তোমার কথা প্রভু যাই না ভু‌লি
‌তোমার নিয়ামত বু‌কে তু‌লি
‌বে‌ঁচে আ‌ছি এই দু‌নিয়ায়, যাই ক‌রে যাই হাজার ‌শোকর গুজার,
দ‌মে দ‌মে ডা‌কি প্রভু তোমায়, মন ক‌রে উজার।
(২৮-০১-২০২১)

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মাশাআল্লাহ।

২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

২| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা আমার খুব পছন্দের। এটাও মাশাআল্লাহ সেই রকম হইছে।

২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লহ খই

অনেক অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সাচু ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন,

২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলি ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়॥

সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা--
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি নাই-বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে--
দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।

-----------------------------------------------------------------
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
-----------------------------------------------------------------

২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা মন জুড়িয়ে যায়। থ্যাংকিউ সো মাচ লিখাটি শেয়ার করার জন্য
ভালো থাকুন ভাইয়া জি

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: ভাল।

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.