নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
ফেসবুকে দিনরাত ব্যতিব্যস্ত। হাজার হাজার লাইক কমেন্টেই সুখ? অথচ আপনার মানহীন লেখা অথবা অতি এডিটিং করা ছবির মান যাচাই করছে না কেউ। আপনি কি আপনার লেখার মান যাচাই করতে চান অথবা আপনার ছবিগুলো সম্পর্কে ইতিবাচক প্রশংসা শুনতে চান? আপনার লিখাগুলো মানের বুকে ফেলতে চান? তবে সামহোয়ারইন ব্লগ আপনার জন্য হতে পারে উত্তম প্লাটফর্ম। তাহলে আর দেরী কেন? এখনই সাইন ইন করুন বাংলাদেশের সবচেয়ে চলমান বড় ব্লগ সামহোয়্যারইন এ।
০২। আপনি কি গল্প পড়তে চান, কবিতা পড়ে অবসর সময় কাটাতে চান অথবা বিজ্ঞান সম্পর্কিত পোস্ট পড়তে চান অথবা আপনার বিজ্ঞানমূলক ভাবনাগুলো সবার সাথে শেয়ার করতে চান। চলে আসুন সামহোয়্যারইন ব্লগে। আজই করুন সাইন ইন।
০৩। আপনাদের কিছু ভাবনা অমূলক। আপনার ভাবতে পারেন ব্লগার মানেই অধার্মিক অথবা ধর্মের বিরুদ্ধে লিখে? মোটেও না। এখানে আস্তিক নাস্তিক মিলেই সকলের আনন্দে বসবাস। এখানে আলোচনা আছে, আছে সমালোচনাও । এসব হতে আপনি ভালোটাই বের করে নিন নিজের জন্য। একবার ট্রাই করেই দেখুন না। আপনিও লিখুন মন খুলে সামহোয়্যারইন ব্লগে। আসুন সাইন ইন করুন আজই।
০৪। ফেসবুকে পোস্ট করে লাইক কমেন্ট ধন্যবাদ সুন্দর অসাম মন্তব্য পাওয়া যায় কিন্তু আপনার সৃজনশীল কাজ সম্পর্কে কেউ বলে না সে ভালো কী মন্দ। এসব যাচাই করতে পারেন সামহোয়্যার ইন ব্লগে এসে লিখে পোস্ট করে। এখানে আপনি পাবেন কবিতা, গল্প, উপন্যাস, হাসির খোরাক, বিজ্ঞানের জানা অজানা তথ্যসহ আরও অনেক কিছু। সবই একসঙ্গে পেতে এক সাইনইনেই পেয়ে যাচ্ছেন এখানে। আসুন সামহোয়্যারইন ব্লগে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
০৫। ব্লগ করতে এসে অনেকেই ফেসবুকে পোস্ট করার আনন্দ হারিয়েছেন। বুঝতেই পারছেন এখানে পোস্ট করলে আপনার সৃষ্টিশীল কাজের উপযুক্ত প্রশংসা পাবেন, পাবেন উৎসাহ যা আপনাকে নিয়ে যাবে সাফল্যের দোরগোড়ায়।
০৬। আপনার চিন্তা ভাবনাগুলো সামহোয়্যারইন ব্লগে নিশ্চিন্তে লিখতে পারেন। বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে নিমেষেই আপনার সু ভাবনায় মুড়ানো সৃজনশীল কাজ। আপনার আলোকিত মন আরও জ্ঞানের আলোকসজ্জায় সাজাতে আসুন ব্লগে লিখুন মন খুলে।
০৭। আপনি আপনার মতামত লিখতে পারেন নিদ্বির্ধায় ব্লগে। এখানে আপনাকে হেনস্থা হতে হবে না। আপনার মতামতের মূল্য দিতে এই সামহোয়্যারইন ব্লগে আছেন অজস্র জ্ঞানী ব্যক্তি। তাদের সাথে আপনার মত মিলছে কিনা যাচাই করতে আসুন ব্লগে। লিখুন মন উজার করে।
০৮। সামহোয়্যারইন ব্লগের পোস্টের পাতায় আপনি বাংলায় লিখতে পারবেন আবার সে লেখা ড্রাফটও করে রাখতে পারবেন। মোবাইলে লিখতে টাচ কী প্যাড ইউজ থেকে মুক্তি পেতে ব্লগের পাতায় লিখুন কী বোর্ডে। নতুনদের আমন্ত্রণ জানাই। সাইন আপ হউন আজই।
০৯। সামহোয়্যার ইন ব্লগে লিখে আপনি বিশ্বের সেরা ব্লগারও হতে পারেন । আপনার লিখার কলম হউক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার। আপনি লিখুন আর সে লেখা পৌঁছে দেবে বিশ্বের বাঙালীদের কাছে সামহোয়্যার ইন ব্লগ।
১০। আপনার যদি মন খারাপ থাকে অথবা আপনি বিষণ্ণতার হাত ধরে বসে আছেন। কিংবা বিরহে পুড়ে ছাই। আপনার ভিতরের অনুভূতিগুলো এখানে প্রকাশ করুন নির্দ্বিধায়। পাবেন অনায়াসে সুন্দরভাবে বেঁচে থাকার অনু্প্রেরণা। ব্লগে এসে দেখুন, পাবেন কিছু মানবিক মনের সন্ধান। আপনার বিপদ আপদ বেলায় যে কোনো পরামর্শ পাবেন গুণীজনদের নিকট হতে। তবে আর দেরী কেন! আসুন ব্লগে সাইন আপ হউন, সাইন ইন করেই লিখে ফেলুন আপনার দুঃখ সুখের অনুভূতিগুলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ধন্যবাদ
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার লেখা ভালো হয়েছে, তবে বড় হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বড় বলতে কিছুই নাই। এখানে ৭০ শব্দের ভিতরে দশটি পর্ব দিয়েছি।
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক অনেক
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৯
মিরোরডডল বলেছেন:
০৯। সামহোয়্যার ইন ব্লগে লিখে আপনি বিশ্বের সেরা ব্লগারও হতে পারেন ।
True or false?
কিভাবে কি !!!
এই পর্যন্ত কয়জন হয়েছে, তথ্যপ্রমানসহ নাম উল্লেখ করো আপু
আপনার লিখার কলম হউক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার। আপনি লিখুন আর সে লেখা পৌঁছে দেবে বিশ্বের বাঙালীদের কাছে সামহোয়্যার ইন ব্লগ।
এটা সুন্দর হয়েছে আপু, True
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হাত খুলে লিখেছি। বিশ্ব সেরা ব্লগার হয়নি বলে কি ভবিষ্যতে হতে পারে না। তথ্য প্রমাণ কইত্থন দিমু আসুক সময় বিশ্বসেরা ব্লগার কেউ হইলে প্রমাণ দিয়ালবাম ।
থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকো
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
গেঁয়ো ভূত বলেছেন: বেশি সেরা হয়েছে ছবিটি। এটা কিভাবে করলেন আপু?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নেট থেকে নিয়েছি ছবিটি আর লিখেছি পেইন্টে।
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
জ্যাক স্মিথ বলেছেন: ব্লগের লিংক সহ সবাই যদি আপনার এই ছবিটি ফেসুবকে শেয়ার করে তাহলে হাজার হাজর ভিজিটর আসবে।
আপনার লেখাগুলোও ভালো হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জ্যাক
ভালো থাকুন অনেক অনেক
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা, ব্লগে জাদু ছিল।
মন্তব্য জমা করে আমি উন্যাস লিখেছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। আপনার উপন্যাসের পর্ব এখানে দিবেন?
ভালো থাকুন
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা আপনার এই লেখাটার শিরোনাম একদম মনে রাখার মতো এবং সেই সাথে ছবিটাও পোষ্টের সাথে পরিপূর্ণ মানানসই হয়েছে ।
মাঝেমধ্যে মনে হয় এ ব্লগ অনেক ভালো কিছু মানুষের সান্নিধ্য পেয়ে দিয়েছে, এই যেমন আপনিও তার মধ্যে একজন । যে আমার খুব প্রিয় একজন মানুষ ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মুক্তাপি
ব্লগ অনেক দিয়েছে । অনেক প্রিয় মানুষ পেয়েছি এখানে । এখানে আপনাদের ভালোবাসা সম্মান পেয়েছি। আজ এই ক্ষণে উমেরা আপু আর রোজা আপুর কথা খুব মনে পড়ছে। আশাকরি তারা ভালো আছেন
আপনাকে ধন্যবাদ নয় ভালোবাসা দিলাম
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৪
মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মনিরা আপু
ভালো থাকুন ভালোবাসা নিন
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
ইসিয়াক বলেছেন:
খুব ভালো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০২
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
ব্লগের প্রতি উপস্থিত সকলের ভালোবাসা দেখে আপ্লুত হতেই হয়! আপনার লেখাটিও সামুর প্রতি ভালোবাসায় ভরা।
হাতের বদ্ধ তালা খুলে ব্লগাররা এই ব্লগে লিখে যাবেন নিরন্তর এমন প্রত্যাশা থেকেই বলি-
দাবা খেলাতেও এক সময় কিস্তি মাৎ হবে, খেলার মাঠের মারামারিও এক সময় শেষ হয়ে যাবে কিন্তু ব্লগখানা কালহীন উথাল পাতাল যৌবনা যদি তেমন সব ব্লগার হয়........."!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ বেঁচে থাকবে ভালো মানুষদের বুকে। ব্লগ চলমান থাকবে অনন্তকাল ইংশাআল্লহ । দোয়া করি যাদের হাতে তালা লেগেছে খুলে যাক অতি দ্রুত।
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ্
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৪
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আলি ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৭
ফারহানা শারমিন বলেছেন: প্রথমটা আমি অনেককে বলি। যারা লেখালেখি করে। বলি, সামুতে ব্লগ খুলে লিখতে। লেখার মান যাচাই হবে।
পুরো লেখাটাই চমৎকার হয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও বলি। অনেক ধন্যবাদ ফারহানা আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগ হোক আপনার রাইটার্স ব্লকের চাবি।
চমৎকার আয়োজন ছিল ছবি আপা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেকধন্যবাদ সৌরভ ভাইয়া
ভালো থাকুন
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২
অপু তানভীর বলেছেন: এখান থেকে একটা কপি আশা করি নির্বাচিত হবে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ
থ্যাংকিউ সো মাচ অপু ভাইয়া ভালো থাকুন
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আচ্ছা ঠিক আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ
অকে ঠিকাছে
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
মুহিব্বুল্লাহ বলেছেন: অনেক সুন্দর হয়েছে এই লেখাটি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হোক। সচেতনতা বাড়বে।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিন পর পুরো একটি ব্লগ পড়লাম। বেশ ভাল লিখেছেন। মূলত সময়ের কাছ থেকে ছুটি না পাওয়ার করনে পড়া হয় না, লেখ হয় না, হয় শুধু ছোখ বুলানো।
ভাল থাকুন নিরন্তন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: আপনার কবিতার চেয়ে এই লেখাটা ভাল হয়েছে।