নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=আসছে ফাগুন=
ডাকছে ফাগুন হাত বাড়িয়ে, হলুদ শাড়ী দাও না কিনে,
অভিমানে গাল ফুলাবো, মানবো না আজ শাড়ী বীনে!
ঝরছে পাতা, বইছে হাওয়া, লাগলো মনে সুখের দোলা,
খোলা হাওয়ায় চুল উড়িয়ে, হবো সুখে আত্মভোলা।
ডাকছে পাখি কুহু কুজন, মনে বাজে সুরের বাঁশি
আয়নায় দেখি রঙিলা মুখ, রঙ গোলাপী ঠোঁটের হাসি।
শাড়ির সাথে দিয়ো কিনে, গাঁদা গোলাপ বেলির মালা
আসছে ফাগুন লাগিয়ো না, বেভোল ভুলে মনে তালা!
না শুনার ভান আছো করে, মানবো না আজ চুপ বাহানা
তোমার এমন ভাব বাহানা, আমার বাপু আছে জানা!
বললে কথা মুখ ফিরিয়ে, অন্য কথা যাও বলে যাও
ভালোবাসি বললে আবার, সুখের তরে যাও গলে যাও!
কাঁচের চুড়ি লাল কমলা, রিনিঝিনি সুখের ছোঁয়া
রঙ ফাগুনে মন যে আমার, সুখের হাওয়ায় যাচ্ছে খোঁয়া!
দিয়ো কিনে কাঁচের চুড়ি, সঙ্গে দিয়ো পায়ের নুপুর
কাটবে সুখে পাশাপাশি, রঙ রঙিলা ফাগুন দুপুর।
রুনুঝুনু বাজবে পায়েল, শুকনো পাতায় হাঁটবো দুজন
উতলা এই মনটা আমার, ভালোবেসো তুমি সুজন।
ফুচকা চা আর বাদাম হাতে, কাটবে সুখে আসছে ফাগুন
পরব শাড়ী কাঁচের চুড়ি, মনে লাগলো প্রেমের আগুন।
না করো না কিনে দিতে, হলুদ শাড়ি কাঁচের চুড়ি
না হয় আমরা এই ফাগুনে, হয়ে যাবো ইচ্ছে ঘুড়ি।
রঙ ফাগুনের বইছে হাওয়া, উথাল পাথাল মন যে আমার
হায় বুঝো না ঠিক এখনো, তুমি আমার মনের গ্রামার।
বায়না আমার রইলো পড়ে, ইচ্ছে হলে নিয়ো তুলে
দিয়ো গেঁথে বেলির মালা, আলতো ছোঁয়ায় এলো চুলে।
(০৮-০২-২০১৯)
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশআল্লহ
সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খইর
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩
ফুয়াদের বাপ বলেছেন: আহাহা! কী আকূতি! কি আবেগী বায়না! এমন আদুরী বায়নায় টোটা দিয়ে পেড়ে আনা যায় চাঁদের কণা, সাগর সেচে আনা যায় মুক্তার দানা। আকাশের নীল আনা যায় মুঠোয় পুরে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনোলোভা মন্তব্য। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভালোবাসাদের নিয়ে
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫০
সোনাগাজী বলেছেন:
ফাগুনের অনুভবতা, অনেক ছন্দ, অনেক কথা
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভালো থাকুন
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
গেঁয়ো ভূত বলেছেন: ভালো হয়েছে আপু,
শাড়ি, চুরি, গহনা, পায়েল তো ভালোই চাইলেন
আমাদের জন্য দু-একটা পাঞ্জাবি টাঞ্জাবী হলে পরে এই ফাগুনে একটু ঘুরাঘুরি করা যেত...
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসবই কল্পনায় কেউ কিচ্ছু দেয় না
ইংশাআল্লহ দেব নে
থ্যাঙ্কিউ সো মাচ
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো
চমৎকার
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
এ তো দেখি আবদারের ফাগুন হাওয়ার মাতামাতি! এতো আবদার মেটাতে তো লোকটাকে পাগল বানিয়ে ছাড়বেন!!!!
[ প্রথম লাইনটির শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন হবে কি ?}
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগল ত হয় না বদ লোক
জি ভাইয়া প্রশ্নবোধক হবে না
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪১
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা সুনবাম
থ্যাঙ্কিউ
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:০১
সোহানী বলেছেন: ঠিক আছে। হলুদ শাড়ি, লাল পুড়ি, খোঁপায় ফুল পড়ে ফাগুন এ ছবি তুলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন খারাপ। কাল শাড়ি পরবো না
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০২
সানাউল্লাহ সাগর বলেছেন: সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১
রানার ব্লগ বলেছেন: আয় হায় এক ফাগুনে কি ফকির বানিয়ে ফেলবেন ? জীবনের বাঁকি ফাগুন গুলা কি করবেন তাহলে ??
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লাগলো। আপনি সম্ভবত অল্প সময়েই কবিতার অনেকগুলি লাইন লিখে ফেলতে পারেন। আমি কবিতা লিখতে পারি না বললেই চলে। কবিতা লেখা আসলে সবচেয়ে কঠিন একটা কাজ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০
জগতারন বলেছেন:
কবিতায় মেয়েলী যুবা ভাষায় আদুরীনী।
লাইক!!!