নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
হৈ চৈ শেষ হয়ে গেলে অথৈ আনন্দ সঞ্চয় করে
অবশেষে নীড়ে ফিরে কেউ অনুতাপে পুড়ে,
অথচ ফেরার পথ নেই আর।
একদিন আবেগের নদীতে সাঁতার কেটে সে
কথা দিয়েছিলো, কেউ বলেছিলো
আসছে চৌদ্দ তারিখে তোমাকে ছোঁয়ার প্রতিশ্রুতি দাও,
আমাদের ভালোবাসা অমর হবে,
এই জীবন তোমার, তুমি চাইলেই প্রতিদিন এনে দেবো বসন্ত।
কত পরিকল্পনা বুকের বামে খায় আকুলি বিকুলি,
লোক সম্মুখে নাকি কোন এক আঁধারী রুমে,
সে কী রাজী হবে, হতেই হবে, আবেগি প্রতিশ্রুতি
বৃথা যেতে শুনিনি, আসুক সে ফাগুন পাখি হয়ে ওড়ে।
অতঃপর মহেন্দ্রক্ষণ এসে হোঁচট খায় তার পায়ে
যে সর্বনাশি খেলার সংকল্পকারী,
সেই আবেগি পাখি বসন্ত সাজে ভালোবাসা বরণ করতে
পরীর সাজে হাজির....
আর যাবে কই প্রতিশ্রুতির বুকে মাথা রেখে ভাড়া করা
আঁধার ঘরে হাত ধরে বসে থাকা মুহুর্ত,
আহা দেহে সুখ শিহরণ,
আবেগি পাখির না বোধক সম্মতিতেও হ্যাঁ বোধক হয়ে
যায়, যৌবন ফুলে মৌ পোকা সুখের হুল ফুটায়,
মধুবনে ফাগুনের হাওয়া, কে দেখে আর সময়
অসময়, শুদ্ধতা আর অশুদ্ধতা,
তারুণ্যের নদীতে ঝাপুর ঝুপুর সাঁতার কেটে শান্ত নদী
থেমে যায় ঢেউ।
অনুতাপের করুণ কাহিনী কেবল চোখের কোণে নিরবে
অশ্রু পতন, পেটে মোচড়ে উঠে, কাহিনী আগায়
একটি জীবন হত্যার দিকে,
মুখ দেখাতেও যে লজ্জা, ও লজ্জাবতী আবেগ কোথায় সে?
সমাজের ধুর ছাই মানুষ তুই, চরিত্রের উপর কালো কালির
আঁচড়, সে আঁচড় চিরকালের, মুছবি কী করে?
যে তোর সর্বনাশ করে পালালো,
সে তোকে আর একটিও বসন্ত দেয়নি, দিয়েছে বারোমাসি গ্রীষ্ম
আর চৈত্রের খরা,
একদিন তোর বিয়ে হবে, কেউ জানবে না তুই অসতি
অথচ তুই অনুতাপের অনলে পুড়তেই থাকবি,
একদা তোর মেয়েটাও এই পথ ধরবে,
কী করে ঠেকাবি বল্? তোর মেয়েও কোন এক ১৪ ফেব্রুয়ারিতে
পোয়াতি হবে, তখন কী হবে তোর, দ্বিতীয় মরণ,
আর কতবার মরবি মেয়ে?
১৪/০২/২০২০
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কথাও এই, ভালোবাসার ধরণ মেয়েদের বুঝতে হবে। কে কী চায় যদি চোখে তাকিয়ে টের না পায় মেয়ে
সে গেছে চিরতরে। চরিত্রহীন পুরুষের চেয়ে সারাজীবন চিরকুমারী থাকা ভালো।
থ্যাংকিউ সো মাচ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সেলিম ভাইয়া
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার কবিতা সবসময়ই ভালোলাগে
++
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বাবু
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: অত্যন্ত বক্তব্যধর্মী কবিতা! ভালো লেগেছে। +
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাইয়া
ভালো থাকুন
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার বাস্তবতার কষ্টিপাথরে উত্তীর্ণ জ্ঞানের নির্যাস।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: ভুল করেই মানুষ শিখে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভুল শুধরানো যায় না। অনুতাপে পুড়তে হয় সারাজীবন
ধন্যবাদ
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কি আবেগময় অনুভূতি। কাব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা আপু আপনাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভালো থাকুন ভাইয়া জি
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫
পন্নি নদীর পুত্র বলেছেন: অসম্ভব সুন্দর
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে স্বাগতম আপনাকে
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:২১
সোনাগাজী বলেছেন:
প্রতি নারীকে বুঝতে হবে, মানবজাতিকে ধরায় রাখার দায়িত্ব তাঁদের ভালোবাসার মাঝে সুপ্ত আছে; যারা দেহের সন্ধানে এসে ভালোবাসার কথা বলে, তাদের মুখের উপর একটা থাপ্পড় দিতে হবে।