নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আঁধারকেই করে নিই আপন=

২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৮


১/
চোখের কিনারে ভোরের আকাশ লেপ্টে আছে
শীতল হাওয়ার স্পর্শে শীত শিহরণ জেগে উঠে
চোখ রাখা যায় না বেশিক্ষণ, ঘুমে চোখ নুয়ে পড়ে
অসুখী বেহায়া রাতগুলো বড্ড কাছে টানছে,
চোখে ঘুমের কাঁটা কাটতে কচকচ থাকে রাতজুড়ে
ঘুম জগতে পা রাখতেই শুরু হয় অশুভ যন্ত্রণা।

কিভাবে যে নির্ঘুম কেটে যায় প্রিয় রাতগুলো!
রাত খুব প্রিয়, আঁধারের কাছে নিজকে করি সমর্পণ
যে আঁধারে যেতে হবে মিশে চিরতরে
সে আঁধারই হোক আপন!
সকল ক্লান্তি দিনের গায়ে ঠেলে রাতকে করি আপন
আর সেই রাত আমার সঙ্গে ঘুম নিয়ে খেলে লুকোচুরি!



২/
এসো না আর এখানে, বেশ আছি মুগ্ধতা নিয়ে
যখন মুখ ফিরিয়ে নিয়েছিলে, পানসে ছিল সব
কখনো সখনো তোমার অবহেলায় কেঁদেছিলেম
চুপসে গিয়ে চুপটি একা কত ছাঁই ফাঁস ভাবনা আহ্
কি হল এত কষ্ট পেয়ে তবে, আমায় ছেড়ে মুগ্ধতা পালায়
দিনের আলো ধূয়াশায় লেপ্টে আমি আঁধার দেখি!

বসন্ত রঙ হয় বর্ষার আকাশ, মনে লেগেছিল খরা
তোমার তৃষ্ণায় হাঁসফাঁস সময়, কিছুতেই ভালো না লাগা
কবিতার খাতা শূন্য, নীল কালি লেপ্টেছিল পাতায় পাতায়!

শব্দগুলো আর আসেনি আঙ্গুলের ডগায়...
শূন্য হৃদয় শূন্য খাতা, অতৃপ্তির ঢেঁকুর তুলি মুহুর্মুহু
তুমি ছাড়া বাঁচা যায়, কবিতা ছাড়া বাঁচি না এক বিন্দু।

সহসা ছন্দ তাল লয় ফিরেছে মনের অথৈ এ
লিখতে পারছি, মনের আঁকুলিবিকুলি কথন
মনের আবেগ ফের জায়গা নেয় কবিতার খাতায়
আমি মুগ্ধতার আলিঙ্গনে নিজেকে দেই সঁপে।

আমার ভালো লাগে সব, রাত্রির আঁধার হয় জোনাক পোকা
ঝিঁঝিঁ ডাকে শব্দের বাগানে, আমি কান পেতে শুনি সুর,
আবেগী মন শব্দের প্রেমে হুমরি খেয়ে পড়ে শব্দের বুকে
শব্দ তার বাহুতে আপন করে নেয়,সুখে হই কাতর
ধীরে সব বিতৃষ্ণা ছুঁড়ে ফেলে উচ্ছ্বাসে মন ডুবাই।

তুমি এসো নে আর, ফিরে যাও প্লিজ, ভালো আছি আমি
জানি এসেছো, অকারণেই ফিরে যাবে, ফেলে যাবে
আমি আবারও মুগ্ধতা হারাবো, চাই নে বাপু
তার চেয়ে ভালো তুমি যাও, ভেবে নাও আমি আছি
তোমার কাছেই, তোমার মনের কাছাকাছি ভালোবেসে খুব।

(২৭-০৩-২০১৭)

হয়তো দুঃখ ছিল মনে তখন :D

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সিন্গ্ধতার আবেশে..... ++

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

২| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১১

জটিল ভাই বলেছেন:
কি হে আভী,
আজ যে শুধু ছন্দ কেটে যাচ্ছে
কি হলো কবি?

ছন্দের কারিগরের যদি ছন্দ না মেলে,
কি আশা থাকে আর? বাঁচি কোন ছলে?

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছন্দে লিখছিলাম একজন কইছে শিশুতোষ ছন্দের কথা নাই বা বললাম।
আরও বলেছে বেডারে বেডা বলা যাবে না :D কিত্তাম

এইডা বিষণ্ণতার কবিতা তাই ছন্দ নাই
ছন্দ কেটে গেছে

৩| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৭

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: ছন্দে লিখছিলাম একজন কইছে শিশুতোষ ছন্দের কথা নাই বা বললাম।
আরও বলেছে বেডারে বেডা বলা যাবে না :D কিত্তাম


তাই কি জ্ঞাণীজনে কয়, "অমুকেরে তমুক কইয়ো না?" :P

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো কথা মনে হইছে স্যার কই কমু নে এখন থাইকা।

৪| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন অনেক অনুপ্রেরণা পেলাম
ভাল থাকবেন-------

২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলমগীর ভাই
ভালো থাকবেন

৫| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।

২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ।

লবণ নিয়ে আসি তাহলে

৬| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো হয়েছে।

২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন

৭| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কবিতা ভালো হয়েছে।++ কিন্তু আমার আপত্তি শিরোনাম নিয়ে।
কলকাতা বাংলা একাডেমির সঙ্গে ঢাকা বাংলা একাডেমির কোনো পার্থক্য নেই। এখানে নেই এর ব্যবহার যে ভাবে হচ্ছে সেই 'নেই'কে' আঁধারকেই করে নেই আপন=" আপনের মধ্যে পার্থক্য বিদ্যমান। আমি যদি ভুল না হই আপনি লিখতে চেয়েছিলেন ,আঁধারকেই করে নিই আপন= যেটা ব্যকরণ গতভাবে হবার কথা।

উত্তম পুরুষে- আমি নিই
মধ্যম পুরুষে- তুমি নাও
প্রথম পুরুষে- সে নিবে।

এবার দেখুন কিশোর কুমারের গানে,
"আমি নেই আমি নেই
ভাবতে ভাবতেই ব্যথায় মন ভরে যায়।"
এখানে নেই মানে নিঃশেষ হওয়া।
কাজেই নেই আর নিই এর মধ্যে ব্যবধান আছে।

আপু প্লিজ কাব্য আলোচনা হিসেবে দেখবেন। দয় করে অন্য কিছু মনে করবেন না।

রমাদানের শুভেচ্ছা জানবেন।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। ঠিক করে নিচ্ছি ভাইয়া

ভালো থাকুন

৮| ৩১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যে আঁধারে যেতে হবে মিশে চিরতরে
সে আঁধারই হোক আপন!
++++

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন বোকা মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.