নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
তিনি জাফর উল্লাহ, তিনি ক্ষ্যাপাটে দেশপ্রেমিক,
যার চোখে স্বপ্ন নিত্য করে ওঠে চিকমিক
একাত্তরের মুক্তিযোদ্ধা, মানবতাবোধের অনন্য দৃষ্টান্ত,
তিনি জাফর উল্লাহ অমায়িক অত্যন্ত।
মানব কল্যাণে সদাব্রত মানুষ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা,
শ্রমিক কর্মচারীর সাথে সুসম্পর্ক রেখে রোজ খুলেন মানবতার খাতা;
ক্ষমতার দাপটে বাস করে যারা বঙ্গে!
সখ্যতা তার সবার সঙ্গে।
ক্ষমতার সিঁড়িতে রাখেন নি পা, কত প্রস্তাব করে দিয়েছেন প্রত্যাখ্যান
জীবনভর মানুষের কল্যাণে নিয়োজিত, ইতিহাসে থাকবে লিখা তার আখ্যান,
ক্ষমতায় নেই তবুও কাজ করেছেন সরকারের সাথে আলস্যহীন
ঔষধ নীতিতে তিনিই সেঁটে দিয়েছিলেন স্বল্প মূল্য, সু ভাবনা তার অন্তহীন।
ক্রান্তিকালেও বসে নেই তিনি, প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের দেন পরামর্শ
শেষে গণস্বাস্থ্য কেন্দ্রেই করোনা পরীক্ষার কিট হয় আবিষ্কার, আহা কী হর্ষ,
যদিও হয়নি কার্যকর, নেয়নি কেউ সে কিট পরীক্ষাগারে,
কত কনফারেন্স, কতবার ঘুরেছেন প্রশাসনের দ্বারে দ্বারে।
কত ঝামেলা তার জন্য থাকে ওঁৎ পেতে, যান নি তিনি দমে,
করোনা রোগী নিয়ে উঠাবসা শেষে, তাকেও ধরে করোনার যমে;,
কত রোগে আক্রান্ত হয়ে শেষে পড়লেন কোভিডের গ্রাসে,
মনোবল দৃঢ় তার, হেরে যাননি, পাননি ভয় করোনার ত্রাসে।
অন্যের কথা বিবেচনায় তিনি হাসপাতালে হলেন না ভর্তি,
ভিআইপি বেড পাওয়া সত্বেও তিনি আছেন ঘরে, তিনি মানবতার প্রতিমূর্তি
মানুষের কল্যাণে নিয়োজিত প্রাণ মানুষ, তিনি মুক্তিযোদ্ধা,
তাকে দান করুন আল্লাহ নেক হায়াত, তার প্রতি রইলো অগাধ শ্রদ্ধা।
৩০-০৫-২০২০
(করোনার সময় লিখেছিলাম)
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৯
ডার্ক ম্যান বলেছেন: কবি খলিল মাহমুদ এর ভাষায় এটা অনেকটা গবিতার মতো হয়েছে
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কবি আবার কে। তিনি যদি গবিতা বলে থাকেন তবেই তিনাকে গবি নাম উপাধি দিলাম।
কারণ গবিরাই গবিতা বলে। কবিরা নয়
ধন্যবাদ
৩| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৪
আমি সাজিদ বলেছেন: উনার কর্মজীবন ও লড়াকু মানসিকতা আমাকে অনুপ্রাণিত করে।
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআসলেই ।আল্লাহ উনাকে জান্নাতে ঠাঁই দিন
ধন্যবাদ আপনাকে
৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: এটা কি রিপোষ্ট?
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে নাই রাজিব ভাই
ধন্যবাদ
৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭
আমি সাজিদ বলেছেন: ভাইয়া কেমন আছেন এখন?
১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন বাসায় নিয়ে আসছি। আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন
৬| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়েই বুঝা যায়, অন্তর থেকে উঠে আসা এ এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।
দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এ বীর সেনানীর মাগফিরাত কামনা করছি।
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভাইজান
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৮
জটিল ভাই বলেছেন:
বিনম্র শ্রদ্ধা.....