নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মামু ও সামু তুমি উইড়া উইড়া আসো=

৩১ শে মে, ২০২৩ সকাল ১১:৪৮



©কাজী ফাতেমা ছবি
=হাসপাতালের বেডে শুয়ে আছে সামু=
অধীর হয়ে আছি, অপেক্ষায় আছি কখন জেগে ওঠবে প্রিয় সামু
আমরা লাইন ধরে বসে আছি কখন তারে কাছে পামু;
হাসপাতালের বেডে ও শুয়ে আছে, যেন কোমায়
ও কী স্লিপিং পিল খেয়েছে, কেন সে এত ঘুমায়।

অজস্র বার এফ ফাইভে চেপে চেপে যাচ্ছি, সে অনড়
আজ তার দেহবাড়ী অসুখের ঝড়ে হয়ে গেল নড়বড়,
আছে সে কাছেই অথচ কতই না দূরে
তারে ছুঁইলেই আহা, সে যাচ্ছে দূরে সরে।

আমাদের প্রিয় সামু, অসুস্থ হয়ে আছে শুয়ে
কই ডাক্তার, কই কবিরাজ, কই গেল ওজা
কেন রাখছে না তার দেহ ক্ষেতে সুস্থতার বড়ি রুয়ে
ঔষধে হচ্ছে না বুঝি কাজ, এখনো তার চোখ বোজা।

আমাদের প্রিয় সামু, কত উৎকণ্ঠায় কেটে যায় প্রহর
তাকে ছাড়া মনে নেই উচ্ছাসের লহর
সে ডুবে যাচ্ছে যেন, টেনে তুলতে বাড়িয়েছি হাত
ও ডাক্তার সুস্থ করে দিন সামু মামুকে, মানছি না আর অজুহাত।

সামু নেই মন ছুঁয়ে আজ, দম যেন লাগে বন্ধ
সামু ছাড়া আসে না কবিতার খাতায় ছন্দ
সে চোখ বোজে শুয়ে আছে, আমরা আছি তার পাশে দাঁড়িয়ে
টেনে তুলতে আছে ঐ শত হাত বাড়িয়ে।

চাচ্ছি ঘুম থেকে জেগে ওঠুক আজই প্রিয় সামহোয়্যার
কোথায় রে ভাই ডাক্তার কবিরাজ কোথায় ইঞ্জিনিয়ার
লাইক কমেন্ট আর পোষ্টের ঝড় সহসা থেমে গেল,
সামু মামু তুই ছাড়া মনে নেই উল্লাস, মন বিষাদে হলো এলোমেলো।

সামু হয়নি তো বুড়ো, সে চিরযৌবনা
তাকে নিয়ে কেন আজ এত বিড়ম্বনা;
দেহে তার কোথায় অসুখ? নাকি সে আছে আমাদের উপর রেগে
আমরা অপেক্ষায় আছি মামু, বল্ না কখন ওঠবি জেগে?


মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১২:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন তো সুস্থ সামু
জেগে উঠেছে মামীর ঘরে মামু
নিঃশ্বাস ছুঁয়ে বিশ্বাস নেয়
প্রাণের চেয়ে প্রিয় সামু!

ভাল থাকবেন কবি আপু

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া
ভালো থাকুন

২| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন তো সুস্থ সামু
জেগে উঠেছে মামীর ঘরে মামু
নিঃশ্বাস ছুঁয়ে বিশ্বাস নেয়
প্রাণের চেয়ে প্রিয় সামু!

ভাল থাকবেন কবি আপু

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন তো সুস্থ সামু
জেগে উঠেছে মামীর ঘরে মামু
নিঃশ্বাস ছুঁয়ে বিশ্বাস নেয়
প্রাণের চেয়ে প্রিয় সামু!

ভাল থাকবেন কবি আপু

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১২:৩৪

রবিন.হুড বলেছেন: রাত পোহাবার কত দেরী, পাঞ্জেরী?

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভোরের দেখা মিলেছে অবশেষে
ধন্যবাদ

৫| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: জেগেছে তবে কার্যকর হতে আরেকটু বাকি। সুন্দর কাব্য।

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৬| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১:০৩

রবিন.হুড বলেছেন: রাত পোহাবার কত দেরী, পাঞ্জেরী?

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ আপনাকে

৭| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: নীচু মানের লেখা।

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে কেউ ডেকে আনে এখানে? অযথাই নিচুমানের কমেন্ট করেন কেন, নিজের মন মানসিকতা ঠিক করেন আগে। সামু আমার প্রিয় জায়গা, কিন্তু এখানে এসে আপনার জন্য মন খারাপ হয়ে যায়। পোস্ট করতে ইচ্ছে করে না।

৮| ৩১ শে মে, ২০২৩ দুপুর ২:০৩

নজসু বলেছেন:


গরমে সামু বাবু কাবু হয়ে গেছে।

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু ঠান্ডা হয়েছে
থ্যাংকিউ সো মাচ

৯| ৩১ শে মে, ২০২৩ দুপুর ২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমি কমেন্ট করতে পারছিনা।

০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন পিসিতে সব ঠিক আছে
কিন্তু মোবাইলে কিছু সমস্যা রয়ে গেল

ধন্যবাদ আপনাকে

১০| ০১ লা জুন, ২০২৩ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে আসে না আর :( অপেক্ষায় আছি প্রিয় ব্লগ

০৫ ই জুন, ২০২৩ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে আসিচ্ছে ছইব্বানি :)

১১| ২০ শে জুন, ২০২৩ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: সামু'র প্রতি আপনার আন্তরিক ভালোবাসা প্রকাশ পেয়েছে এ কবিতায়।
তবে আপনার ইচ্ছে/প্রার্থনা মঞ্জুর হয়েছে, তাই অসুস্থ সামুও সুস্থ হয়ে উঠেছে।

২১ শে জুন, ২০২৩ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
কিন্তু মোবাইলে তো ঠিক মত আসতেছে না। নিজের ব্লগে গেলে ফুল ভার্সন পাচ্ছি না :(

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.