নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
রাতেও ফুলেদের জ্বালাই মারি। এই ছবিগুলো আগের বাসার ছাদের । কোনো এক রাতে হয়তো গিয়েছিলাম হাঁটতে অথবা চাঁদ দেখতে। তখনই প্লাসের আলোয় ওদের আলোকিত করে কিছু মুগ্ধতা কুঁড়িয়ে এনেছিলাম। গাঁদা আছে, গোলাপ আছে আর ঘ্রাণ মাখানো সাদা ফুলের নাম মনে করতে পারছি না।
অনেকদিন পোস্ট দিতে পারবো না হয়তো। হয়তো সময় পেলে পোস্ট করবো। তাই কষ্ট করে হলেও আউজকা একটা পোস্ট দিয়াললাম। আশাকরি ভালো না লাগলেও বলবেন ভালো লেগেছে হাহাহা।
রাতের ছবির স্পষ্টতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এদেরকে এডিটও করা যায় না তেমন। নয়েজ আসবে বড় করলে ফেটে যাবে এটাই মোবাইল ক্যামেরার গুন।
সবাইকে অগ্রিম ঈদ মুবারক ভালো থাকুন সবাই। ফি আমানিল্লাহ।
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
০২ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । রাতে গিয়াও এদের বিরক্ত করি।
ঈদ মুবারক
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
২| ২৬ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
ৎৎৎঘূৎৎ বলেছেন: এতো শার্প ছবিগুলো । আমার তোলা ছবি গুলো এতো ম্যাড়ম্যাড়ে হয় কেন? অসাধারণ লাগলো।
০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি প্লাস দিয়ে তুলেছিলাম। রাতের ছবিতে নয়েজ আসে বেশীই
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:১৫
শেরজা তপন বলেছেন: ছবিগুলোতো ভালই হয়েছে।
গ্রামের বাড়িতে যাচ্ছেন নাকি? অগ্রীম ঈদ মোবারক
০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ঈদ মুবারক
না গ্রামের বাড়ীতে যাইনি
ঢাকাতেই ঈদ করেছি বৃষ্টি মাথায় নিয়ে
ভালো থাকুন
৪| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো হয়নি।
নাইট ফটোগ্রাফি খুব কঠিন জিনিস। তবে অসম্ভব না।
০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
আপনি ভালো করে তুলিয়েন
আর পোষ্ট দিয়েন
ধন্যবাদ
৫| ২৭ শে জুন, ২০২৩ রাত ১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুলগুলো সুন্দর হয়েছে। তবে সময়ের অভাবে হয়তো কাব্য হয়নি। ঈদের অগ্রীম শুভেচ্ছা জানবেন।
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিকেলে ভাবলাম একটা পোস্ট দিয়ে যাই সামুতে। রেডি করে শুধু নাম্বারিং করলাম ক্যাপশন দেব দেব ভাবছি প্রতিটা ছবিতে। সেই সময় স্যার এসে বলে ফাতেমা পরিচালক স্যার এই কাজ এখনি চাইছে। যেমন আছে তেমনি পোস্ট দেই । সেদিন ৬ টায় বাসায় গেছি।
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৬| ২৭ শে জুন, ২০২৩ রাত ৩:৫৩
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
রাতের আঁধারের ফুল রাণীরা মনে হয় আপনার তোলা ছবির মতোই জেগে রয় রূপের ঝলক ছড়িয়ে!
তা অনেকদিন পোস্ট দিতে কেন পারবেন না ? পোস্ট অফিস কি অনেকদিন বন্ধ থাকবে ? এখানে পোস্ট করতে তো পোস্ট অফিস লাগবেনা !
নাকি কোরবানীতে দেশের বাড়ী গিয়ে কোরবানীর মাংশ খেয়ে অনেকদিন নড়াচড়া করতে পারবেন না????
আগাম ঈদ শুভেচ্ছা...............
০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যস্ত হতে পারি অথবা ইন্ডিয়া যাওয়ার কথা আছে। তাই বলেছিলাম। আর মোবাইলে পোস্ট দিতে কষ্ট হয়। অফিসে সময় পাই না। জীবনটা একটা জগাখিচুরি হয়ে গেছে।
দেশে যাই নাই। ঢাকাতেই ঈদ করেছি। বৃষ্টির জন্য বের হতে পারি নাই
ঈদ মুবারক
জাজাকাল্লাহ খইর ভালো থাকুন ভাইয়া
৭| ২৯ শে জুন, ২০২৩ ভোর ৪:২৭
সামিয়া বলেছেন: সুন্দর
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থেকো
৮| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি লক্ষ্য করেছি রাতেও ফুল ততোটুকই সুন্দর যতো সুন্দর দিনে। ছবির যাদুকর, আপনার ছবি তোলা আরোও এগিয়ে চলুক এই প্রত্যাশায়।
আপনাকেও ঈদ মোবারক।
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ফুল সবসময়ই সুন্দর। এত সুন্দর মন্তব্যের জ ন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৯| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:৩০
কিরকুট বলেছেন: আমি ফুল টুল কম বুঝি । তারপরেও মনে হলো সুন্দর হইছে ।
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ব্লগে আপনাকে দেখলে ডর লাগে কিরকুট। মনে হয় না জানি কী না কী নেগেটিভ কমেন্ট করে বসে আছেন। যাই হোক ফুল সুন্দর। ফুল মানুষের মন ভালো করে দেয়।
সুন্দর বলেই আপনার কাছেও ভালো লেগেছে। অনেক অনেক ভালো থাকুন । ধন্যবাদ শুভেচ্ছা সতত
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
বিষাদ সময় বলেছেন: ফুলদের প্রাইভেসি বলে আর কিছু রাখলেন না!!
চমৎকার ছবি। ঈদের অগ্রীম ফুলেল শুভেচ্ছা।