নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি হারিয়ে গেলে....... সহসা=

২২ শে জুলাই, ২০২৩ রাত ১২:১৫



©কাজী ফাতেমা ছবি
=
তুমি হারিয়ে গেলে কেমন করে যেনো, দৃষ্টির সীমানায় আর দেখি না
অথচ একদিন হুটহাট মনের চাবি খুলে ঢুকে গিয়েছিলে অতর্কিতে,
চেনা মানুষ দৃষ্টির আড়াল হলেই হয়ে যায় অচেনা,
কখনো তোমায় ভেবে পথ হাঁটি আর হোঁচট খাই ইট সুরকিতে।

অভ্র নাম নিয়ে মন আকাশে উড়তে যেনো, শুদ্ধতার প্রতিক তুমি
কত কবিতার শিরোনামে রাখতে আমায়, আমিও তাই
বাক্যবিনিময় শত সহস্র, শব্দ বিনিময় কোটি, উচ্ছ্বল তুমি আমি
একদিন সহসা দৃষ্টি ফেরাতেই দেখি তুমি আর নাই।

এখানে নাই ওখানে নাই, অথচ তোমার স্পর্শ পাই হাওয়ায়
অদৃশ্য সুরে গেয়ে যাও কানে, কান পাতলেই আবার হারাও
ব্যস্ততার গায়ে মাথা রেখে আমিও ভুলি, থেকে যাই অস্পৃশ্য
তোমার চাওয়া না চাওয়ায়;
বন্ধ চোখে ক্লান্তি দূরে ভাগাতে গেলেই তুমি এসে সম্মুখ দাঁড়াও।

কী জানি কেনো মন টানে তোমাকে কাছে পাই, গল্প বলি পদ্য বলি
না হয় থেকে যাই অধরা তাতে কী, মনই বুঝে মনের কথন
খুব ইচ্ছে একেলা পথে তোমার পায়ে পায়ে পা ফেলে চলি
তোমার অলক্ষ্যেই তোমার মন পড়ে নিই ফের যতন।

শিরোনামে তুমি কাব্যগুলো এখনো সাঁতার কাটে সাদা পাতার জলে
মেঘের খামে ভরে পাঠাইনি আর, তুমি হারিয়েছো বলে....
চোখজোড়া অপেক্ষার চাহনিতে জল টলমলে
কাব্যভরা সাদা পাতা মেলে ধরবো.......
কখনো যদি এসে দাঁড়াও আমাকে চমকে দেবার ছলে।

কী জানি আজ হঠাৎ মন ঘরে বাসা বেঁধেছে হুহু পাখি,
তোমাকেই ভেবে কেটে যায় সহস্র সেকেন্ড- আনমনা চোখ দূরে দৃষ্টি
খুব ইচ্ছে এখন তোমার মন হতে প্রেমের কিছু শব্দ এনে মনে মাখি...
এবেলা অভ্র তুমি আঁধার হও, গলে পড়ো চোখে,
হও আষাঢ়ের একফোঁটা বৃষ্টি।

২১/৭/২০১৯

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটা আপু।

২৫ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

২| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪২

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা,
মন খারাপ করা কবিতা লিখলেন ?
তারপরও বলবো খুব ভালো লেগেছে ।

২৫ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন আমার অলটাইম খারাপ থাকে। কপাল থেকে দুঃখ যাচ্ছেই না আপু

আপনাকে দেখে ভালো লাগলো
আল্লাহ আপনার পরিবারসহ সবাইকে ভালো রাখুন।
ফি আমানিল্লাহ

৩| ২২ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২২

ফেনা বলেছেন: আমি হারিয়ে যাইনি; দূরে থাকার চেষ্টা করি (কাজী ফাতেমা ছবির "=তুমি হারিয়ে গেলে....... সহসা=" প্রতি উত্তর)
কেমন আছেন আপু? আপনার লেখার মন্তব্যের জন্য একটা পোষ্ট দিয়ে দিলাম। আশা করি দেখবেন।

২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাইয়া। ইংশাআল্লাহ পড়বো। এত বিজি অফিসে থাকতে হয় প্রিয় ব্লগের দিকে ফিরে তাকানোর সময় পাচ্ছি না। হয়তো ব্যস্ততা শেষ হয়ে যাবে কিছুদিনের মাঝে।

ধন্যবাদ আপনাকে

৪| ২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪০

জগতারন বলেছেন:
অসাধারণ সুন্দর মনের কথা প্রিয়তমের প্রতি।
কবি কাজী হাতিমা, ছবি-এর প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।

(আশা করি এই কবির প্রেমিক ও প্রিয়তমার প্রতি
এমনই ভালোবাসা পূর্ণ আবেগ-মন বিদ্যমান)

২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইজান

৫| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

মোগল সম্রাট বলেছেন:

কবিতা লেখা খুব কঠিন কাজ। চেষ্টা করে দেখেছ এক আধবার। হয়না।

আপনি সুন্দর কবিতা লিখেছেন। ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশআল্লাহ চেষ্টা করলে হবে। আমিও সময় পাই না লিখার। তবুও হাবিজাবি লিখে রাখি ফেবুর খাতায়। যদি কখনো সময় পাই সবগুলো কারেকশন করবো।

ধন্যবাদ্ আপনাকে মূল্যায়নের জন্য। ভালো থাকুন

৬| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: রীতিমতো কাব্যে ফানুস উড়িয়েছেন আপু। পোস্টে লাইক।

২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অজস্র ধন্যবাদ ভাইয়া জি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:০১

নজসু বলেছেন:



খুব সুন্দর।

২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন পাশেই থাকুন

৮| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৬

জগতারন বলেছেন:
কবি কাজী হাতিমা, ছবি। (টাইপো)
হবে:
কবি কাজী ফাতিমা, ছবি।

আমার এ ভুল হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি।

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই ভাইজান
বুঝে নিয়েছি।
জাজাকাল্লাহ খইর

৯| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো।

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাটা খুব কষ্ট করে বলেছেন মনে হয় :(
ভালো থাকুন

১০| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৮:০৯

সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো, ছবি।

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন আপুন

১১| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: শিরোনামের ছBটা মারাত্মক সুন্দর! :)
বাঁকহীন, সোজা পথ, সে পথ ধরেই কে যেন হারিয়ে যাচ্ছে দূর থেকে দূরে, এক সময় কুয়াশা/মেঘের আড়ালে চলে যাবে। তখন আর তাকে দেখা যাবে না! সে অদেখা, অচেনা হয়ে যাবে। ছবিটার কোন সূত্র উল্লেখ নেই, সুতরাং ধরে নিচ্ছি এটা আপনার তোলা। তাই যদি হয়, ছবিটা কবে, কোথায় তুলেছিলেন?
আর কবিতার কথা কী বলবো! অত্যন্ত কোমল, মন-ছোঁয়া একটি কবিতা। এটা আমার পড়া আপনার একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা। প্রথম স্তবকটা পড়েই একটা লাইক দিয়ে এসে বাকিটা পড়েছি।
তবে, চতুর্থ স্তবকের শেষ লাইনটিতে "তোমার অলক্ষ্যেই তোমার মন পড়ে নেই ফের যতন" - কি কোন শব্দ বাদ পড়ে গেছে? আমার তো মনে হচ্ছে আপনি "ফের যতন" এর জায়গায় "ফের যতন করে" অথবা "ফের সযতনে" লিখতে চেয়েছিলেন।
"একদিন সহসা দৃষ্টি ফেরাতে দেখি তুমি আর নেই" - হায় হায়, কি সমস্যা! তবে সে আর নেই বলেই তো এ কবিতা এসেছে! :)
"কী জানি আজ হঠাৎ মন ঘরে বাসা বেঁধেছে হুহু পাখি" - খুব সুন্দর একটি অভিব্যক্তি প্রকাশ পেয়েছে কবিতার এ চরণটিতে।

ভালোবাসার কবিতা পড়তে ভালো লাগে। তাই এ ভালোবাসার কবিতাটিতে সপ্তম প্লাস রেখে গেলাম।



২৭ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিটি নেটের। ছবির গায়ে লিখা আছে ভাইয়া। পিন্টারেস্ট থেকে নিয়েছি।

লিখেছি ঠিকই কিন্তু নেই লিখেছিলাম হবে নিই

তোমার মনটা যতন করে আবার পড়ি তোমার অজান্তে

তখন কী কারণে এই কবিতা লিখেছিলাম কে জানে। কল্পনায় কত শত শব্দ হাহাহা

থ্যাঙকিউ সো মাচ ভাইয়া জি । কবিতা পড়ে এত সুন্দর মন্তব্য আপনি আর আলী ভাই দিয়ে থাকেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ভালো থাকুন সবাইকে নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.