নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফুরিয়ে যাওয়া জীবনে কত খুটিনাটি ইচ্ছে=

২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৯



©কাজী ফাতেমা ছবি
ফুরিয়ে যাওয়া জীবনজুড়ে কত ইচ্ছের লুটোপুটি,
ঝুটঝামেলার জীবনে রোজই ইচ্ছেদের দিতে হয় ছুটি,
আমি তো টোপা পানার মত ভাসতে চাই জলের উপর,
আমি মাথায় পরতে চাই রোজ বৃষ্টির টোপর।

খেয়ালীপনায় কাটাতে চাই আজ অথবা কাল
আজ’ও আসে না, না আসে কাল
ব্যস্ততার সাথে আর মিলে না তাল;
হন্যে হয়ে রোজ অবসর খুঁজি,
দিন ফুরিয়ে রাত, স্বপ্ন ছুঁতে বালিশে মাথা গুঁজি।

আমি তো ভোরের শিউলীর ঘ্রাণ নিতে চাই নাকে,
ভেজা ঘাসে পা রেখে একাকি
কিছু মুগ্ধতা জমাতে চাই মনের তাকে,
আমি তো দূর্বাঘাসে পা রেখে হাঁটতে চাই অনন্ত পথ,
নিতে পারি না আর হুটহাট চলে যাওয়ার শপথ।

আমি কেন এত ব্যস্ততা ধরতে সময়ের সিঁড়ি বাইবো
আমি তো চাই ফুরফুরে সময়,
আমি আপন মনে গান গাইবো
হয় না কিছুই, আমি গেলাম বুঝি ফেঁসে এই,
মাঝে মাঝে হারিয়ে ফেলি জীবনের খেই।

আমি চেয়েছি স্বচ্ছ জল দীঘিতে হাঁসের মত কাটতে সাঁতার
আমি কেন তাকালেই দেখি নিথুয়া পাথার,
আমি নজরুলের কবিতার সুর বাজাতে চেয়েছিলাম মনে,
আমি হুমায়ূনের গল্পে মন ডুবিয়ে কাঁপতে চেয়েছি সুখ শিহরণে।

আমার ঘাড়ে কেন এত পেরেশানি আসলো হেঁটে,
পাচ্ছি না সুখের কূল এই জীবন ঘেঁটে,
আমার কেন এত ব্যস্ততা,
আমি তো লিখতে চাই কবিতার ছন্দ
জীবন সহসা বাঁধিয়ে দিল একি দ্বন্দ্ব।
(২৯-০৮-২০২২)

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৯

জুন বলেছেন: কি দ্বন্দ্ব কাজী ফাতেমা! এত সুন্দর কবিতার শেষ লাইনে এসে আমিও দ্বন্দে পড়ে গেলাম যে। যাই হোক প্লাস তো দেই আগে তারপর উত্তর :)

২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু ব্যস্ততার দ্বন্দ্ব। ২০২২ থেকে এই পর্যন্ত অফিসে বাসায় কোথাও শান্তি পাচ্ছি না। এত ব্যস্ততা কেরে কেরে কেরে। ইন্ডিয়া গেলাম। ভাবছিলাম সেখানকার ছবি টবি পোস্ট দিমু কিন্তু মনে হয় আর পারবোই না। ব্যস্ততা এত বেড়েছে যে ইচ্ছেমতন কোথাও যেতে পারি না আর :(

২| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩

রানার ব্লগ বলেছেন: জীবন উপভোগ করুন । এমন কথা উপদেশ মনে হলেও এটাই সত্য । ক্লান্তী আসবেই ওকে তেমন পাত্তা দেবেন না ।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যামনে ভাই ক্যামনে :(

সারাদিন অফিস করে বাসায় কাজ কাম করে ঘুমানো ছাড়া আর কী। একবার ছুটি কাটাইলে অফিসও ছুটি দিতে চায় না।

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৩| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৫

বাকপ্রবাস বলেছেন: দ্বন্দ সব মাড়িযে নীল আকাশ ছাড়িয়ে ছেয়ে যাক ছন্দ
কেটে যাক ফাতেমাপুর সকল দ্বিধা দ্বন্দ

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় আমাকে সময় দিলে আমি সব চেয়ে সুখী উচ্ছাস উচ্ছলতায় থাকবো ইংশাআল্লাহ।

থ্যাংকিউ সো মাচ

৪| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক অনেক

৫| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৯

ফেনা বলেছেন: অসাধারণ হয়েছে। অনেক অনেক ভাল লাগা রইল। আর আপনার এই কবিতার প্রতি উত্তর রেডি হচ্ছে। :D

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার উত্তর ভালো লেগেছে আলহামদুলিল্লাহ
ভালো থাকুন

৬| ২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৬

নজসু বলেছেন:



❤❤

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ইচ্ছেগুলো সুন্দর , দস্যি বেড়ালছানার মত ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। কী সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সবাইকে নিয়ে

৮| ২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৭

শাওন আহমাদ বলেছেন: মন তো কতকিছুই চায়, সব কি আর করা হয়ে ঊঠে বা করা যায়? ইচ্ছে গুলো দারুণ ছিলো। আমারও অনেক অদ্ভুত অদ্ভুত ইচ্ছে জাগে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মনের ইচ্ছেগুলো গোপনই থাকে। অনেক সময় তো সময়ই পাওয়া মুস্কিল

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:০৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




কিসের এতো ব্যস্ততা-
লিখে যান মনের যতো কথা।
দ্বন্দ্ব সব দিন ছুঁড়ে ফেলে,
ইচ্ছে মেটান মন-প্রান ঢেলে। ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাইয়া অনেক ব্যস্ততা। ইচ্ছে করলেও সময় দিয়ে কুলাতে পারি না। ভাবছিলাম কাজ কিছু কমবে। এখনো আশার আলো দেখতেছি না। আল্লাহ ভরসা

দোয়া করবেন

জাজাকাল্লাহ খইর ভালো থাকুন

১০| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৬

শাম্মী আক্তার বলেছেন: দারুণ

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু

১১| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫২

ফেনা বলেছেন: Click This Link

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ফেনা ভাইয়া
ভালো থাকুন

১২| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: এটা সত্য যে প্রতিদিনই আমাদের জীবন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। তবুও, আপনার কবিতায় "ফুরিয়ে যাওয়া জীবন" কথাটা পড়েই মনটা যেন কেমন করে উঠলো!
কবিতার মূল প্রতিপাদ্য বিষয়, নানাবিধ ব্যস্ততার কারণে জীবনকে খুঁজে না পাওয়া, জীবনের ছোট ছোট নির্দোষ ইচ্ছেগুলো পূরণ না হওয়ার দুঃখবোধ। এটা বেশ ভালোভাবেই আপনি কবিতায় ফুটিয়ে তুলতে পেরেছেন।
কিছু কিছু বাক্য বা বাক্যাংশ পাঠককে স্পর্শ করে, যেমনঃ
স্বপ্ন ছুঁতে বালিশে মাথা গুঁজি, আমি কেন তাকালেই দেখি নিধুয়া পাথার, জীবন সহসা বাঁধিয়ে দিল একি দ্বন্দ্ব, ইত্যাদি।
কবিতায় দশম প্লাস। + +
Enjoy this blessed life, in peace!

টোপা পানা মানে কী? কচুরীপানা?

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: টোপাপানা এগুলো। ক্লিক করে দেখতে পারেন ভাইয়া জি।

এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ভাইয়া

লিংকে ক্লিক করে দেখবেন প্লিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.