নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
সময়ের কারণে ছবি দেয়া হয় না। তাড়াহুড়া করে কিছু ছবি আজ পোস্ট দিলাম। আশা করি ভালো লাগলো
রাজীব ভাইয়া আমার ছবির ফ্রেমিং ঠিক করবো না, কইয়া লাভ নাই হাহাহাহাহও
==========================
০১। হলুদ তারার ফুল, কয়দিন রে তোর আয়ূ?
সুন্দর বিলিয়ে কী তুই যাবি হারিয়ে,
মিশে যাবি ধুলোয়, মাটি হবি তুই?
জানিস, তোর মত আমিও যে হবো একদিন মাটি।
০২। হলুদ গাদার পাপড়িতে লিখে রাখি রাজ্যের মুগ্ধতা,
গাদার সবুজ পাতায় লিখে রাখি চিরসবুজ মনের গল্প;
টকটকে হলুদ ফুলে জল ছিটিয়ে সজীব করি ক্ষণ
আহা মুগ্ধতাগুলো ধুলায় খায় গড়াগড়ি, কে বা দেখে চেয়ে।
০৩। মিহি গোলাপী জবায় তুলে দিলাম আমার স্নিগ্ধ মন,
জবা ফুটে ফুটে গোলাপী আলোআয় ভরে উঠুক মন উঠোথন,
মনের শাখে ফুটুক গোলাপী রঙ জবা,
সবুজ পাতার মাঝখানে কিছু মুগ্ধতা পাক আজ শোভা।
০৪। কিছু কথা যেন ক্যাককটাসের কাঁটার মতন,
কেউ কেউ কিছু বিষ কথা ঠোঁটে সাজায় যতন,
কিছু কথা যেন খেঁজুর গাছের কাঁটা,
কিছু কথা হঠাৎ ধেয়ে আসা আসমানের ঠাটা।
০৫। =ভালোবাসি প্রকৃতির এই রঙবাহার=
চারিদিকে পাখিদের কুজন, সুর কলরব
হাঁসের সাঁতার কাটা পুকুরের জল,
পুকুর ঘেরা সবুজ বৃক্ষরাজি
আহা এমন পরিবেশ শান্তির বার্তা উড়ে শূন্যে।
০৬। =ফুল ভাসিয়ে দিলাম জলে=
ফুল ভাসিয়ে দিলাম বন্ধু, স্বচ্ছ নদীর জলে
ঠিক বিকেলে নদীর ঘাটে এসো তুমি চলে
ঘাটে বসো নিয়ো তুলে, রঙ্গন ফুলের থোকা,
নজর দিয়ো পাপড়ি দেখো, ওরে বন্ধু বোকা!
০৭। ==মন করতে চাই পুতঃ পবিত্র সাদা ফুলের মত=
শুভ্র ফুলের মতই মন করে নিতে চাই পবিত্র,
মন্দ লোকেদের দূরে রেখে ভালোদের করতে চাই মিত্র,
যত মন্দ ভাবনা মনে সর্বদা কু কু সুরে ডাকে,
সব হাওয়ায় উড়িয়ে কেবল সু ভাবনাদের বসাতে চাই মন শাখে।
০৮। =মনে পড়ে যায় শৈশব=
মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো, যেখানে আমার শৈশব
যেখানে রোজ বিকেলে ফুলকুঁড়িদের উৎসব,
যেখানে কচুরীপানা ফুলে সাজানো হতো খেলাঘর,
সেই সেই দিনগুলো...... হেসে খেলে কাটতো উজাগর।
০৯। =গোলাপ নেবে কি?
গোলাপ নেবে, খাবে না কাঁটার আঘাত, এ কেমন করে হয়,
বিনাশ্রমে যদি প্রাপ্তির ঝুলিটা এমনিতে ভরে রয়
তাতে কী সুখ, সুখ কী তাতে যাও না বলে
যদি না আসে পরিপূর্ণ তৃপ্তি, সকল সুখই যে যায় জলে।
১০। তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ি ডানা মেলে সুখগুলো ফুটে আছে,
দেখলে না সুখ আমার, বুঝলে শুধু ফুল!
১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া
২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবি গুলো সব সময়ই সুন্দর হয়+++
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া
ভালো থাকুন
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন: সুন্দর।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
খায়রুল আহসান বলেছেন: আমার দেখা মতে আপনি এবং মরুভূমির জলদস্যু এ ব্লগের অন্যতম শ্রেষ্ঠ ফটোগ্রাফার।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
প্রামানিক বলেছেন: আমাদের ফুলের রানী চলে গেল এখন আছে ছবির রানী ব্লগের মধ্য মনি
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
নজসু বলেছেন:
মাশায়াল্লাহ প্রিয় আপা।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
করুণাধারা বলেছেন: প্রতিটা ছবিই খুব সুন্দর। সবগুলো ভালো লেগেছে। তবে গাছপালায় ঘেরা পুকুরের ছবিটা মনে শান্তির ছোঁয়া এনে দেয়।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
সামরিন হক বলেছেন: ছবিগুলো দারুন।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সামরিন আপু
ভালো থাকুন অনেক অনেক
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯
কামাল১৮ বলেছেন: কচুরী ফুলটা সতেজ হলে আরো ভালো লাগতো।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ফুলটা মাটিতে ছিল । নদী শুকোনোর পর গাছটি তখন বালিচরে
ধন্যবাদ আপনাকে
১০| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: তো!!!
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: তো কিছু না ভাইয়া
এই তো
থ্যংকিউ সো মাচ
১১| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫১
সামিয়া বলেছেন: অনেক সুন্দর পোস্ট,
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভালো থাকো
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৪৪
মিরোরডডল বলেছেন:
চারিদিকে পাখিদের কুজন, সুর কলরব
হাঁসের সাঁতার কাটা পুকুরের জল,
পুকুর ঘেরা সবুজ বৃক্ষরাজি
ছবিটা দেখে মনে হচ্ছে পৃথিবীর সকল শান্তি এখানে।
এরকম ছবি দেখলে চোখেও আরাম লাগে ছবিপু।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু গ্রামে আসলেই অন্য রকম শান্তি লাগে। যদিও কারেন্ট অনেক ডিস্টার্ব করে।
অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
প্রকৃতি ও ফুল নিয়ে গড়া ব্লগে থাকা সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
অনেক দিনের সাধনার ফসল কাটার বুকে ফোটা ক্যাকটাস ফুলের
ছবি একটা রেখে গেলাম শুভেচ্ছা স্বরূপ ।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর ফুল। আমি যে ক্যাকটাসের ছবি দিলাম এটাতে ফুল ফুটতে দেখিনি
ফুটে নাকি?
ধন্যবাদ আপনাকে
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০২
সোহানী বলেছেন: ভালো লাগলো।
আলী ভাইয়ের ক্যকটাস ফুল কি উনার নিজের???? অপূর্ব।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম। নট এক্সট্রা অডিনারী।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অডিনারি কিতা
আইচ্ছা
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
ঢাবিয়ান বলেছেন: সুন্দর সব ছবি
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ঢাবিয়ান ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫
বাকপ্রবাস বলেছেন: আহা মনে ভরে গেল