নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ব্লগে তেরো বছর আর কৃতজ্ঞতা পোস্ট=

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪



দেখতে দেখতে এই প্রাণ প্রিয় ব্লগে আমার তেরো বছর এক মাস হয়ে গেল। ব্যস্ততার কারণে কোন দিক দিয়া তেরো বছর হইছে দেখলামই না । আজকে চোখ বুলিয়ে দেখি তেরো বছর তো হইছে লগে এক মাসও যোগ হইছে। যাই হোক, এই ব্লগে আমার পাঠক যদিও কম, কম থাকুক সমস্যা নাই...... যে কয়জন আমার পোস্ট পড়েন আমাকে কিছুটা মূল্যায়ন করেন তাদেরকে প্রাণঢালা ভালোবাসা আর শুভেচ্ছা। জীবনে এর চেয়ে বেশী কিছু লাগে না। যারা আমাকে দেখতারেন না তাদেরকেও অন্তস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা ও দোয়া রইলো। এই বছরটা আমার খুবই ব্যস্ত গিয়েছে। আমি মূলত ব্লগিং টা অফিসের পিসিতে বসেই করি। কারণ চাকুরীজীব মানুষ বাসায় গেলে আর সময় পাওয়া যায় না। মোবাইলে ব্লগিং এ আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। পিসিতে বসেই ভালো লাগে ব্লগিং করতে।

ব্লগটা নানা ক্যাচাল এর মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে আসি না যে তা না, রোজই অফিসে অন করে রাখি, দুই একবার উঁকিঝুঁকি দেই আর কমেন্ট পারলে করি। পোস্টও হাতে গোনা কয়েকটা দিই। ক্যাচাল ভেজালের মধ্যে আমি নাই। আর আমার মাথার ব্রেণ এত ভালা না। কে কী বলে মোটেই বুঝি না। কোন এঙ্গেলে কেনোই বা কমেন্টে একজন আরেকজনের বিরুদ্ধে কিছু কথা বলে, পড়ে কিছুই বুঝি না।

এই ব্লগে সাইন আপ করার পর কত ব্লগই দেখলাম। এই ব্লগ ছাড়া সব ব্লগই বন্ধ হয়ে গিয়েছে। ফোরাম ছিল দুই তিনটা । শেষ পর্যন্ত প্রজন্ম ফোরামও বন্ধ । আর এদিকে শব্দনীড় ব্লগটিও বন্ধ হয়ে গিয়েছে। আজাদ ভাই অনেক চেষ্টা করেছিলেন বাঁচাতে পারেননি। শব্দনীড়ের জন্য কষ্ট হয়। শব্দনীড় ব্লগ হতে আমি পুরুস্কার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। স্মৃতির পাতায় অম্লান থাকবে শব্দনীড়।



কত কত স্মৃতি, কত কত গল্প মনে জমা। এখানে লিখবো রোজই ভাবি। লিখা আর হয় না। আরেকটা কথা এই পোস্টের মাধ্যমে আমি খায়রুল আহসান ভাইয়াকে কৃতজ্ঞতা জানাই। খায়রুল ভাইয়ার কথা আজীবন মনে থাকবে। দুই তিন মাস আগে আমার আব্বা সিএমএইচে ভর্তি ছিলেন। আব্বার হার্নিয়া অপারেশন হয়েছে। সেই সময় খায়রুল ভাইয়া ম্যাসেঞ্জারে নক দিয়ে আব্বার ক্যাবিনের ঠিকানা নিয়েছিলেন।

ভাবতেই পারিনি ভাইয়া আব্বার সাথে দেখা করবেন গিয়ে। আহসান ভাইয়া তিনবার গিয়েছিলেন আব্বার সাথে দেখা করতে। আব্বার কাছে যখন গেলাম দেখি আব্বা উনার বই পড়তেছেন। আমি বল্লাম আব্বা এই বই পাইলেন কই। তখন আব্বা আহসান ভাইয়ার কথা বললেন। আব্বাকে জড়িয়ে ধরেছেন। আব্বা যে কী খুশি। আর আব্বার কাছে আমার সুনাম করেছেন। আব্বা তো সুখে কেঁদে দিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে ভাইয়া। আব্বার খুশি দেখে আমার বুকটা গর্বে ফুলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আব্বা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এতদিন ধরে ভাবছিলাম কৃতজ্ঞতা পোস্টটা দেব। সময় হয়ে উঠেনি। তেরো বছর ফূর্তিতে আজ এই পোস্টটি খায়রুল আহসান ভাইয়াকে উৎসর্গ করলাম।



বছর চলে যাচ্ছে। দুইটা বছর আমার তেমন ভালো কাটে নি। বড়ই ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। পেরেশানির ব্যস্ততা ভালো লাগে না। নিজের জন্য সময় বের করতে পারি না। আগামী বছর যেন ভালো যায় দিনগুলো দোয়া করবেন সবাই। আমিও দোয়া করি সবার দিনগুলো যেন ভালো এবং সুখেই কাটে।




মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: অভিনন্দন!!!

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

মিরোরডডল বলেছেন:




অভিনন্দন ছবিপু।
পোষ্ট উৎসর্গ পারফেক্ট হয়েছে।

আমি তোমার ছবি ব্লগের একজন ভক্ত।
ছবিপু, তুমি হচ্ছ ব্লগে দেখা সবচেয়ে সহজ সরল মানুষ।
তোমার জন্য উইশ থাকবে সবসময় এরকম থেকো।


২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার জন্য এতটুকুনই পাওয়া । কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো এই সহজ সরল সুন্দর উক্তির জন্য।
ভালো রাখুন আল্লাহ্ তোমাকে।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ভালো।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত নিরামিষ ভাবে বলেন কেন। রসকস নাই? মন্তব্য করার জন্য করা। কোন আন্তরিকতা নাই কেন রে ভাই। আমি তো আপনার সহ ব্লগার হুহ

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: হগলডি আমনেরে দেখতারে, ছবি দিলে দেখতারে, না দিলে পড়তারে, আমনের আমরা হগলডি ভালা পাই

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
কৃতজ্ঞতা জানাই
ফি আমানিল্লাহ

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

স্প্যানকড বলেছেন: অফিসের বস জানে ? আপনি কবিতার অঞ্চল নামে আরেক জায়গায় লেখেন। ঠিক কি না? হা হা হা :) যতদিন শ্বাস আছে ততদিন থাকুন আমাদের সনে। এই দোয়া করছি। ভালো থাকবেন সব সময় :)

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বস জানে না। জানালে বিপদ। বেশী কাজ ধরায়ে দিবে হাতে হাহাহা

হ্যাঁ কবিতাঞ্চলে কয়েকটা লিখা দিয়েছিলাম । কবিতার আসর নামে অনলাইন প্লাটফর্মেও লিখা দিতাম আগে
এখনো কোথাও কিছু করার সময় নাই

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সঙ্গেই থাকুন

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

নীলসাধু বলেছেন: অনেক দিন হয়ে গেলো ব্লগে। আপনি অনেক সময় দিয়েছেন ব্লগে।
আজাদ ভাই একা সে ব্লগ রক্ষার চেষ্টা করে গেছেন, উনার পাশে কেউ ছিল না তাই পারেনি। আমরাও ঘুড়ি ব্লগ রাখতে পারিনি। হারিয়ে গেছে মুক্তব্লগ, ডাংগুলি ব্লগ, একুশে ব্লগ। আরো বহু ব্লগ। যাইহোক আপনি হারাননি এটাই জরুরী খবর।

বাংলাদেশে ব্লগারদের নিয়ে প্রথম ফোরামের কনভেনর ছিলাম আমি। তারপর নানা কিছু হলো। আমি সরে এলাম। এর পর আরো একটা কমিটি করে এক বছর টিকেছিল, কিন্তু কাজ হয়নি, সে নেটওয়ার্ক কাজ করতে পারেনি।
নানা স্মৃতি।

ভাল থাকবেন। শুভকামনা।

(আপা ২০১৯ ব্লগ ডে র ছবির এল্বাম হারিয়ে গেছে আমার। আমি অনেক খুঁজেও পাইনি। আপনার কাছে সেই আয়োজনের ছবি আছে। মেইল করতে পারলে ভালো হয়। আমার ইমেইল আইডি [email protected])

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থাকতে চাই প্রিয় ব্লগারদের সাথে অনন্তকাল। প্রথম আলো ব্লগের জন্য মন পুড়ে মাঝে মাঝে। এই ব্লগের মতই অইখানেও ছিল জমজমাট আড্ডার আসর। কত ব্লগারদের হারিয়ে ফেলেছি।

প্রথম আলো আর শব্দনীড় ব্লগের জন্য বেশ খারাপ লাগে।

ছবিগুলো গুগল ড্রাইভে দিয়েছিলাম। খুঁজে বের করে দেব ইংশআল্লহ
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় ব্লগার আপনার বিচরণে ব্লগ আবর ও সমৃদ্ধ হয় যেন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন
পাশেই থাকুন

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

করুণাধারা বলেছেন: অভিনন্দন আর শুভকামনা।

ব্লগার খায়রুল আহসানের সহৃদয়তার কাহিনী মন ছুঁয়ে গেল। আপনার আব্বার জন্য দোয়া করি, সুস্থ থাকুন উনি।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর
কিছু কিছু মানুষ আছে উনারা মানুষের মনে বসবাস করেন আলহামদুলিল্লাহ
খায়রুল ভাইয়া তেমনি একজন গুনি মানুষ।

ভালো থাকুন আপু

১০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

ডার্ক ম্যান বলেছেন: শুভ কামনা।
ইনশাআল্লাহ ২০৩০ সালের দিকে একটা কমিউনিটি ব্লগ চালুর চেষ্টা করবো। ২/৩ বছর চালিয়ে নিতে পারলে এরকম প্লাটফর্ম থেকে আয় করা কঠিন হবে না।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরও আগেই করেন। তখন তো বুড়া হই যাইমু।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

পবন সরকার বলেছেন: পুরানো ব্লগাররা এখনো ব্লগে বহাল আছে এটা জেনেই মনটায় শ্রোদ্ধা এসে যায়।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছি আমরা অনেকেই। কেউ কেউ অভিমান করে চলে গেছেন। আমি কখনো অভিমান করবো না ইংশাআল্লহ

পাশে থাকবেন। আমিও থাকবো
ভালো থাকুন থ্যাংকিউ সো মাচ

১২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৯

আরোগ্য বলেছেন: অনেক অভিনন্দন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

শেরজা তপন বলেছেন: খায়রুল আহসান ভাই এর মত মহৎ হৃদয়ের মানুষ বড়ই বিরল। আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হবার পরে কয়েক বছর তিনি ব্লগে তাঁর খোঁজ খবর নিয়েছেন!
অভিনন্দন আপনাকে।
জুনাপু তের কে ভীষন ভয় পান। উনি তাঁর তের বছর পুর্তির খবর ভয়ে জানন নি :)

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভালো মানুষদের অনেক ভালো রাখুন। আমি কোন সংখ্যাকেই আল্লাহর রহমতে ভয় পাই না। তবে আমার জীবনে ৭ আর ৮ বেশী গুরুত্ব বহন করে কেন জানি

এই দুই সংখ্যা আমার প্রিয়

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ভাইয়া জি

১৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক ঘটনা।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস । থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

১৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

মোগল সম্রাট বলেছেন:


অভিনন্দন জানাইলাম।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচও জানাইলাম
ভালো থাকুন পাশেই থাকুন
আজকে আপনার ভূতের গল্প পড়ছি কিন্তু

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

জুন বলেছেন: ১৩ বছর পুর্তির অভিনন্দন কাজী ফাতেমা। সুন্দর সুন্দর কবিতায় ব্লগের পাতা ভরিয়ে তুলবেন সেই প্রত্যাশা রইলো :)
আমিও ১৪ র দিকে পা ফেলতে যাচ্ছি।


শেরজা ঠিকই বলেছেন খায়রুল আহসান একজন অত্যন্ত মানব দরদী মানুষ যা তার লেখার প্রতিটি ছত্রে ফুটে উঠে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অগ্রিম অভিনন্দন। জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক।

ফুলের শুভেচ্ছা গ্রহণ করলাম।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

নূর আলম হিরণ বলেছেন: অভিনন্দন আপনাকে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ হিরণ ভাইয়া
ভালো থাকুন

১৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

কামাল১৮ বলেছেন: তারাতারি পার করুন তেরো।সংখ্যা তত্ত্বে তেরো কুফা।যদিও আমি মানি না।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তত্ত্ব আমিও মানি না। কুফা বলতে কিছু নেই।

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৫

কাছের-মানুষ বলেছেন: দীর্ঘ সময় ব্লগে অতিবাহিত হবার জন্য অভিনন্দন। লম্বা সময় ধরে ব্লগে টিকে টাকা সহজ নয় একই ভাবে! এর মাঝে অনেকে হারিয়ে গেছে বা আগ্রহ হারিয়ে ফেলেছে, আপনি টিকে আছেন, এটা বিশাল ব্যাপার।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন।

টিকে থাকবো বলে আশা রাখছি

হ্যাঁ হারিয়ে গিয়েছেন তা না । সবাই ফেসবুকে আছেন এখানে আসেন না দুঃখজনক।

২০| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

অপু তানভীর বলেছেন: একটা ব্লগ চালানো বড় হ্যাপার ব্যাপার । তার উপরে বিশাল খরচের ব্যাপার । যদি ব্লগ থেকে পর্যাপ্ত আয় না হয় তাহলে সেটা সেটা চালিয়ে রাখা বড় কঠিন একটা কাজ । আমি মাঝে মাঝে ভেবে অবাক হই সামু এখনও টিকে কিভাবে আছএ !

আমার কাছে অবশ্য ব্যস্ততা ভাল লাগে না । ব্যস্ততা না থাকলে মাথার ভেতরে নানান বেহুদা চিন্তা আসে । ক্যাচালের যে কথা বললেন, ক্যাচাল আসলে তারাই করে যাদের হাতে কোন কাজ কর্ম থাকে না ।

দীর্ঘ সময় ধরে আছেন । আপনি আপনার পরপরই ব্লগে একাউন্ট খুলেছিলাম ।
তের বছর পূর্তিতে অভিনন্দন !

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । শব্দনীড় হারানোর পর বিষয়টি উপলব্ধি করতে পারছি। আজাদ ভাই অনেক চেষ্টা করেছেন। আমিও পারিনি হেল্প করতে । মনে হলে কষ্ট লাগে। শব্দনীড় থেকে অনেক পেয়েছি। প্রথম আলোর কথাও ভুলতে পারি না।

এত ব্যস্ততা ভালো লাগে না। ব্যস্ততা ভালো কিন্তু একেবারেই সময় পেতাম না। এখন ক্লোজিং মাস চলতেছে বিধায় এখানে আসতে পারছি। আমি এই ডিপার্টমেন্ট থেকে বদলী নিয়েছি। দেখি ভবিষ্যতে কী হয়। দোয়া করবেন।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সবাইকে নিয়ে

২১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: ব্লগে তের বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
আপনি এই ব্লগের এক আনমনে পথ চলা পথিক। কে কোথায় কী বলছে বা কী নিয়ে আলোচনা করছে সেদিকে আপনার ভ্রূক্ষেপ নেই। চলতি পথে দেখা দৃশ্যগুলো আপনি সযতনে আপনার ক্যামেরায় তুলে এনে আমাদের সাথে শেয়ার করেন, সেই সাথে আবার কোমল অনুভূতির মিশেল ঘটিয়ে অনুপম কাব্য রচনা করেও আমাদের মনে নতুন নতুন ভাবনার উপকরণ যুগিয়ে যান। আপনার মন-কথনিকা সিরিজটি চোখ ও মন, উভয়ের জন্য মনোরম হয়ে থাকে।

প্রশংসা কার না ভালো লাগে? কিন্তু আপনি এত উদারভাবে আমার প্রশংসা করে গেলেন, আমি ঠিক কিভাবে তা যথাযথভাবে একনলেজ করবো, তা ভেবে পাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আপনার আব্বা একজন প্রবীণ মানুষ। সর্বোপরি তিনি একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা। নিজের বা পরিবারের কথা চিন্তা না করে তিনি অকুতোভয়ে যোগ দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে। আমি জানি, যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন, তারা সবাই এখন বয়সে প্রবীণ। অনেকেই চলৎশক্তিহীন। তারা আপন বুকে মুক্তিযুদ্ধের অনেক অব্যক্ত গল্প বয়ে বেড়াচ্ছেন, কিন্তু তাদের কথা শোনার মত মানুষ পাওয়া যায় না, কারণ সকলেই ব্যস্ত পার্থিব জীবনের জীবিকা অন্বেষণে। আমি শুধু কিছুটা সময় তাকে দিয়েছি তার কথা শোনার জন্য। তার সাথে কথা বলে বুঝেছি, তার বুকেও অনেক গল্প জমা আছে। আমি হাসপাতালে গেলে পরিচিত অপরিচিত রোগীদের সাথে, বিশেষ করে বয়স্কদের সাথে কথা বলার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখি। ইচ্ছে আছে সেসব স্মৃতি নিয়ে কিছু লেখার, কিন্তু সময় বড় বালাই!

শল্য চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন জেনে প্রীত হলাম। ওনার অপারেশনের সময়টাতে কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আর দেখা করতে পারিনি। তাকে আমার আন্তরিক শুভকামনা পৌঁছে দেবেন।

পোস্টটি প্রিয় তে তুলে রাখলাম। কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রাখলেন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আপনার এই আন্তরিকতা কখনো ভুলব না। আব্বা আমাকে পেলেই এখন আপনার কথা জিজ্ঞেস করবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

আব্বার কাছে বসলে যুদ্ধের কথা আগেকার দিনের গল্প শুনতে পারি। কিন্তু আমাদের সময় হয় না আব্বার কাছে বসার। জীবন বড় কঠিন হয়ে গেছে।
দোয়া করবেন আমাদের জন্য।
ভালো থাকুন স্বপরিবারে দোয়া করি।

২২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: অভিনন্দন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো রাজীব ভাইয়া
মনটা খুশি হয়ে গেল। সব সময় মন খুলে মন্তব্য করবেন। আমার সম্পর্কে আপনি খারাপ ধারণা পুষেন হয়তো । জানি না আমার জন্য আপনার মনে কী আছে। আমি আমার সহব্লগারদের ভালোবাসি। তাদের মঙ্গল কামনাকরি
ভালো থাকুন। আপনার মেয়েদেরকে ভালোবাসা দিলাম

২৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



১৩ বছর পূর্তিতে আপনার পোস্টে ১৩ নং লাইক। আপনার ক্যামেরা ও সেলফোনের অবস্থা কেমন? ছবি পোস্ট তেমন আর পাই না। একদিন এসে সব নিয়ে যাবো। দেখি এইগুলো দিয়ে কটকটি সনপাপড়ি কিছু খাওয়া যায় কিনা? না পেলে, সের দরে বিক্রি করে দিবো লোহা লক্করের দোকানে।

আমিও আছি আপনার আসে পাশেই। ১৩ বছরের অভিনন্দন রইলো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া কী আর বলবো এতই ব্যস্ততাতে আছি। পোস্ট দিতে পারি না কমেন্ট করতে পারি না। আবার অফিসে দেখা যায় পিসিতে সব কিছু বন্ধ করে রাখছে আইটি। মুঠোফোনে তো ব্লগ করতে পারি না । নানান যন্ত্রণা। ছবিগুলো পিসিতে ঢুকানো যায় না।

এখন ক্লোজিং মাস চলতেছে বিধায় একটু অবসর পেয়ে এই পোস্ট দিলাম।

ডিভাইসগুলো পড়ে আছে অযত্নে

ধনবাদ আপনাকে অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

সামরিন হক বলেছেন: অভিনন্দন আপনাকে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সামরিন আপু
ভালো থাকুন পাশেই থাকুন

২৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: লাকী ১৩ (থারটিন) আপা।
অভিনন্দন!

আপনাকে নিয়ে আমার অনেক লেখার আছে।
সবই বাকির খাতায়, সময় পেলে লিখবো কোনোদিন।

আপনাকে অনেক ভালবাসি।
ভাল থাকুন সবসময়।

শুভকামনা।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আমি লাকি থারটিন। কেন যে মানুষ বলে এই নম্বর আনলাকি। এসব কুসংস্কার আসলে

ভাইয়া কী বলবো বুঝতে পারছি না। এই মূল্যায়নের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকেও ভালোবাসি ভাইয়া
আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুন।

অপেক্ষায় থাকলাম।

২৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৪

মোগল সম্রাট বলেছেন:


খাইছে আমারে। আমি তো এইডা খিয়াল করি নাই । ;) আামারো তো তেরো বচ্ছর এক মাস হইসে। তাইলে আন লাকী থার্টিনের বচ্ছর যা লেখমু ফ্লপ খাইবো সব। :(

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ আমি আর আপনে দেহি একসাথেই সাইনআপ করছিলাম। সমস্যা নাই । আনলাকি বলতে কিছু নাই
কুসঙস্কার
শুভকামনা রইলো

২৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুধু আপনার জন্য থারটিন এখন আর আনলাকি নয় বরং লাকি। অভিনন্দন আপনাকে । আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের বন্ধন আরও সমৃদ্ধ হোক। হোক আজীবনের।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর দেয়া সব দিন সব তারিখ নিয়ামতে ভরা। কোন আনলাকি নয়

জাজাকাল্লহ খইর ভালো থাকুন হাফেজ ভাইয়া

২৮| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,





ব্লগে তের বছর পূর্তির ব্লগীয় অভিনন্দন।
গত দু'টো বছর নাকি খারাপ গেছে, এবারে সামনের বছরগুলি যেন আপনার ফুলের পোস্টের ছবির মতোই সৌরভময় হয়ে ওঠে।

সহ-ব্লগার "খায়রুল আহসান" নিঃসন্দেহে একজন হিতৈষী মনের মানুষ। একটা খোলা মাঠের মতো উদার তার মন। সৃণ্টিকর্তা তাকে যেন এমন করেই রাখেন সারাটা জীবন।
শুভেচ্ছান্তে।



৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জি এস ভাইয়া। ব্লগ হয়ে উঠুক সবার জন্য আনন্দময়

খায়রুল ভাইয়া নিরন্তর শ্রদ্ধাজানাই। ভালো থাকুন

২৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: @মিরোরডডল, শেরজা তপন, জুন, এবং আহমেদ জী এস,
আমার প্রসঙ্গ উল্লেখ করে সদয় মন্তব্য রেখে যাবার জন্য লেখকসহ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাইকেই কৃতজ্ঞতা জানাই।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪

সামিয়া বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা রইলো আপু

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু ভালো থাকুন

৩১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামু ব্লগে তের বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন ,শুভেচ্ছা
এবং আন্তরিক ভালবাসা থাকল ।

..............................................................................
১৯তম ব্লগ ডে তে আপনার কাছেই বসে ছিলাম ।
পরিচয় পর্বটা না করে কেন রহস্য থাকল বুঝলাম না ।
তবে আপনার হাতের ক্যামেরার ছবিটির ছবি নেয়া আছে
যা দিয়ে আপনি সুন্দর সুন্দর ছবি প্রকাশ করেন ।



আগত বৎসরটি আরও সুন্দর হোক এই প্রত্যাশা থাকল ।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই নাকি। কিন্তু কথা হয়নি মনে হয়। ছবিতে কী আছেন আপনি? পোস্ট করেছিলাম যেগুলো?

ছবিটা মেইল করিয়েন স্মৃতি হিসেবে থাকবে।

আমার কণ্ঠ সুন্দর না। তাছাড়া আমি গুছিয়ে কথা বলতে পারি না। ফাঁটা বাঁশ কণ্ঠ দিয়ে কি না কী বলে ফেলি হাহাহা তাই আর যাইনি। আমি মুখচুন্নি লোক। সরি

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৩২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

নাইমুল ইসলাম বলেছেন: আপনার লেখা অত্যন্ত সাবলীল। শুভেচ্ছা ও দোয়া রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর নাইমুল ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

শাওন আহমাদ বলেছেন: লেখাদের বাঁচিয়ে রাখুন।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩০

সোহানী বলেছেন: প্রথমেই জানাই আনলাকি ১৩ এর লাকি শুভেচ্ছা।

যাহোক, যত কম বুঝবা ততই মঙ্গল ;) । যত বেশী বুঝবা জীবন তত জটিল হবে। এরকম মারপ্যাচশুধু ব্লগেই না, জীবনের সবখানেই থাকবে। এসব নিয়া চিন্তা করার কিছু নাই।

তবে লিখাটা পড়তে পড়তে মনটাই ভরে গেল। খায়রুল ভাই বরাবরেই একজন আন্তরিক মানুষ। এবং খুব পছন্দের একজন। তারচেয়ে বড় কথা একজন জটিলতাবিহীন, ভানহীন, সহজ-সরল ভালো মানুষ। একজন ব্লগার হয়ে আপনার বাবার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, উনার কথা শুনেছেন, বই উপহার দিয়েছেন............. এরচেয়ে ভালোলাগার আর কি হতে পারে। এক জীবনে ভালো থাকার জন্য খুব কি বেশী কিছু লাগে?

উনার এই যে বয়স্ক মানুষদের প্রতি আন্তরিকতা আমার মন ছুয়ে যায়।

তোমার বাবাকে আমার সালাম, আর খায়রুল ভাই এর জন্য একরাশ ভালোবাসা।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই যত বেশী কম বুঝি ততই দেখছি ভালো
যেগুলা বুঝতে গেছি দেখি ঝামেলা আইয়া মাথার উপর পড়ে

আমি আনলাকি মানি না। আলহামদুলিল্লাহ সব তারিখই লাকি।

জাজাকিল্লাহ খইর
ভালো থাকো আপুন

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম

৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
কেমন আছেন সাজ্জাদ ভাইয়া
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.