নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সুস্থতা করুক ভর তোমার দেহে প্রিয় জানা আপু=

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২



©কাজী ফাতেমা ছবি

সবার প্রিয় তুমি, সবার দোয়ায় আছো তুমি
ও প্রিয় আপু জানা,
তুমি প্রতিভা প্রকাশের অনন্য কাণ্ডারি,
তোমার সাহসে হই সাহসী
শব্দের আকাশে মেলি ডানা।

হয়েছো জয়ী কঠিন যুদ্ধে কতবার
ইংশাআল্লহ এবারও হবে জয়ী
ব্লগ আকাশের এক টুকরো মেঘ তুমি
নরম মানবী, বড্ড বিনয়ী।

সুখের পরই আসে কষ্ট
কষ্টেরও হবে ইতি;
পরীক্ষার পর পরীক্ষা এই তো জীবন
সকলের দোয়া আর আছেন মহান রব
কেটে যাবে সব ভীতি।

তুমি চেতনার আলো
ব্লগ জননী, বোন, প্রিয় বন্ধু
সুস্থতা আসুক অচিরে ধেয়ে
প্রার্থনা সকলের সাত সিন্ধু।

প্রিয় জানা আপু, তুমি প্রেরণা
এই যে কত শত শব্দের আয়োজন
সে তোমার জন্য, হাসি আড্ডার ঘরে থাকি সুখে
তোমাকে যে আমাদের আরও প্রয়োজন,
ও প্রিয়জন।

তুমি বট বৃক্ষ, আমরা বসে বৃক্ষের ছায়ায়
কত আনন্দ কুড়াই দিনভর
দোয়া করি অন্তর হতে সদা
দেহ তোমার হউক সুস্থতায় উর্বর।

ভেঙ্গে পড়ো না সহজে তুমি
দৃঢ় প্রত্যয়ে খাড়া হও অসুখের সম্মুখ
শত মানুষের প্রার্থনা রবের দরবারে হচ্ছে জমা
তিনি নিশ্চয়ই দেখাবেন আলোর মুখ।

ধরে নিয়ো জীবনের এ কঠিন পরীক্ষায়
নিয়েছো অংশগ্রহণ তুমি
পাশ করবে নিশ্চয় ,
দোয়া কবুল করবেন রব
..... তিনি যে অন্তর্যামী।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



জানা সংগ্রামী মানুষ, উনি সুস্হ হয়ে উঠবেন শীঘ্রই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ সুস্থ হয়ে যাবে । আল্লাহর কাছে এই প্রার্থনা

ধন্যবাদ আপনাকে

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

মায়াস্পর্শ বলেছেন: আল্লাহ তায়ালা উনাকে সুস্থ্ করে দিক শীঘ্রই ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
তাই যেন হয়। মহান রবের নিকট আমাদের এই প্রার্থনা

ধন্যবাদ মায়া
ভালো থাকুন

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

নূর আলম হিরণ বলেছেন: উনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ
তাই যেন হয়
ধন্যবদ হিরণ ভাইয়া
ভালো থাকুন

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: সুস্থ হয়ে ফিরে আসুক জানা আপু!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
সবার দোয়া কবুল হউক
ফি আমানিল্লাহ
ধন্যবাদ আপুনি

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জানা আপুর জন্য শুভ কামনা ।
অনেক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
এটা আমরা প্রত্যাশা করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআমাদের প্রত্যাশা সত্যে পরিণত হউক

ধন্যবাদ আপনাকে

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: সুস্থ হয়ে ফিরে আসুক জানা আপু!

জানা আপুর সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন কামনা করি ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
অন্তর হতে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন
ধন্যবাদ আপনাকে

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: উনি অবশ্যই সুস্থ হবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ
সবার দোয়া কবুল হউক
ধন্যবাদ আপনাকে

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

রানার ব্লগ বলেছেন: সাহস ও শক্তি উভয়ের সন্নিবেশ ঘটুক । এটাই কাম্য ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই হোক। আল্লাহ ভরসা

ধন্যবাদ রানা
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.