নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=জীবন বড় অদ্ভুত=

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৭



©কাজী ফাতেমা ছবি

অক্সিজেনের অভাব বড় দেখা দিয়েছে বয়সীর
কী দিন কী রাত, নিঃশ্বাস টেনে টেনে হয়রান,
চোখের নিচে আগুন জ্বলা পাতিলের তলা রঙ;
কী জানি উনার মনে কী ভয়ানক ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে;
বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা.......যেনো বৃথা, বৃথা, বৃথাই সব।

বিফলে যাবে এতদিনের বেঁচে থাকার সুখ স্বপ্ন,
ধীরে তলিয়ে যাবে বয়সীর সব আশা,
নিস্পন্দ হবে দেহ।

দেহতরী থেমে যাবে জীবনের শেষ পথে;
কী দুঃসহ সময় এখন তাঁর, চোখে কেবল ধূয়াশা।
পাশে বসে দেহে হাত বুলালেই আৎকে উঠি,
কী এক বিষণ্ণতায় তলিয়ে যাই নিমেষে,
মনে যত সুখ ছন্দ উথাল পাথাল,তলিয়ে যায় নিরাশার সমুদ্দুরে।

দীর্ঘশ্বাসের ক্রমশঃ উঠানামায় আমায় করে ফেলে হয়রান।
হাতে হাত বুলিয়ে আমি টের পাই আমার অস্তিত্ব যেনো,
আলোর খোসার মত নরম চামড়ার ভাজে ভাজে লুকানো অশীতিপর বয়স
কে যেনো ডেকে বলে, প্রস্তুত হও এবার তোমার পালা,
কেড়ে নেবে সময় তোমার যত শান্তির আকাঙ্খা,
সুখ, স্বস্তি, চোখের আলো, দেহের শক্তি;
অকেজো হবে দেহের যন্ত্রাংশ তিল তিল,
ভেবেছো বেঁচে যাবে, কিছুই হবে না তোমার, বয়সের দোষ এ যেনো,
কিছুই অমর হয়ে থাকে না, না শক্তি, না বয়স, না শারীরিক যন্ত্র তন্ত্র।

কী বিমর্ষ মুহুর্তগুলো ছুঁয়ে যাচ্ছে বয়সীকে ঠিক আমাকেও
চোখ দুটো যেনো গলে যাচ্ছে, দগদগে ঘায়ের মতন
জলে পূর্ণ চোখ দুটিতে কিসের ছায়া তবে?
কত আহ্লাদী কত আবেগে ভরা জীবন, কত সুখ দুঃখ সাথী করে
এগিয়ে যাওয়া জীবন, সন্তান মানুষ করার পরই সুখের আস্বাদন
অথচ সময় কত নিষ্ঠুর, সন্তান বড় হয়, মা বাবারা বুড়ো হয়,
সুখ কপালে সয় না, না সয় না আর বেশী দিন।
(১৪-০৩-২০১৯)



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: আহা!

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিঃশ্বাস ফুরায়ে যাবে একদিন। শেষ বয়সে দেখলাম বাঁচার শখ মরে যায় এমনিতেই।

ধন্যবাদ আপনাকে

২| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১০

মায়াস্পর্শ বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু লিখা পড়লাম আপু। শেষ বয়সটা খুব খারাপ , একটা হালকা মানুষ তখন ভারী বোঝাতে পরিণত হয়ে যায় যদি তার সমবয়সী সঙ্গী না থাকে।
আপনি আগে অনেক ভালো লিখতেন , কিন্তু এখন হয়তো সেই ধারা অব্যাহত নেই কাজের চাপে।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষ বয়সে মানুষ বাঁচার আশা ছেড়ে দেয়। জীবন জুড়ে কষ্ট আর কষ্ট
আল্লাহ বয়স্ক মানুষদের হেফাজতে রাখুন।

ধন্যবাদ আপনাকে

৩| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম কবি আপা
ভাল থাকবেন

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই ভালো থাকুন

৪| ১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: কত জীবন দেখেছেন আপনি? কত জনের জীবন সুন্দর করেছেন?

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কত জীবন দেখেছেন? কত জনের জীবন সুন্দর করেছেন?

৫| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৪

ফয়সাল রকি বলেছেন: কেবল বেঁচে থাকাতেই সুখ!

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। সুখটা আসলে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত। বৃদ্ধকালটা কষ্টকর সময়

ধন্যবাদ রকি
কেমন আছেন আপনি। অনেকদিনপর আমার পোস্টে আসলেন

৬| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৫

ফয়সাল রকি বলেছেন: আসলে শুধু আপনার পোষ্টে অনেকদিন পর এলাম এমন না। সামুতেই তো আসা হয় না, আসলেও লগিন করা হয় না।
বৃদ্ধকালটা যাতে কষ্টকর না হয় সে দোয়া রইলো।

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আপনিও ভালো থাকুন দোয়া করি। ফি আমানিল্লাহ

জাজাকাল্লাহ খইর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.