নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=হারিয়ে ফেলি নিমেষেই কত কী=

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৬



©কাজী ফাতেমা ছবি

হারিয়ে ফেলেছি অতীতের সুর কলরব
হারিয়ে ফেলেছি কোকিলের ডাক, চড়ুই প্রহর
হারিয়ে যায় সময়, হারিয়ে যায় বয়স
হারিয়ে হারিয়ে আমি নিজেও হারাবো, হবো
লোকালয় হতে অদৃশ্য।

হারিয়েছি দাদা দাদী নানা নানী, বান্ধবী শিফা
ছোট ভাই সুমন, যারা ফিরবে না আর জনসমুদ্রে;
হারিয়ে ফেলেছি পিনু মুক্তা, সোহেল রিপন রোবেল,
মোনা, পলি শিমু, হারিয়েছি বন্ধুত্বতা অনন্তকালের জন্য।

হারিয়ে খুঁজি আজও প্রথম প্রেম, প্রথম খুশি
প্রথম কৈশোরের আনন্দ, হারিয়েছি সেই ডানা মেলা প্রহর
মেয়ে বলে বাপের ঠিকানা হারিয়েছি
হারিয়েছি মায়ের মমতার আঁচল।

শৈশব হারিয়েছি, হারিয়েছি ডাংগুলি, বউছি কানামাছি
রোমাল চুরি, দাঁড়িয়াবান্ধা আর ঘুড়ি উড়ানোর ক্ষণ
হারিয়েছি ৪৫ বসন্ত,
দেহের বল, চোখের আলো আর গলার শাখে বসা সুরের পাখি।

হারাই রোজই হারাই বিষণ্ণতার বুকে
হারিয়ে হারিয়ে খুঁজি অতীতের রঙবাহারী দিন
কল্পপুরি গিয়ে দেখে আসি সেই মেঘবালিকাদের উচ্ছল সময়
সেই প্রহরে স্বাধীনতার ডানা রেখে এসেছিলাম একদা।

প্রিয়জনদের নাম হারিয়ে বন্ধ চোখে স্মৃতি হাতড়াই
কই চেহারা মনে পড়েনি আর, নামও যেন বেভুলা স্মৃতি;
হারাই এখনও হারাই কারো বিশ্বাস;
স্বার্থের ঢেউয়ে ভেসে গিয়ে হারাই সুখের কূল।
(০৩-০৪-২০২৩)

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৫

মায়াস্পর্শ বলেছেন: স্মৃতিকাতর মনমুগ্ধকর লেখা।

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
পাশে থাকুন
ফি আমানিল্লাহ

২| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এক কথায় অসাধারণ!

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাকির ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই নিয়তির খেলা
নিজেই হারিয়ে যাবো কোন বেলা-----------------

০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি লিটন ভাই
ভালো থাকুন ধন্যবাদ

৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: হারাই যত পাইও তত

তবুও হারানোর জন্যই প্রাণ কাঁদে।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হারাইছি কিন্তু আমি অন্তত কিছু পাইছি না :(

থ্যাংকিউ সো মাচ আপুন

৫| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

৬| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

স্প্যানকড বলেছেন: হারাতে আমরা দিলে তো ! খুব সুন্দর হয়েছে কবিতা । ভালো থাকবেন সব সময় :)

০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হারানোর সাহসও লাগে। আমার সাহস নাই

থ্যাংকিউ সো মাচ

৭| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ছবি তোলা হারাম।

০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা

৮| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

নজসু বলেছেন:


খুব সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন প্রিয় সুজন ভাইয়া

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++ যারা চলে যায় তারা একেবারেই যায়।

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি সব সময় প্লাসের চিহ্ন দেন কিন্তু প্লাস দেন না। মানি না মানতাম না

+ শব্দটা লিখে দিবেন না। মাউস দিয়ে প্লাসে চাপ দিবেন আশা করি।

থ্যাংকিউ সো মাচ

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

১১| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: হারিয়ে যাবার হাহাকার, এ কবিতার অলংকার।

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর আহসান ভাইয়া
অগ্রিম ঈদ মুবারক

সুস্থ ও নিরাপদ থাকুন সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.